সারাদেশ
শরীয়তপুরে ত্রিশ গ্রামে ২০ হাজার মুসল্লির ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে একদিন আগেই শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফে হাজারো মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে রোজা কবুলের ফরিয়াদ ও বিশ্ব উম্মাহর জন্য শান্তি কামনা করেছেন দরবার শরীফের ভক্ত-অনুরাগী মুসল্লিরা।
বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় দরবার শরীফের ঈদগাহ মাঠে পৃথকভাবে অনুষ্ঠিত জামাত দুইটিতে বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত ও সুরেশ্বর দরবার শরীফের আশেপাশের প্রায় সাড়ে ৩ হাজার মুসল্লি অংশ নিয়েছেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে প্রায় ১০০ বছরের ঐতিহ্য হিসেবে পালিত পবিত্র ঈদুল ফিতরের পৃথক জামাত দু’টিতে ইমামতি করেছেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।
জানা যায়, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধক কর্তৃক শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। পিরোজপুর, ভোলা, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই রোজা ও ঈদ পালন করে থাকেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর পালন করছেন। প্রতি বছরের মতো এবছরও সুরেশ্বর দরবার শরীফে একই সময়ে পৃথক মাঠে ঈদুল ফিতরের নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত দুইটিতে বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত-অনুরাগী ও স্থানীয় ৩০ গ্রামের প্রায় সাড়ে তিন হাজার নারী-পুরুষ ঈদের নামাজে অংশ নিয়ে রোজা কবুলের ফরিয়াদ ও বিশ্ব উম্মাহর জন্য শান্তি কামনা করেন।
গাজীপুর থেকে সুরেশ্বর দরবার শরীফে ঈদের নামাজ আদায় করতে এসেছেন সৈয়দ মাইনুল হক। তিনি বলেন, বাবা সুরেশ্বরীর দরবারের মাটিতে পা রাখলে আমার অন্তর শীতল হয়ে যায়। রমজানের রোজা শেষে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। এখন সকলের সঙ্গে কুশল বিনিময় করে বাড়িতে গিয়ে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করব।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ তৌহিদুল হোসাইন শাহিন নূরী বলেন, রমজান আত্মসংযমের মাস। এই মাসে পবিত্র রোজা পালন শেষে ঈদের নামাজ আদায় করেছেন ভক্ত ও অনুসারী মুসল্লিরা। প্রায় সাড়ে ৩ হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত ঈদের নামাজ শেষে রোজা কবুলের ফরিয়াদ ও বিশ্ব উম্মাহর জন্য শান্তি কামনা করছেন তারা। সবাইকে সুরেশ্বর পাক দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুরে একটি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় কালিকাপুর এলাকার একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইট নামতে পারেনি। এতে শিডিউল বিপর্যয়ে আজ সোমবার সকাল থেকে দুর্ভোগে পড়েছেন উড়োজাহাজের যাত্রীরা। তাঁদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এলাকাটিতে তীব্র কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দৃষ্টিসীমা ছিল ৩০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটির প্রয়োজন হয়।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, আজ সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে কুয়াশা দেখা যায়। ফলে ভিজিবিলিটি অনেক কমে যায়। এর ফলে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। শীতকালে এমন শিডিউল বিপর্যয় হয়ে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে উড়োজাহাজ নামতে পারবে বলে তিনি জানান।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
দীপু-টিপুর লোভের বলি চাঁদপুর মেডিকেল ও চাঁবিপ্রবি প্রকল্প
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে চাঁদপুর শহর রক্ষা বাঁধ, চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়। তবে উন্নয়নের নামে এসব প্রকল্পে লুটপাটের মহোৎসব করেন দীপু মনি ও তার ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু। ভাই-বোনের লোভের বলি হয়ে ভেস্তে যায় মেঘা উন্নয়ন প্রকল্পগুলো। তাতে উন্নয়নের নামে অন্ধ করে রাখা চাঁদপুর জেলাবাসী পিছিয়ে রইলো।
