পুঁজিবাজার
সবাই ঐক্যবদ্ধ হয়ে পুঁজিবাজারকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবো: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আমরা পুঁজিবাজারের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে পুঁজিবাজারকে অনেক দূর এগিয়ে নেয়া যাবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, এই মাসটি স্বাধীনতার মাস, পবিত্র রমজান মাস। আমরা রমজান মাসে দেশ ও জাতির কল্যাণে কাজ করব। সবাই কাধে কাধ মিলিয়ে মার্কেটকে অনেকদূর এগিয়ে নিয়ে যাব।
এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, সামনে পুঁজিবাজারের যে উজ্জ্বল ভবিষ্যত, এখানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুঁজিবাজার একটি বড় ভূমিকা পালন করবে। আমরা সবাই মিলে পুঁজিবাজারকে এগিয়ে নিয়ে যাব।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, বন্ড মার্কেটটা যেভাবে বড় হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। আমরা সবাই যদি আরও চেষ্টা করি তবে বন্ড মার্কেটটাকে আরও ভালো করা সম্ভব হবে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন বলেন, মার্চেন্ট ব্যাংকে যে ট্যাক্সের বিষয়টি আছে, তা আমরা এনবিআর বরাবর আবেদন করেছি। মার্চেন্ট ব্যাংকে ট্যাক্স রেট অনেক বেশি। আমরা আশা করব, আপনারা সাংবাদিকরা সবাই এ বিষয়টা নিয়ে কাজ করবেন।
সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়ার সভাপতিত্বে ইফতার মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু আলী।
অনুষ্ঠানে সিএমএসএফের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ, বিএসইসির কমিশনার অধ্যাপক মিজানুর রহমান, ডিএসইর এমডি ড. এ টি এম তারিকুজ্জামান, বিএমবিএর সাবেক সভাপতি ছায়েদুর রহমানসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএম

পুঁজিবাজার
ব্লকে ৩৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬২ লাখ ৬৫ হাজার ৪৩টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৩১ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয়

পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা আক্কাস উদ্দিন মোল্লাহ তার কাছে থাকা ব্যাংকটির মোট ২ কোটি ২৩ লাখ ৭ হাজার ১২৪টি শেয়ারের মধ্যে ২ কোটি ১০ লাখ ২৫ হাজার ৩৬৪টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
এরআগে, গত ২৫ আগস্ট উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি করবেন বলে ঘোষণা দেন এই উদ্যোক্তা।
এসএম
পুঁজিবাজার
ইউনাইটেড ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিংয়ের তারিখ পর্যন্ত অন্যান্যে আনুষাঙ্গিক তথ্যে ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
পিপলস লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৩১ আগস্ট) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ পয়সা বা ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাস ফাইন্যান্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইসিবি ইসলামী ব্যাংক, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইভেন্স টেক্সটাইলস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা বা ১০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডসের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো, ওয়াটা কেমিক্যালস, ওয়ালটন, সিনোবাংলা, ইন্ট্রাকো, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন এবং ব্র্যাক ব্যাংক।
কাফি