কর্পোরেট সংবাদ
মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সাহিত্য আড্ডা
বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা নিয়ে আলোচনা করতে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যদের সাথে এবার সাহিত্য আড্ডায় যোগ দিয়েছিল স্বনামধন্য প্রকাশনা ও আবৃত্তি সংগঠন ‘আজব প্রকাশ’।
সৈয়দ মাজহারুল পারভেজের সম্পাদিত ‘নির্বাচিত মুক্তিযুদ্ধের কবিতা’ সংকলনটি নিয়ে হয়েছিল এবারের আলোচনা। যেখানে কেবল কবিতার শিল্পগুণ নিয়েই নয়, বরং আলোচনা হয়েছিল কবিতার বিষয়বস্তু ও বিভিন্ন সময়ে লেখা এসব কবিতার এই সংকলনে স্থান পাওয়া নিয়েও।
গত ২৭ মার্চ সাহিত্যসভায় রিডিং ক্যাফে এবং আজব প্রকাশের সদস্যরা বইটির বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন। আলোচকরা কবিতার বিভিন্ন দিক নিয়ে নিজেদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করতে ভুল করেননি। সম্পাদকের কবিতা নির্বাচন নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করে বলেন যে, মুক্তিযুদ্ধবিষয়ক আরও অনেক উল্লেখযোগ্য কবিতা রয়েছে, যেগুলো এই সংকলনে যুক্ত হতে পারতো।
সাহিত্য আড্ডার গুরুত্ব নিয়ে নিজের মতামত ব্যক্ত করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, সাহিত্য, বিশেষ করে কবিতা, আমাদের মাঝে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর চেতনা জাগিয়ে তুলতে সাহায্য করে। ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো, প্রতিষ্ঠানে পড়ার সংস্কৃতি গড়ে তোলা, যা আমাদের জ্ঞান এবং বিনোদন দানের পাশাপাশি ক্ষমতায়ন করতেও ভূমিকা রাখবে। এই ধরনের সাহিত্য আলোচনা আমাদের মুক্তিযুদ্ধের বহুমুখী বর্ণনার সাথে পরিচয় করিয়ে দেয়, যা আমাদের ঐতিহ্যের গভীরতাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে সক্ষম করে তোলে।
এপ্রিল মাসের আলোচনার জন্য ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে নির্বাচন করেছে প্রখ্যাত উর্দু লেখক সাদাত হাসান মান্টোর ছোটগল্পের সংকলন। পরবর্তী আলোচনাও উপভোগ্য হতে চলেছে বলে বিশ্বাস এই পাঠচক্রের সদস্যদের। আজব প্রকাশকে সাথে নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের এই উদ্যোগটি ইতিহাসের জটিলতা এবং মানবিক অবস্থাকে অনুধাবন করতে সাহিত্যের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। পড়ার যে একটা শক্তি আছে, এই উদ্যোগটি আমাদের সমষ্টিগত এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে সংজ্ঞায়িত করার মাধ্যমে প্রতিনিয়ত তার-ই প্রমাণ রেখে যাচ্ছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
সোশ্যাল ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি আরও মজবুতের লক্ষ্যে ক্যাম্পেইন
সহনশীলতা, পুনরুদ্ধার ও নবজাগরণ এই ৩জকে নতুন মোটো হিসেবে নিয়ে ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে শুরু হয়েছে ‘শক্তিশালী আগামীর পথে, এগিয়ে চলি একসাথে’ শীর্ষক ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য মো. মোরশেদ আলম খন্দকার ও মো. আনোয়ার হোসেন, এফসিএ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ- ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাতসহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও ঢাকাস্থ শাখার ব্যবস্থাপকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম বলেন, গত দেড় মাসে ১ হাজার ৭৫ কোটি টাকা রিকভারি হয়েছে এবং এই ক্যাম্পেইনকালীন সময়ে আরও ৫ হাজার কোটি টাকার ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ডিপোজিট আহরণেরও যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা অর্জিত হলে ব্যাংকের তারল্য সংকট কেটে যাবে। ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংক শরী’আহ কমপ্লায়েন্স ব্যাংক হিসেবে তার অবস্থান আরো সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, ক্যাম্পেইনে একসাথে রিকভারি ও ডিপোজিট মবিলাইজেশনের উপর গুরুত্বরোপ করা হয়েছে যা খুবই ইতিবাচক।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৪৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম।
সভায় সহ-সভাপতি রেহানা রহমান, ব্যাংকের পরিচালকবৃন্দ- আলমগীর কবীর, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি), মো. নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি), ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর- মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব এ. কে. এম. নাজমুল হায়দার, অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের ত্রৈমাসিক পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। সদস্যরা ব্যাংকের সাফল্যের পথে আরও অগ্রগতি সাধনে একাত্বতা পুনর্ব্যক্ত করেন এবং সাউথইস্ট ব্যাংককে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক আমানত এবং বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীল প্রবৃদ্ধি দেখাচ্ছে, যা ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থার প্রতীক। এই ইতিবাচক প্রবণতা আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সভায় তুলে ধরা হয় যে সাউথইস্ট ব্যাংক গ্রাহকদের কষ্টার্জিত অর্থের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বিকল্প, যা সম্পূর্ণ আর্থিক নিরাপত্তা প্রদান করে।
সভায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণের পাশাপাশি, ব্যাংকের শ্রেণিভুক্ত ও অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারে প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে সেই সাথে, ব্যাংকের নন-ফান্ডেড ব্যবসা, রিটেইল সেবা এবং ক্রেডিট কার্ড পোর্টফোলিও সম্প্রসারণের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত পরিবর্তনশীল আর্থিক ও ব্যাংকিং খাতের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম, সিডিএম, সিআরএম এবং পিওএস সেবাসমূহের প্রযুক্তি-ভিত্তিক লেনদেনের সুবিধা শক্তিশালী করার উপর জোর দেয়া হয়েছে। এছাড়া, কর্পোরেট গভর্ন্যান্স বৃদ্ধি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার এবং গ্রিন ব্যাংকিং কার্যক্রম প্রসারেও গুরুত্বারোপ করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ২৯ বছরেরও বেশি সময় ধরে ব্যাংক শক্তিশালী তারল্য সম্পদের মাধ্যমে স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় স্থিতিশীলতা বজায় রেখে দৃঢ় সুনাম অর্জন করে আসছে। কর্পোরেট গভর্ন্যান্স, মুনাফা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় এটি ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে। পর্যাপ্ত মূলধন রিজার্ভের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা প্রদর্শন করছে, যা এই সভাকে এর ধারাবাহিক সফলতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
কালিয়াকৈর হাই-টেক পার্কে জমি লিজ নিলো এডিএন টেলিকম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম প্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণ, উন্নত উৎপাদন সুবিধা ও উদ্ভাবনী কাজে গতি আনতে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ হাই-টেক পার্কে দীর্ঘ মেয়াদের জন্য এক একর জমি লিজ নিয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এ-সংক্রান্ত একটি কৌশলগত লিজ চুক্তি করেছে এডিএন টেলিকম। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এডিএন টেলিকম কালিয়াকৈর হাই-টেক পার্কের এই প্রকল্পে আইটি/আইটিইএস ডিভাইস, সফটওয়্যার, আইওটি সমাধান এবং এআই-ভিত্তিক ইলেকট্রনিক উপাদান উৎপাদন সুবিধা বাড়াবে।
এর আগে চলতি বছরের শুরুতে এডিএন টেলিকম তাদের ব্যবসা সম্প্রসারণে সিলেটেও হাই-টেক পার্কে একটি জায়গা লিজ নিয়েছে।
কালিয়াকৈর হাই-টেক পার্কে জমির লিজ চুক্তি হয়েছে গত ২৮ অক্টোবর। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পার্ক কর্তৃপক্ষের ক্রয় বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত চার্জ) শাহরিয়ার আল হাসান এবং এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেনরি হিল্টন এবং উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এডিএন টেলিকমের এমডি হেনরি হিল্টন বলেন, এই সহযোগিতা বাংলাদেশের প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, উন্নত মানের ও বাজারের জন্য প্রস্তুত পণ্য তৈরি এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারের ওপর জোর দেয়।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইউনিয়ন ব্যাংকে শিষ্টাচার বিষয়ক কর্মশালা
ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘শিষ্টাচার, উত্তম আচরণ ও গ্রাহক সেবা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হেদায়ত উল্লাহ ।
প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী কর্মচারীদের পেশাগত জ্ঞান অর্জন, দক্ষতা ও মার্জিত ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে ব্যাংকের সুনাম বৃদ্ধি করতে নির্দেশ প্রদান করেন।