পুঁজিবাজার
মেঘনা কনডেন্সড মিল্কের টিকে থাকা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকে থাকা নিয়ে খুবই শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক। বিগত কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে কোম্পানিটি। এতে কোম্পানির সম্পদ ঋণাত্মক হয়ে গেছে।
কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কার কথা প্রকাশ করেছে নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে নিট ৩ কোটি ৪০ লাখ টাকা লোকসান হয়েছে। এছাড়া কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৭২ টাকা ২২ পয়সা, শেয়ারপ্রতি লোকসান ২ টাকা ১৩ পয়সা ও নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৯৪ পয়সা রয়েছে। এতে মেঘনা কনডেন্সড মিল্কের এই সংকট কোম্পানির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরি করেছে।
উল্লেখ্য, ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৩৭ দশমিক ৪৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি ৬২ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) কোম্পানির শেয়ার দর সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
সূচকের নিম্নগতিতে দেড় ঘন্টায় লেনদেন ১৪৫ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৪৫ কোটি ১৩ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৬ এপ্রিল ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫২ ও ১৮৮৮ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টি, কমেছে ১৩৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার হস্তান্তর করবেন ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১৫ লাখ শেয়ার তার স্ত্রী মাসুমা বেগমকে নামে এবং ১৫ লাখ শেয়ার তার মেয়ে সাদমান সাইকা সেফাকে (উভয়ই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) হস্তান্তর করা করেবেন।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই উদ্যোক্তা পরিচালক।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ দেবে না প্রাইম ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো শতাংশ লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর তথা ২০২১ সালে শেয়ার প্রতি ৬৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬ টাকা ৯৯ পয়সা।
সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৪ পয়সা, যা আগের বছর মাইনাস ৬৪ পয়সা ছিল।
লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৭ মে সকাল ১০ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রাইম ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো শতাংশ লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর তথা ২০২১ সালে শেয়ার প্রতি ৬৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬ টাকা ৯৯ পয়সা। সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৪ পয়সা, যা আগের বছর মাইনাস ৬৪ পয়সা ছিল।
আগামী ২৯ মে সকাল ১০ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বৈঠক বুধবার

পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাঠামোগত শক্তিশালীকরণের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী।
আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এটি পুঁজিবাজার উন্নয়ন বিষয়ে গঠিত সরকারি কমিটির তৃতীয় আনুষ্ঠানিক সভা, যার সভাপতিত্ব করবেন ড. আনিসুজ্জামান চৌধুরী।
সভায় উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ। এছাড়া কমিটির সদস্য হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বিমা ও পুঁজিবাজার অনুবিভাগ) মো. সাঈদ কুতুব।
বৈঠকে অংশগ্রহণের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সিজ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।
বিএসইসি থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এই সভায় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়মতো উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিএসইসিকে আরও কার্যকর এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে একটি চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।