বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিএএসএমের সেমিনার

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে এবং আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন সংস্থার (আইওএসসিও) পৃষ্ঠপোষকতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সেমিনারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. গোলাম সারোয়ার হোসেন খান, ফ্যাকাল্টি মেম্বার (গ্রেড-৩), বিএএসএম। তিনি “ফ্রড অ্যান্ড স্ক্যাম প্রিভেনশন ইন ক্যাপিটাল মার্কেট” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

সেমিনারে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মূল প্রবন্ধের ওপর গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। শেষে মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:-
শেয়ার