পুঁজিবাজার
নেপালি ব্যাংকের শেয়ার বিক্রি করতে পারেনি আইএফআইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির মালিকাধীন নেপালের বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নেপাল ব্যাংক লিমিটেড’ এর শেয়ার বিক্রি সম্পন্ন হয়নি। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আইএফআইসি ব্যাংকের হাতে থাকা নাবিল ব্যাংকের শেয়ার বিক্রির বিষয়ে সারিকা চৌধুরী নামের একজনের সাথে সমঝোতা স্মারকও সই হয়েছিলো। তিনি নাবিল ব্যাংকে থাকা আইএফআইসির সব শেয়ার ক্রয় করতে চেয়েছিলেন। কিন্তু নেপাল রাষ্ট্র ব্যাংকের অনুমতি না পাওয়ায় এ শেয়ার বিক্রি সম্পন্ন হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাবিল ব্যাংকের পূর্বনাম ছিলো নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেড। যেখানে আইএফআইসি ব্যাংকের ৪০ দশমিক ৪১ শতাংশ শেয়ার বা প্রায় ৪ কোটি ১২ লাখ শেয়ার রয়েছে। তবে টেকসই ব্যবসার কোনো সম্ভাবনা দেখতে না পাওয়ায় শেয়ারগুলো বিক্রি করে দিতে চেয়েছিলো আইএফআইসি।
এদিকে ঘোষিত শেয়ার বিক্রি করতে না পারায় নাবিল ব্যাংকের প্রমোটার শেয়ারহোল্ডার হিসেবে কাজ করবে আইএফআইসি ব্যাংক। ডিএসইর ওয়েবসাইটে ব্যাংকটি এমন তথ্য জানিয়েছে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
টপটেন গেইনারে আট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ কোম্পানির মধ্যে ১১৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ এপ্রিল) ফান্ডটির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩১ শতাংশ। আর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য ফান্ডগুলো হলো- পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বিচ হ্যাচারির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ২১৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ এপ্রিল) বিচ হ্যাচারির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নূরানী ডাইং।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, এস.আলম কোল্ড রোল্ড স্টিলস, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম, বাংলাদেশ ফাইন্যান্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস এবং মেট্রো স্পিনিং লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ বুধবার

টানা দরপতনে অস্থিরতা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। প্রতিনিয়ত পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর পুঁজিবাজারে গতিশীলতা ফিরে আসার প্রত্যাশায় ফের সক্রিয় হয় বিনিয়োগকারীরা। তবে, দীর্ঘ আট মাসেও তা দৃশ্যমান না হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার সংগঠনটির সমন্বয়ক ও প্রধান মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিকের স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, পুঁজিবাজারে টানা দরপতনের কারণে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে আগামীকাল বুধবার দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকল বিনিয়োগকারী ও অংশীজনকে এ বিক্ষোভ মিছিলের অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে গত ১৫ এপ্রিল বিএসইসি ও আইসিবির চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
অর্থসংবাদ/কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ এপ্রিল) কোম্পানিটির ১০ কোটি ৮১ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের লেনদেন হয়েছে ৯ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকার। আর ৮ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সূচকের পতনে তলানিতে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে ২১৪টির শেয়ারদর পতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ২৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১১২১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৫৯ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪০ কোটি ২৮ লাখ ৬০ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির, বিপরীতে ২১৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি