আন্তর্জাতিক
চীনা পুঁজিবাজারে বড় পরিবর্তনের আশা মার্কিন বিনিয়োগকারীদের

চীনের শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মার্কিন বিনিয়োগকারীরা। গত বছরের ব্যাপক পতনের পর নতুন বছরে চীনা পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করছে ওয়াল স্ট্রিটের বৃহত্তম ব্যাংকগুলো। যদিও বেইজিংয়ের পক্ষ থেকে শক্ত নীতিগত পদক্ষেপের অভাবে পরিস্থিতি আবারো খারাপের দিকে চলে যাওয়ার বড় আশঙ্কা রয়ে গেছে বলে মনে করছেন বিনিয়োগ ব্যবস্থাপকদের অনেকেই।
জেপি মর্গানের বাজার কৌশল নির্ধারণকারীদের পূর্বাভাস হলো এ বছর চীনা পুঁজিবাজারের সূচক এমএসসিআই বাড়তে পারে ১৮ শতাংশ। প্রায় একই ধরনের পূর্বাভাসের ওপর নিজের লক্ষ্য নির্ধারণ করেছে গোল্ডম্যান স্যাকসও।
চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে নেয়া আর্থিক ও মুদ্রানীতি সংক্রান্ত প্রণোদনামূলক পদক্ষেপগুলো এখন পর্যন্ত চীনের অর্থনীতির পুনরুদ্ধারে খুব একটা কার্যকর ভূমিকা নিতে পারেনি। থামেনি স্থানীয় বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের দ্রুত শেয়ার বেচে দেয়ার প্রবণতাও। এর ধারাবাহিকতায় গত বছর চীনা পুঁজিবাজারের এমএসসিআই সূচকের পতন হয়েছে ১৩ শতাংশের বেশি।
বর্তমান পরিস্থিতিতে বাস্তবতা যেমনই হোক, চীনের বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা। বিষয়টিকে স্যামুয়েল বেকেটের বিখ্যাত অ্যাবসার্ড ঘরানার নাটক ওয়েটিং ফর গডোর সঙ্গে তুলনা দিয়ে সোসিয়েত জেনারেলের গ্লোবাল অ্যাসেট অ্যালোকেশন শাখার প্রধান অ্যালেন বোকোবজা বলেন, ‘এটা অনেকটা যেন “গডোর প্রতীক্ষায়” বসে থাকার মতো। চীনের পুঁজিবাজার নিয়ে গত বছরও এমন অনেকবার আলোর ভুল প্রত্যাশা করা হয়েছে। চীনা ইকুইটি নিয়ে আমরা কৌশলগতভাবেই অনেকটা বেশি জোর দিয়ে ফেলেছি। বিষয়টি বেশ পীড়াদায়ক।’
পুঁজিবাজারের দুর্বল পারফরম্যান্সের কারণে গত বছর চীনের ইকুইটি মার্কেট থেকে বিদেশী বিনিয়োগ প্রত্যাহার হয়েছে প্রায় ৯০ শতাংশ। ফাইন্যান্সিয়াল টাইমস এক্সচেঞ্জভিত্তিক তথ্য বিশ্লেষণের ভিত্তিতে জানিয়েছে, ডিসেম্বর শেষে চীনের পুঁজিবাজারে নিট বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ৩ হাজার ৭০ কোটি ইউয়ান (৪৩০ কোটি ডলার)। আর হংকং স্টক এক্সচেঞ্জের কানেক্ট ট্রেডিং প্রোগ্রামের তথ্য বিশ্লেষণেও দেখা গেছে, ২০২৩ সালে চীনের পুঁজিবাজারে নতুন নিট বিদেশী বিনিয়োগ নেমে এসেছে ৪৪ বিলিয়ন ইউয়ানের নিচে, যা ২০১৫ সালের পর সর্বনিম্ন।
ওয়াল স্ট্রিটের অনেক বিশ্লেষক এখনো বিশ্বাস করেন যে চীনের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর তাগিদে চলতি বছর আরো জোরালো পদক্ষেপ নেয়া হবে। তাদের অনেকেই ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে শেয়ারমূল্য সুলভ থাকতে থাকতে বিনিয়োগকারীদের চীনা পুঁজিবাজারে ফিরে আসার পরামর্শ দিয়েছেন।
বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান ফেডারেটেড হার্মেসের গ্লোবাল ইমার্জিং মার্কেটের প্রধান কুঞ্জল গালা জানান, ‘অনেকের মধ্যে চীনা পুঁজিবাজার বিনিয়োগযোগ্যতা হারিয়েছে এমন এক দৃষ্টিভঙ্গি দেখা দিয়েছে। আমরা এর সঙ্গে একমত নই। আমরা চীনে ঝুঁকি নেয়ার প্রতিদান পাওয়ার মতো পরিবেশ দেখতে চাই।’
বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান আমুন্দি ইনস্টিটিউটের ইমার্জিং ম্যাক্রো এবং স্ট্র্যাটেজি প্রধান অ্যালেসিয়া বেরারদি জানান, কোম্পানিগুলোর ভ্যালুয়েশনে এখন সেগুলোর মানের প্রকৃত প্রতিফলন দেখা যাচ্ছে না। চীনা পুঁজিবাজার নিয়ে আমুন্দির পর্যবেক্ষণ ছিল ‘কৌশলগত অতিভারী’। নিরপেক্ষভাবে বলতে গেলে অটোমেশন, রোবোটিকস ও পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে দেশটি গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে, এটা স্বীকার করতেই হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।
ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে উচ্চ মাত্রার এই শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর-রয়টার্স
বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারে। নতুন করে উচ্চ মাত্রায় এ শুল্ক আরোপে বাংলাদেশের রফতানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে। এ সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাসত্ত চুরিসহ অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ করেন তিনি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
কুয়েতে স্বর্ণের দামে রেকর্ড

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের মূল্য। গত এক মাসের ব্যবধানে গ্রাম প্রতি তিন থেকে চার দিনার বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। অল্প সময়ের ব্যবধানে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। গত এক মাসের ব্যবধানেই গ্রাম প্রতি বেড়েছে তিন দিনার। আর ভরিতে বাংলাদেশি মুদ্রায় ১৩ থেকে ১৪ হাজার টাকা বেশি।
কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতি মিনিটে পরিবর্তন হতে থাকে। দেশটির প্রত্যেকটি স্বর্ণের দোকানে কুয়েত সরকার নির্ধারিত অনলাইন মূল্য তালিকা রয়েছে। দিন দিন মূল্য বৃদ্ধির কারণে অনেক ক্রেতাই এখন স্বর্ণ কিনতে দ্বিধায় ভুগছেন।
তবে দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় ভবিষ্যত প্রয়োজনের কথা মাথায় রেখে কেউ কেউ স্বর্ণ কিনে রাখছেন। ক্রেতারা বলেন, সপ্তাহ ব্যবধানে স্বর্ণের দাম অনেক বেড়েছে। সামনে আরও বাড়তে পারে। তাই ভবিষ্যতে বিয়ে, অনুষ্ঠান ও প্রিয়জনকে উপহার দেয়ার জন্য কিনে রাখতে হচ্ছে।
তবে স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলেন, উৎসবের মৌসুম থাকায় স্বর্ণের দাম বাড়ার পরও বেড়েছে বেচাকেনা। তাছাড়া সামনে আরও দাম বাড়ার আশঙ্কায় মজুতও করছেন অনেকে।
কুয়েতে স্বর্ণ বিক্রি হয় গ্রাম হিসেবে। তারা ২১ ক্যারেট অথবা ১৮ ক্যারেট স্বর্ণের অলংকার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে ২২ ক্যারেটের স্বর্ণে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক
১০ দিনে গাজায় কমপক্ষে ৩২২ শিশু নিহত: ইউনিসেফ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি পবিত্র ঈদুল ফিতরের সময়ও ফিলিস্তিনি এই উপত্যকায় কমেনি ইসরায়েলি বর্বরতা।
গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েল হামলা শুরু করার পর থেকে নিহত হয়েছে ৩ শতাধিক শিশু। এমন তথ্যই সামনে এনেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।
মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ইউনিসেফ গত সোমবার জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত ১০ দিনে গাজা উপত্যকায় কমপক্ষে ৩২২ শিশু নিহত এবং আরও ৬০৯ জন আহত হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, “গাজায় যুদ্ধবিরতি গাজার শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জীবনরেখা এবং পুনরুদ্ধারের পথের আশা প্রদান করেছিল।”
তিনি বলেন, “কিন্তু শিশুরা আবারও মারাত্মক সহিংসতা এবং বঞ্চনার চক্রেই নিমজ্জিত হয়েছে। শিশুদের সুরক্ষার জন্য সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে হবে।”
ইউনিসেফের মতে, গাজায় নিহত শিশুদের বেশিরভাগই ছিল বাস্তুচ্যুত। তারা হয় অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। সংস্থাটি আরও উল্লেখ করেছে, গত ২৩ মার্চ দক্ষিণ গাজার আল-নাসের হাসপাতালের সার্জারি বিভাগে হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশুরাও ছিল।
এছাড়া গত ২ মার্চ থেকে ইসরায়েলি বোমা হামলার পুনরায় শুরু হওয়া এবং সাহায্য সরবরাহের ওপর সম্পূর্ণ অবরোধের ফলে গাজার বেসামরিক নাগরিক, বিশেষ করে সেখানকার ১০ লাখ শিশু গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে বলে ইউনিসেফ জানিয়েছে।
প্রতিরোধযোগ্য শিশু মৃত্যু সম্ভবত বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে সংস্থাটি বলেছে, “গত ২ মার্চ থেকে গাজা উপত্যকায় কোনও সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়ায় খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং চিকিৎসা সেবা ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে অবরোধ।”
আর তাই গাজায় হামলা বন্ধ করে যুদ্ধবিরতি পুনঃস্থাপন এবং গাজায় মানবিক ও বাণিজ্যিক পণ্য প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
সংস্থাটি জোর দিয়ে বলেছে, বিশ্বের চুপ করে দাঁড়িয়ে থাকা উচিত নয় এবং শিশুদের হত্যা ও দুর্ভোগ অব্যাহত রাখতে দেওয়াও উচিত নয়। একইসঙ্গে প্রভাবশালী দেশগুলোকে ভয়াবহ এই সংঘাতের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে ইউনিসেফ।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় ১ হাজার ৪২ ফিলিস্তিনি নিহত এবং আরও ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক
লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার মিসরাতা শহরে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় দুজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস এমন তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণ দাবিতে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সিআইডি এই তদন্ত শুরু করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে পুলিশ সফল অভিযান পরিচালনা করে জিম্মিদের উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তি ও গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও মিসরাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দুটি ছবি যুক্ত করে পৃথক ফেসবুক পোস্টেও এ কথা জানিয়েছে।
ফেসবুক পোস্টে বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক
হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
এতে বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, জ্বর এবং সংক্রমণের কথা জানানোর পর তাকে প্রথমে নওয়াবশাহ থেকে হাসপাতালে আনা হয়েছিল।
ইতোমধ্যে প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
দলীয় নেতারা জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আগামী দিনে আরও আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট জারদারির চিকিৎসক ড. আসিম হুসেনকে ফোন করে জারদারির স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং তার শুভকামনা জানিয়েছেন।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে যোগাযোগ করেছেন। এ সময় প্রেসিডেন্ট জারদারির দ্রুত আরোগ্য কামনা করেন
প্রধানমন্ত্রী শেহবাজ।
তিনি তার সুস্থতার জন্য প্রার্থনা করে বলেন, আল্লাহ আপনাকে পূর্ণ ও দ্রুত আরোগ্য দান করুন। সমগ্র জাতির দোয়া আপনার সঙ্গে রয়েছে।
এর আগে, ২০২৪ সালের অক্টোবরে বিমান থেকে নামার সময় পাকিস্তানের প্রেসিডেন্টের পা ভেঙে যায়। পরে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।