পুঁজিবাজার
ওয়ালটন উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ১ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ওয়ালটনের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৯৮.৯৯শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে দশমকি ৫৩ শতাংশ শেয়ার আছে।
কাফি

পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই ইয়াকিন পলিমারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২২ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৫০ পয়সা। আর গত ১৫ জুলাই বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
এসএম
পুঁজিবাজার
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ২০ পয়সা বা ৫.৭৫ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিম টেক্সটাইল মিলস্’র দর কমেছে আগের দিনের তুলনায় ৯ টাকা ৫০ পয়সা বা ৫.৫৯ শতাংশ। আর ২ টাকা ৫০ পয়সা বা ৪.১৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্যাফোডিল কম্পিউটারস।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোমোবাইলসের ৩.৯৬ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ৩.৭৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৩.৬০ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ৩.৫১ শতাংশ, তমিজুদ্দিন টেক্সটাইল মিলসের ৩.৫১ শতাংশ ,স্টাইলক্রাফটের ৩.৩১ শতাংশ এবং নর্দান জুট ৩.২৩ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯.২৬ শতাংশ। আর ৭ টাকা ৯০ পয়সা বা ৮.২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল মিলস, ইন্ট্রাকো, আইডিএলসি ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রানার অটো, একমি পেস্টিসাইড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সি পার্ল বিচ

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা । আজ কোম্পানিটির ২২ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৪৫ লাখ ১৯ হাজার টাকার। আর ২১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদাস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং টেকনো ড্রাগস।
কাফি
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ৭৩৪ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ২৬৭ কোম্পানি শেয়ার দর বেড়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ৭৩৪ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১১১২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৯২০ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৭৩৪ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৫৩ কোটি ৬৯ লাখ ০৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৭টি কোম্পানির, বিপরীতে ৭৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি