সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় মতিঝিলে কাউন্সিল কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলের চেয়ারম্যান মুহতারাম অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী সভাপতিত্ব করেন এবং সেক্রেটারী জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ সভা সঞ্চালনা করেন।
এসময় বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০২৪ সালের অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ২০২৫ সালের অডিটর নিয়োগ এবং ২০২৬ সালের বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।
সভায় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বঙ্গভবন জামে মসজিদের খতীব ও আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি মাওলানা মো. সাইফুল কাবির, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ. ন. ম. রফীকুর রহমান মাদানী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের সদস্য সাইয়্যেদ জারীর জাফরী মাদানী উপস্থিত ছিলেন।
এছাড়াও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং কাউন্সিলের সহকারী সেক্রেটারী জেনারেল আবুল কালাম আজাদ, জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনসিওরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন, এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলামসহ সদস্য কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ শরীয়াহভিত্তিক বীমা খাতের সুষ্ঠু ও নৈতিক পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী বীমা শিল্পের উন্নয়ন ও প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।