শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হাবিবউল্লাহ কলেজের সামনের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সাব্বির মাদবরের মালিকানাধীন মার্কেটটিতে আগুন লাগার পর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে কনফেকশনারি, মুদি দোকান, টেইলার্স ও গোডাউনসহ সাতটি দোকানের মালামাল, আসবাবপত্র, ইলেকট্রনিকসসহ প্রায় সবকিছুই পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
দোকান মালিক সাব্বির মাদবর জানান, দুপুরে ফোনে খবর পাই। ছুটে এসে দেখি পুরো মার্কেট আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস চেষ্টা করলেও কিছুই আর রক্ষা করা যায়নি। ভাড়াটিয়াদের সবকিছুই নষ্ট হয়ে গেছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বৈদ্যুতিক শব্দের মতো কিছু শুনে দেখি ধোঁয়া বের হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ইনচার্জ আমির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষতি অনেক বেশি হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।
অর্থসংবাদ/তাহের/এসএম