পুঁজিবাজার
স্টেকহোল্ডারদের ১০০ কোটি টাকা ঋণ দেবে সিএমএসএফ

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের তথা স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্কেট মেকারদের প্রাথমিক ভাবে ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। মঙ্গলবার (২ এপ্রিল) এ বিষয়ে সিএমএসএফ এবং কমিউনিটি ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সিএমএসএফের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের উপস্থিতিতে সিএমএসএফের চিফ অব অপারেশনস মোঃ মনোয়ার হোসেন এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে সিওও শামসুল হক সুফিয়ানী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে সিএমএসএফ ফান্ড থেকে স্বল্প সুদে ইনিস্টিটিউশনাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের ৫ কোটি এবং সাধারণ মার্কেট ইন্টারমিডিয়ারিজদেরকে ২ কোটি টাকা করে ঋণ প্রদান করবে কমিউনিটি ব্যাংক পিএলসি। আজ মঙ্গলবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিএমএসএফের বোর্ড অব গভর্নরসের সদস্য এবং পলিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, কমিউনিটি ব্যাংকের হেড অব আইসিসি মোঃ খায়রুল আলম, মতিঝিল শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট ডঃ মোঃ আরিফুল ইসলাম এবং সিএমএসএফের হেড অব অপারেশনস মোঃ ওয়াসি আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অর্থসংবাদ/এমআই

পুঁজিবাজার
এজিএমের ভেন্যু জানালো দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভূক্ত দুই কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। কোম্পানি দুটি হাইব্রিড সিস্টেমে এজিএম সম্পন্ন করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইসলামিক ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির ৪২তম বার্ষিক সাধারণ সভা ৭ই আগস্ট সকাল সাড়ে ১১টায় সামারাই কনভেনশন সেন্টার, ২৩/জি/৭, পান্থপথ, ঢাকা-১২০৫-এ অনুষ্ঠিত হবে।
এছাড়া, ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে রাওওয়া কমপ্লেক্স, ঈগল হল, ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হবে।
এসএম
পুঁজিবাজার
রূপালী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই ইয়াকিন পলিমারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২২ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৫০ পয়সা। আর গত ১৫ জুলাই বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
এসএম
পুঁজিবাজার
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ২০ পয়সা বা ৫.৭৫ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিম টেক্সটাইল মিলস্’র দর কমেছে আগের দিনের তুলনায় ৯ টাকা ৫০ পয়সা বা ৫.৫৯ শতাংশ। আর ২ টাকা ৫০ পয়সা বা ৪.১৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্যাফোডিল কম্পিউটারস।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোমোবাইলসের ৩.৯৬ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ৩.৭৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৩.৬০ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ৩.৫১ শতাংশ, তমিজুদ্দিন টেক্সটাইল মিলসের ৩.৫১ শতাংশ ,স্টাইলক্রাফটের ৩.৩১ শতাংশ এবং নর্দান জুট ৩.২৩ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.২৬ শতাংশ। আর ৭ টাকা ৯০ পয়সা বা ৮.২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল মিলস, ইন্ট্রাকো, আইডিএলসি ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রানার অটো, একমি পেস্টিসাইড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
কাফি