পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই বিবিএস ক্যাবলসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ০৮ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৫ টাকা ৮০ পয়সায়। আর গত ০৭ সেপ্টেম্বর শেয়ারটির দর বেড়ে ২২ টাকা ৭০ পয়সা দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ০৬ টাকা ৯০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম

পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৯৮ লক্ষ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসির। এদিন কোম্পানিটির ৫ কোটি ৯৮ লক্ষ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যারিকো বাংলাদেশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৮৮ হাজার টাকার।
২ কোটি ৬৬ লক্ষ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাইন ফুডসের ১ কোটি ৩৩ লক্ষ ১০ হাজার টাকা, এবং লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ১১ লক্ষ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য গোপন করলো মিরাকল ইন্ডাস্ট্রিজ

দীর্ঘ সময় ধরে লোকসানে জর্জরিত পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে এবার বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। কোম্পানিটি শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সঙ্গে ডিপিএমের মাধ্যমে ডব্লিউপিপি ও পিই ব্যাগ সরবরাহের লক্ষ্যে চুক্তি করেছে। বিসিআইসি এখন থেকে তাদের প্রয়োজনীয় ওভেন পলিপ্রোপিলিন ও পলিথিন ব্যাগের ৫০ শতাংশ সরাসরি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কিনবে।তবে নতুন এই চুক্তি সম্পর্কে বিনিয়োগকারীদের কাছে গোপন করেছে কোম্পানিটি। অর্থাৎ মূল্য সংবেদনশীল তথ্য বা পিএসআই প্রকাশ করা হয়নি, যা বিনিয়োগকারীদের জন্য যথেষ্ট উদ্বেগজনক।
এর আগেও, বিসিআইসি থেকে বড় অংকের ক্রয়াদেশ পায় লোকসানি এই কোম্পানিটি। তবে সেই তথ্যও গোপন করা হয়। পিএসআই প্রকাশ না করে আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের তথ্য পিএসআই আকারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করার বিধান রয়েছে।
সূত্র মতে, সম্প্রতি সরকারি মালিকানাধীন বিসিআইসির কাছ থেকে কোম্পানিটি বড় অংকের ক্রয়াদেশ পেয়েছে। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েও কোম্পানিটি বিনিয়োগকারীদের এ সম্পর্কে কোনো তথ্য জানায়নি। যা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার সামিল। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এরআগে বিসিআইসি মিরাকল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে সরাসরি ২০ কোটি টাকা ব্যয়ে ৫৩ লাখ পলিপ্রোপাইলিন ব্যাগ কিনতে চুক্তি করে। প্রতিটি ব্যাগের দাম ধরা হয়েছে ৩৭ টাকা ৪৪ পয়সা। এই ব্যাগগুলো ব্যবহার হবে ইউরিয়া সার বস্তাবন্দী করতে। তবে সেই তথ্যও বিনিয়োগকারীদের কাছে গোপন করে কোম্পানিটি।
আইন অনুযায়ী, ইনসাইডার ট্রেডিং প্রভিশন বিধিমালা-২০২২ (যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ২০২২ নামে পরিচিত) অনুযায়ী, যদি কোনো তথ্য ‘প্রাইস সেনসেটিভ’ হয়, অর্থাৎ যা প্রকাশিত হলে স্টক এক্সচেঞ্জের কোনো সিকিউরিটির বাজার মূল্য বা কোনো কোম্পানির নিট সম্পদ মূল্য উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে, তবে সেই তথ্য স্টক এক্সচেঞ্জের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবশ্যই প্রকাশ করতে হবে। এক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করে আইন লঙ্ঘন করেছে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এবিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, বিসিআইসির সঙ্গে চুক্তির ব্যাপারে কোম্পানি থেকে কোনো তথ্য ডিএসইকে জানানো হয়নি। তবে সম্প্রতি দরবৃদ্ধির কারণ জানতে কোম্পানিকে নোটিশ পাঠানো হয়েছে। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
তিনি আরও বলেন, কোম্পানিটি পিএসআই প্রকাশ করেনি, তবে এ সংক্রান্ত বিষয়ে প্রমাণ ও সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জানতে মিরাকল ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব ওমর ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র মতে, গত ০১ সেপ্টেম্বর মিরাকেল ইন্ডাস্ট্রিজের নিকট হতে ডিপিএমের মাধ্যমে মোট ক্রয়ের ৫০ শতাংশ ডব্লিউপিপি ও পিহ ব্যাগ ক্রয়ের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মানিক উদ্দিন সই করা এ সংক্রান্ত এক চিঠি বিসিআইসির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিসিআইসির যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মিরাকেল ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে ব্যাগ সরবরাহে ব্যর্থ হলে বিসিআইসি বিকল্প উৎস হতে ব্যাগ ক্রয়ের নিশ্চয়তা সাপেক্ষে এবং বিসিআইসি পরিচালনা পর্ষদের ২১০৬তম সভার সিদ্ধান্তের আলোকে মিরাকেল ইন্ডাস্ট্রিজের নিকট থেকে প্রতিষ্ঠানটির সক্ষমতা ও বিসিআইসির প্রকৃত চাহিদার নিরিখে মোট ক্রয়ের ৫০ শতাংশ ডব্লিউপিপি, পিই ব্যাগ ক্রয়ের প্রক্রিয়াটি পিপিআর-২০০৮, পিপিএ-২০০৬ ও আর্থিক ক্ষমতা অর্পণ (অনুন্নয়ন ও উন্নয়ন)-২০১৫ অনুসরণপূর্বক বিধি মোতাবেক নিষ্পত্তি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মিরাকল ইন্ডাস্ট্রিজ ১৯৯৭ সালে বিসিআইসির প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে। শুরুর দিকে সরকার সরাসরি ব্যাগ কিনত (ডিপিএম) প্রতিষ্ঠানটি থেকে, ফলে লাভজনক ও স্থিতিশীল ছিল ব্যবসা। কিন্তু ২০০৭ সালে রাজনৈতিক পরিবর্তনের পর কোম্পানিটি থেকে সরকারের সরাসরি ব্যাগ কেনা বন্ধ হয়ে যায়, শুরু হয় টেন্ডার প্রক্রিয়া। এর ফলে প্রতিযোগিতা বাড়লে বাজার হারাতে থাকে মিরাকল, মালিকানা বদলায়, কোম্পানি জর্জরিত হয় লোকসান ও ঋণে। বর্তমানে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩০.২৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক ৪.৮৯ শতাংশ, বিদেশীদের ০.২০ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৬৪.৬৫ শতাংশ।
এসএম
পুঁজিবাজার
শেয়ার হস্তান্তর করবেন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক আলমগীর শামসুল আলামিন তার কাছে থাকা ১৯ লাখ ১৫ হাজার শেয়ার তার ভাই জাহাঙ্গীর আলামিনের (কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) কাছে হস্তান্তর করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক। যা ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এসএম
পুঁজিবাজার
ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত মতে, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪১ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৬১ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- সাফকো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, জাহিনটেক্স, ওরিয়ন ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২০ আগস্ট) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদির দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। আর ৯ দশমিক ১৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, ইজেনারেশন, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
এসএম