কর্পোরেট সংবাদ
বাংলাদেশ ফাইন্যান্সের ও ব্যাংকক ডুসিট মেডিকেলের চুক্তি

বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে ব্যাংকক ডুসিট মেডিকেল সার্ভিসেসের চিকিৎসা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানী গুলশানের একটা হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূইয়া। আর ব্যাংকক ডুসিট মেডিকেল সার্ভিসেসের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ধুন ডামরংসাক ও মার্কেটিং ডিরেক্টর খুন জিয়ারানাই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানটির গ্রাহকেরা ব্যাংকক হাসপাতালে কম খরচে বিশেষ সুবিধায় চিকিৎসা সেবা পাবেন। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ভিসা প্রক্রিয়াগত সহযোগিতাসহ সার্বিক বিষয়ে দেখভালের দায়িত্বেও নিয়োজিত থাকবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের কোম্পানি সেক্রেটারি মুন্সি আবু নাঈম, হেড অফ এইচআর আশেকুল আরেফিন পাটোয়ারি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আশিকুর রহমানসহ অন্যান্যরা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক

দেশের তৃণমূল পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এই উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকসহ দেশের ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেশব্যাপী ৩ হাজার সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে।
গত ৫ মে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ডিইপিডি প্রোগ্রাম ম্যানেজমেন্ট, সৈয়দা আমিনা ফাহমিন, ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, এইপিডি প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মাহমুদা আখতার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সহযোগিতা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসইতা অর্জনে ভূমিকা রাখবে। উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গতি আনবে বলে বিশ্বাস করে সংশ্লিষ্টরা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন।
হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল ও প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে ডা. শ্রাবণী চক্রবর্তীর যোগদান

বন্দরনগরীর সর্ববৃহৎ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং পেলভিক এন্ডোস্কোপিক সার্জন হিসেবে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী। নারীদের স্বাস্থ্যসেবায় ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি এভারকেয়ার টিমে যুক্ত হয়েছেন।
ডা. চক্রবর্তী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে গাইনী ও অবসে এফসিপিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি, দেশে ও বিদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি, হিস্টেরোস্কোপি এবং আই.ভি.এফ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করেছেন।
তিনি পেলভিক এন্ডোস্কোপিক সার্জারিতে বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত, বিশেষ করে টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেরেকটমি, ফাইব্রয়েড ও এন্ডোমেট্রিওসিস অপারেশন, প্রোল্যাপ্স অপারেশন এবং প্রজনন সক্ষমতা চিকিৎসায় তিনি অভিজ্ঞ। হিস্টেরোস্কোপির মাধ্যমে মাসিকের সমস্যা নির্ণয় ও চিকিৎসায় তার বিশেষ দক্ষতা রয়েছে। ডা. চক্রবর্তী নিঃসন্তান দম্পতিদের জন্য আইভিএফ, আইইউআই, ল্যাপারোস্কোপিক পরীক্ষা ও প্রয়োজন হলে সার্জারির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন।
ডা. চক্রবর্তী শুধু গাইনী চিকিৎসায় নয়, নারীদের ক্যানসারের (ডিম্বাশয়, জরায়ুমুখ ও জরায়ুর ভেতরের স্তর) স্ক্রিনিং ও অপারেশনেও অভিজ্ঞ। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, নিরাপদ প্রসব ও মাতৃস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর নানা প্রকল্পেও কাজ করেছেন। তার যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এই অঞ্চলের নারীদের আরও উন্নত ও আধুনিক নারীস্বাস্থ্য সেবা প্রদান করবে বলে আশা করা যায়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন রাশেদুল আমিন

সাউথইস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মোহাম্মদ রাশেদুল আমিন পদোন্নতি পেয়েছেন।
এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৫ সালে অফিসার হিসেবে আইএফআইসি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি যথাক্রমে ডিবিবিএল ও ওয়ান ব্যাংকে যোগদান করে বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ২০১৯ সালে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে মাস্টার্স অব কমার্স সম্পন্ন করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
আইএফআইসি ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে “ট্রেইনিং ফর ট্রেইনারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।
সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ইকবাল পারভেজ চৌধুরী ও ডেপুটি ক্যামেলকো এবিএম মহসীন কামাল মোল্লা।
বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান, মো. আনোয়ারুল হক , আ.ন.ম. কলিম উদ্দিন হাসান তুষার, উপপরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী এবং সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৫৮জন কর্মীকে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারীকৃত সার্কুলার ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কাফি