পুঁজিবাজার
ভুল তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান বিএসইসির

ভুল বা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার এবং তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একাধিক কর্মকর্তা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রংপুরের এক হোটেলে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সাথে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন ও অবগত করার লক্ষ্যে আয়োজিত ‘পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও অ্যাক্ট, রুলস অ্যান্ড গাইডলাইনস অফ রাইট টু ইনফরমেশন’ শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন।
এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং ড. রুমানা ইসলাম। এছাড়া বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ শফিউল আজমসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম তথ্য অধিকার আইন গণতান্ত্রিক চিন্তাভাবনার ফসল উল্লেখ করে বলেন, তথ্য প্রাপ্তি রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার এবং তথ্য অধিকার আইনের সফল ও যথাযথ প্রয়োগের মাধ্যমে জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগনের অধিকার ও সুশাসন নিশ্চিত হবে। তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিএসইসির অর্ডিন্যান্স, আইন ও বিধিমালার প্রেক্ষাপটে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। তিনি দেশের পুঁজিবাজারের প্রেক্ষাপটে তথ্যের তাৎপর্য ব্যাখ্যা করে কীভাবে তথ্যের সুষ্ঠ ব্যবস্থাপনা এবং গোপনীয়তা রক্ষার সাথে সাথে জনগনের অধিকার অনুযায়ী তথ্য সরবরাহের সেবা দেয়া প্রয়োজন- সে বিষয়ে আলোচনা করেন।
এছাড়া বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমের সংক্ষিপ্ত বক্তব্যের পাশাপাশি বিএসইসি’র উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো তথ্য। তথ্য থাকলে অনিয়ম সম্ভব হতো না। আমরা চাইছি সবার কাছে যেন যথাযথভাবে তথ্য সরবরাহ হয়। তথ্য প্রাপ্তির আবেদনের মাধ্যমে তথ্য পাওয়ার ক্ষেত্রে রংপুর বিভাগ সারাদেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হতে হবে। বিএসইসি তথ্য প্রাপ্তির বিষয়টিও ডিজিটাল করতে ইতোমধ্যে কাজ শুরু করছে।
তিনি উপস্থিত সকলকে তথ্য প্রাপ্তির অধিকার ও তথ্য প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে জানা এবং অন্যদের সে সম্পর্কে জানানোর অনুরোধ করেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
কে অ্যান্ড কিউয়ের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটি ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মাগুরা মাল্টিপ্লেক্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বিকাল ০৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বাংলাদেশ মনোস্পুল পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বিকাল ০৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দর কমেছে ২৭০টি কোম্পানির। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৩ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। এতে দর পতনের শীর্ষে উঠেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৮ শতাংশ। আর ৮ দশমিক ১৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শাইনপুকুর সিরামিক।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফিনিক্স ফাইন্যান্স, এস.আলম কোল্ড রোল্ড, ফার ইস্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসএল মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ২২ লাখ ৯৪ হাজার ৭৩৭ টি শেয়ার ১০৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সান লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৩১ লাখ টাকার ও তৃতীয় স্থানে বিচ হ্যাচারির ৪ কোটি টাকা ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি