পুঁজিবাজার
পুঁজিবাজারের উন্নয়নে সহায়তার আশ্বাস সালমান এফ রহমানের

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতের উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর একদল প্রতিনিধি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং পূনরায় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এ সময় ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিনিয়োগ উপদেষ্টাকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অবহিত করেন এবং পুঁজিবাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। বিনিয়োগ উপদেষ্টা ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং বাজার উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রতিনিধিদলের মধ্যে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন।
কাফি

পুঁজিবাজার
খুলনা পাওয়ারের অফিস ঠিকানা পরিবর্তন

পুঁজিবাজারের তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার বিভাগ ও নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন করে ইউনাইটেড হাউস, মাদানী অ্যাভিনিউ, ইউনাইটেড সিটি, ঢাকা-১২১২ ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
এছাড়াও, শেয়ার বিভাগের ঠিকানা পরিবর্তন করে গুলশান সেন্টার পয়েন্ট, লেভেল-৮, হাউস-২৩-২৬, রোড-৯০, গুলশান-২, ঢাকা-১২১২ স্থানান্তর করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা ২২ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ জুলাই বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
পদ্মা লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ জুলাই দুপুর ২টা ৩০মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ানি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
সিটি ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৭.৫১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৭.০৯ শতাংশ। আর ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৫.২৬ শতাংশ, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৩.৬৬ শতাংশ, আরএকে সিরামিকের ৩.৩০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৩.২৮ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.২৩ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৩.২৩ শতাংশ দর কমেছে।
কাফি