পুঁজিবাজার
শেয়ারপ্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের (জিপি) লিমিটেড পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসার ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীর শেয়ারপ্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ পাবেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। তবে ছয় মাসের হিসেবে মুনাফা কমেছে। অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।
এদিকে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৬ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩৮ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১৩ পয়সা।
আর জানুয়ারি-জুলাই সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১১ টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ২৯ পয়সা পয়সা। সে হিসাবে প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা কমেছে ৫ টাকা ৮ পয়সা।
ছয় মাসের হিসাবে মুনাফা কমার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও কমেছে। চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ১৫ পয়সা, যা গত বছরের জুন শেষে ছিল ৫৩ টাকা ১৮ পয়সা।
কাফি

পুঁজিবাজার
ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্যে আনুষাঙ্গিক তথ্যে ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কাফি
পুঁজিবাজার
ফিনিক্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
পুঁজিবাজার
প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬.১৪ শতাংশ কমেছে। আর ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৫.৯০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলসের ৫.৭১ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৫.৭০ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানির ৫.৫৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৫.২৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫.১৫ শতাংশ এবং তাল্লু স্পিনিং মিলসের ৪.৮৪ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইনটেক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার দর বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বঙ্গজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বে লিজিংয়ে ৯.০৯ শতাংশ,স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৯৫ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৮.৫১ শতাংশ, দি পেনিনসুলার ৮.৪০ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭.৬৮ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫০ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ কোম্পানিটির ২৮ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদাস্। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ ৫ হাজার টাকার। আর ২৩ কোটি ৩৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক, সোনালী পেপার, বিএসসি, রবি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
কাফি