কর্পোরেট সংবাদ
বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

ময়মনসিংহ ও শেরপুরে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যস্ততা তৈরি করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় এ বছর দেশজুড়ে ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।
আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ জিলা স্কুল এবং শেরপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়, গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়, নবারুণ বিদ্যানিকেতন ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।
সম্প্রতি ময়মনসিংহ ও শেরপুর এর জেলা শিল্পকলা একডেমিতে পৃথক দু’টি অনুষ্ঠানে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেয়া হয়।
ময়মনসিংহের স্থানীয় সরকার এর উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস এবং শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স স্ব স্ব জেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি এবং হেড অব রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। বইপড়া কার্যক্রম কে আরও জনপ্রিয় করতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য সমসাময়িক বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে, ৮০জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরী করতে ২০১৪ সাল থেকে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে এপর্যন্ত প্রায় ৪ লক্ষ বই বিতরণ করেছে যার মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখের এর বেশি পাঠক উপকৃত হয়েছে।

কর্পোরেট সংবাদ
বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ডেবিট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে। এসব কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি), ফরেন কারেন্সি কারেন্ট (এফসিসি) এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা দেশে এবং বিদেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে কার্ডসেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডাইরেক্টর সোহেল আলিম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও ড. এম কামাল উদ্দীন জসীম।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং উইংপ্রধান মো. মোশাররফ হোসেন। এসময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংক ও ইএসডিও’র মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-কে পে-রোল ব্যাংকিং সেবার সরবরাহ করবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ইএসডিও’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।
এই চুক্তির মাধ্যমে ইএসডিও’র কর্মীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক বেতন ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তিতে ইএসডিও’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং, মো. আব্দুল হালিম, ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অফ ব্রাঞ্চেস (উত্তর অঞ্চল), সেলিম ওয়াহেদ সিদ্দিকি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার, পে-রোল ব্যাংকিং, শেখ নূর আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্ষুদ্র ব্যবসা ও পুন:অর্থায়ন প্রধান এবং আবু ফারুক আহমেদ, ঠাকুরগাঁও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩১০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিরাজুল ইসলাম ও কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের গ্র্যাজুয়েশন উদযাপিত

ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স ২০২৪ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। ইয়াং লিডারদের এক বছরের প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি উদ্যাপন নিয়ে ব্যাংকটি ‘লার্নার টু লিডার’ শীর্ষক একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করেছে।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইয়াং লিডাররা সাংস্কৃতিক পরিবেশনায়ও অংশ নেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক ইয়াং লিডারদের একটি স্মারক উপহারের পাশাপাশি প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির নিয়োগপত্রও প্রদান করা হয়।
ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রামটি (ওয়াইএলপি) ডিজাইন করা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে। এই প্রোগ্রামের আওতায় এক বছর ধরে ৪৯জন ইয়াং লিডার ডিজিটাল ইনোভেশন, বিজনেস অপারেশনস, কমপ্লায়েন্স ও রিস্ক ম্যানেজমেন্টসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ক্লাসরুম প্রশিক্ষণ, প্রজেক্ট-ভিত্তিক অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ও ডিভিশনের কাজে যুক্ত করার মাধ্যমে ব্যাংকটি ইয়াং লিডারদের একটি পূর্ণাঙ্গ পেশাগত ভিত্তি গড়ে তোলে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের সহকর্মীরাই আমাদের সাফল্যের মূল ভিত্তি। এই ইয়াং লিডাররাই ব্যাংকিং খাতের আগামীর ভবিষ্যৎ। আমরা ট্যালেন্টদের পেছনে বিনিয়োগে বিশ্বাসী এবং তাঁদের স্বপ্ন পূরণে সহায়তা করি। এই তরুণ পেশাজীবীরা যাতে শেখার মাধ্যমে বেড়ে উঠে দেশে ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ইয়াং লিডাররা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দেশের ভবিষ্যৎ ব্যাংকিং খাতের উন্নয়নে অবদান রাখবে।”
ব্র্যাক ব্যাংকের ইয়াং লিডার্স প্রোগ্রাম ব্যাংকটির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি এবং দেশের আর্থিক খাতে তরুণ পেশাজীবীদের কার্যকর অবদান রাখার সুযোগ তৈরি করার ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।
কর্পোরেট সংবাদ
ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংক এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান। বাংলাদেশের ডিজিটাল পেমেন্টস খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভিসার বাংলাদেশ ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এনআরবিসি ব্যাংকের রিটেল বিজনেস ও ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবিরসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই স্বীকৃতি ডিজিটাল ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংকটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা আমাদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণ করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছি, যার মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অচিরেই এর বিস্তৃত সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন। ফলশ্রুতিতে, দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও সুবিধা বাড়ানোর ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যাপক ভূমিকা পালন করবে।
কাফি