রাজনীতি
যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে, তা সন্তোষজনক: সারজিস

এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে, তা সন্তোষজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথাগুলো বলেন।
সারজিস আলম পোস্টে লিখেন, দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে, তা সন্তোষজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় অংশগ্রহণ করেছে।
তিনি আরও লিখেন, ভোট গণনা চলছে, এরপরই ফলাফল। শিক্ষার্থীসহ সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে। একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। শুধু রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয়। যদি এটা হয়, তাহলে যাদের কারণে এটা হবে, তারা এর দায় কখনো এড়াতে পারবেন না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে চলতেও পারবেন না।
নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেব না—এমন মনোভাব বাদ দেওয়ার আহ্বান জানিয়ে সারজিস লিখেন, ডাকসু বানচাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের রাজনীতির কবর রচিত হবে।

রাজনীতি
ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

সংবিধান প্রণেতা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এমন তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কামাল হোসেনকে গত রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ইউরিনের সমস্যা রয়েছে। এখন আগের চেয়ে একটু ভালো আছেন। ড. কামাল হোসেনের জন্য আইনজীবী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
রাজনীতি
ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব: ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা এখন পর্যন্ত প্রত্যাশা রাখছি নির্বিঘ্নেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যা তৈরি করছে। একজন ভোটারকে দুটো ব্যালট পেপার দেওয়ারও অভিযোগ আছে।
আজ সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
প্রসঙ্গত, এবার ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। তবে বিভিন্ন পদের মধ্যে মূল আকর্ষণ সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়ছেন।
এর বাইরে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ২১৭ জন লড়ছেন।
রাজনীতি
খালেদা জিয়াকে ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভুটানের মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ উপহার পৌঁছে দেন রাষ্ট্রদূতের প্রতিনিধিরা। উপহার গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এ শুভেচ্ছা উপহার পাঠানো হয়।
রাজনীতি
দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে: ড. হেলাল

দুর্নীতিবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন।
তিনি আরও বলেন, যারা ক্ষমতায় আসার আগেই ৫ আগস্ট পরবর্তী সারাদেশে খুন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের মহোৎসবে মেতে উঠেছে তারা ক্ষমতায় গেলে জনগণ নিরাপদে-নির্বিঘ্নে রাতে ঘুমাতেও পারবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষ ঘরের দরজা খুলে র্নিভয়ে, নির্বিঘ্নে, নিরাপদে ঘুমাতে পারবে। চুরি-ছিনতাই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ চিরতরে বন্ধ হয়ে যাবে। নারীর স্বাধীনতার নামে যারা নারীদের অধিকার লুন্ঠন করেছে, ধর্ষণ করেছে তাদের ঘুম হারাম হয়ে যাবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সবার আগে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। মানুষের জানমাল, ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা কর্তৃক নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অতীতে যারাই ক্ষমতা বসেছে তাদের মধ্যে একদল এদেশে ভারতীয় আধিপাত্যবাদ প্রতিষ্ঠা করে দেশের মানুষকে পরাধীনতার শিকলে বন্দী করেছে, আরেকদল দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে। দেশের হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা দিয়ে বিদেশে বিলাশী জীবনযাপন করছে। ক্যামেরার সামনে শেষে মানুষের অধিকারের কথা বলে জাতিকে আবারও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। যেই দলের নেতাকর্মীরা ফুটপাত থেকে চাঁদাবাজি-দখলবাজি, নদীর বালু-পাথর লুট করে সেই দলের কাছে জাতি নিরাপদ থাকতে পারবে কিনা প্রশ্ন রেখে ড. হেলাল উদ্দিন বলেন, পুরোনো ব্যবস্থা রাষ্ট্র চলবে নাকি নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে; জনগণের নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।
জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না গিয়েও জনগণের ভাগ্যান্নয়নে কাজ করছে উল্লেখ করে ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচিই হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ সংস্কার সংগ্রাম করে আসছে, মানুষের ভাগ্যান্নয়নে সমাজ সেবা করে আসছে। দারিদ্র্যতা দূরীকরণ ও বেকারত্বের অবসানের লক্ষ্যে জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মমূখী প্রশিক্ষণ প্রদান করে প্রশিক্ষিতদের কর্মের ব্যবস্থা নিশ্চিত করছে। আগামীতে জামায়াতে ইসলামীকে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে প্রতিটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তাই জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে তিনি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. নুরন্নবী রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহবাগ মানব কল্যাণ সংস্থার সেক্রেটারি ওবায়দুল্লাহ, শাহবাগ পূর্ব থানার সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, থানা বাইতুলমাল সম্পাদক মো. কামরুজ্জামান, অফিস সম্পাদক মোখলেছুর রহমান জুয়েল প্রমুখ। সভা শেষে, প্রশিক্ষিত ১২ জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
রাজনীতি
বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে: মির্জা ফখরুল

বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন ও ত্যাগ শিকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে কখনো সরে যাননি। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন, আজ একদিকে যেমন আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।