পুঁজিবাজার
সূচকের উত্থান, লেনদেন ১১শ কোটি টাকার ঘরে
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ১১০০ কোটি টাকার ঘরে দাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ পয়েন্ট বেড়ে ১৩৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ১২২ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৭৯ কোটি ৭১ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭১টি কোম্পানির, বিপরীতে ৭১ কোম্পানির দর কমেছে। আর ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার
ব্লকে ৩৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬২ লাখ ৬৫ হাজার ৪৩টি শেয়ার ৯১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৩১ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকার ও তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয়

পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা আক্কাস উদ্দিন মোল্লাহ তার কাছে থাকা ব্যাংকটির মোট ২ কোটি ২৩ লাখ ৭ হাজার ১২৪টি শেয়ারের মধ্যে ২ কোটি ১০ লাখ ২৫ হাজার ৩৬৪টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
এরআগে, গত ২৫ আগস্ট উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি করবেন বলে ঘোষণা দেন এই উদ্যোক্তা।
এসএম
পুঁজিবাজার
ইউনাইটেড ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিংয়ের তারিখ পর্যন্ত অন্যান্যে আনুষাঙ্গিক তথ্যে ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
পিপলস লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৩১ আগস্ট) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ পয়সা বা ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাস ফাইন্যান্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইসিবি ইসলামী ব্যাংক, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইভেন্স টেক্সটাইলস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা বা ১০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডসের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো, ওয়াটা কেমিক্যালস, ওয়ালটন, সিনোবাংলা, ইন্ট্রাকো, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন এবং ব্র্যাক ব্যাংক।
কাফি
You must be logged in to post a comment Login