জানা যায়, চাঁদপুর শহরের ইসলামপুর গাছতলা গ্রামে চাঁদপুর মেডিকেল কলেজের স্থাপনা নির্মাণের জন্য সরকার ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেয়। কিন্তু দীপু মনির লোকজন ভূমি অধিগ্রহণের নামে সেখানে লুটপাটের নেশায় মেতে ওঠেন। এ কারণে গত ৫/৬ বছরেও চাঁদপুর মেডিকেল কলেজের ভূমি অধিগ্রহণ সম্ভব হয়নি। ফেরত গেছে ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয় বরাদ্ধ। এমনকি এসব প্রকল্পের ভূমি অধিগ্রহণের নামে প্রায় ৬০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ ওঠে দীপু মনি গংদের নামে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজের কার্যক্রম চালু হয়। ২০১৯ সালের ১০ জানুয়ারি থেকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ৩-৪টি কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু। অল্প জায়গায় মারাক্তকভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই সাথে ব্যাহত হচ্ছে হাসপাতালে স্বাস্থ্য সেবা। চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে ইন্টানি করছেন। কিন্তু স্থায়ী ক্যাম্পাসের অভাবে মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হলেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেখা যায়নি।
এদিকে ইসলামপুর গাছতলা গ্রামে চাঁদপুর মেডিকেল কলেজের জন্য প্রস্তাবিত প্রায় ৩০ একর ভূমির মালিকরা কয়েক বছর ওই জমিতে ফসল করতে পারেনি। ভূমি অধিগ্রহণের আশঙ্কায় ফসলি জমি রয়েছে অনাবাদী। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকা দুর্নীতির পাঁয়তারা করেন দীপু মনি ও ভাই টিপুসহ স্বজনরা। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই মেঘনা নদী পাড়ে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন টিপু ও তার নিকট আত্মীয়রা। তারা ভূমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদনের আগেই চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করিয়ে নেন। পরবর্তী সময়ে সেসব জমি জেলা প্রশাসনকে অধিগ্রহণের জন্য বলে। অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ গত বছরের ২৮ ডিসেম্বরে বাতিল করা হয়। নানা অনিয়ম ও অভিযোগের কারণে বাতিল হলেও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির চাপে তা গোপন রাখা হয়। এসব কারণে সহসাই আর হচ্ছে না বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস। এদিকে জবরদখলকৃত সেই ভূমি ফেরত চাইছেন জমির মালিকরা। অন্যদিকে চাঁবিপ্রবি’র দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবি শিক্ষার্থীদের।
২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংসদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস হয় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ে ৯০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তিন বিভাগের দুই ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮০ জন। চাঁদপুর শহরের ওয়াপদাগেট খলিশাডুলি এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ বলেন, নিজস্ব ভবন না থাকায় অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হন। কিন্তু প্রতিষ্ঠানটির নিজস্ব আবাসিক হল, খেলাধুলার মাঠ নেই। নিজস্ব আবাসিক হল না থাকায় মেয়েদের বেশি সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
জাপানি অর্থায়নে চাঁদপুর মেঘনার চরে বেসরকারিভাবে পর্যটন শিল্প গড়ে তোলার একটি উদ্যোগ নেয়া হয়। মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে প্রকল্প অন্তরায় হয়ে দাঁড়াবে, এ আশঙ্কায় বিনিয়োগকারীদের পিছু হটাতে বাধ্য করেন দীপু মনি গং। ফলে ৬ হাজার কোটি টাকার বড় একটা বিনিয়োগ হাতছাড়া হয়ে যাওয়ায় চাঁদপুরে পর্যটন শিল্পে হতাশা নেমে আসে। ২০ হাজার মানুষের একসাথে অবকাশ যাপনের সুবিধা সম্বলিত এ প্রকল্পটি বাস্তবায়িত হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। শুধুমাত্র মেঘনা নদী থেকে অবাধে বালু উত্তোলন করে হাজার হাজার কোটি টাকার অবৈধ ইনকাম নিরবিচ্ছিন্ন রাখতেই বালু সিন্ডিকেটের কাছে বলি হয় এ প্রকল্পটি। এসব অপকর্মের মূলহোতা ছিলেন দীপু মনির বড় ভাই ওয়াদুদ টিপু।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় আজ রোববার (২৪ নভেম্বর) প্রায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, লাকিবাজার, বৌবাজারজালকুড়ি, রঘুনাথপুর, মাহমুদপুর তাইজউদ্দি মার্কেট, সোনামিয়া মার্কেট (আদমজী), দেলপাড়া, নারায়ণগঞ্জ শহর, প্রাইম টেক্সটাইল, দক্ষিণ সস্তাপুর, নিশ্চিন্তপুর ঋষিপাড়া, পাগলা শাহি মহল্লা, নয়ামাটি, পিলকুনি মোড় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৬ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গার কাপড় জব্দ করেছে নারায়ণগঞ্জস্থ কোস্টগার্ড।
আজ শনিবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে তা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ ট্রাকটি আটক করে।
ট্রাকটি তল্লাশি করে ভারতীয় ৫ হাজার ৩৩৮ টি শাড়ি, ১ হাজার ২৪৫ টি চাদর, ১৮৬ সেট থ্রি পিস ও ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করা হয়।
জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ০৪ লাখ ৮৭ হাজার টাকা। জব্দ করা মালামাল, ট্রাক ও আটক ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কাফি