পুঁজিবাজার
ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ব্লকে মোট ৩৪টি কোম্পানির ৩১ কোটি ৫১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১২ কোটি ৮০ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৪ লাখ ৫৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স।
বৃহস্পতিবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হল- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৬ লাখ ০৫ হাজার টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ২১ লাখ টাকা, সোনালী পেপারের ৮৩ লাখ ৮৪ হাজার টাকা, বেক্সিমকোর ৮২ লাখ ০৪ হাজার টাকা, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৭৬ লাখ ৬২ হাজার টাকা এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫৩ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন ৪২৪ কোটি, সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় প্রধান সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট। সেই সঙ্গে এসময়ের মধ্যে লেনদেন ছাড়িয়েছে ৪২৪ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৩ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৫৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭৭ ও ২০৮৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪২৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৪টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ কোম্পানির শেয়ারদর।
এসএম
পুঁজিবাজার
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কে নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে সাজেদুর সিরাজকে নিয়োগ দেওয়া হয়েছে।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই সমতা লেদারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ০৮ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৪ টাকা ৬০ পয়সা। আর গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৭০ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ১০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
এসএম
পুঁজিবাজার
বে লিজিংয়ের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনিভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
নর্দার্ণ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম