কর্পোরেট সংবাদ
ইউসিবি ও ওমনিকেয়ার ডায়াগনস্টিকসের মধ্যে চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারির মাধ্যমে ইউসিবির সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন, যা উন্নতমানের ডায়াগনস্টিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করবে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিদা হোসেন।
অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার ডা. মো. ইমতিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউসিবি তার গ্রাহকদের জন্য সাশ্রয়ী, সহজপ্রাপ্য ও উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ- এই সহযোগিতার চুক্তি তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

কর্পোরেট সংবাদ
এসবিএসি ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা

এসবিএসি ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের শাখার কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি একটি স্থানীয় হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ ইমতিয়াজ।
এসময় এসবিএসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ব্যাংকিং অপারেন্স বিভাগের প্রধান মো. মাসুদুর রহমান এফসিএ, কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী এফসিএস, ক্রেডিট ডিভিশনের প্রধান মো. আব্দুল মান্নান, সিএফও মান্নান বেপারী, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, লিগ্যাল অ্যাফেয়ার্স এন্ড রিকভারি ডিভিশনের মোহা: আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের সার্বিক কার্যক্রম, বিশেষ করে আমানত বৃদ্ধি ও ঋণ আদায়ের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। কর্মকর্তাদের পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে করণীয় নির্ধারণে দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্পোরেট সংবাদ
তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএসও সনদ পেলো আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক পিএলসি আন্তর্জাতিক মানদন্ড (ISO/IES 27001:2022) সনদ অর্জন করেছে। গ্রাহকদের তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদন্ডে বিভিন্ন শর্তাদি ও চাহিদা পূরণ করায় সার্টিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিটাস এই সনদ প্রদান করেছে ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার কাছে ব্যুরো ভেরিটাসের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এই সনদটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান, মো. রফিকুল ইসলাম, কে.এ.আর.এম. মোস্তফা কামাল, সিএফও দিলিপ কুমার মন্ডল, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহিন উদ্দিন, হেড অব আইটি নাজমুল হক তালুকদার, ব্যুরো ভেরিটাসের অপারেশন ম্যানেজার মুকুটকে বড়ুয়া, রিজিওন্যাল সেলস্ ম্যানেজার কেবিএম তারেকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এই অর্জন, আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের তথ্য সুরক্ষা নীতি বাস্তবায়ন এবং দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার প্রতিফলন।
কর্পোরেট সংবাদ
বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

ময়মনসিংহ ও শেরপুরে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যস্ততা তৈরি করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় এ বছর দেশজুড়ে ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।
আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ জিলা স্কুল এবং শেরপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়, গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়, নবারুণ বিদ্যানিকেতন ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।
সম্প্রতি ময়মনসিংহ ও শেরপুর এর জেলা শিল্পকলা একডেমিতে পৃথক দু’টি অনুষ্ঠানে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেয়া হয়।
ময়মনসিংহের স্থানীয় সরকার এর উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস এবং শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাহিদ হাসান প্রিন্স স্ব স্ব জেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি এবং হেড অব রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। বইপড়া কার্যক্রম কে আরও জনপ্রিয় করতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য সমসাময়িক বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে, ৮০জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরী করতে ২০১৪ সাল থেকে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে এপর্যন্ত প্রায় ৪ লক্ষ বই বিতরণ করেছে যার মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখের এর বেশি পাঠক উপকৃত হয়েছে।
কর্পোরেট সংবাদ
বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ডেবিট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে। এসব কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি), ফরেন কারেন্সি কারেন্ট (এফসিসি) এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা দেশে এবং বিদেশে বৈদেশিক মুদ্রায় লেনদেন করতে পারবেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে কার্ডসেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডাইরেক্টর সোহেল আলিম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও ড. এম কামাল উদ্দীন জসীম।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং উইংপ্রধান মো. মোশাররফ হোসেন। এসময় উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংক ও ইএসডিও’র মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-কে পে-রোল ব্যাংকিং সেবার সরবরাহ করবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ইএসডিও’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।
এই চুক্তির মাধ্যমে ইএসডিও’র কর্মীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক বেতন ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তিতে ইএসডিও’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং, মো. আব্দুল হালিম, ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অফ ব্রাঞ্চেস (উত্তর অঞ্চল), সেলিম ওয়াহেদ সিদ্দিকি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার, পে-রোল ব্যাংকিং, শেখ নূর আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্ষুদ্র ব্যবসা ও পুন:অর্থায়ন প্রধান এবং আবু ফারুক আহমেদ, ঠাকুরগাঁও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
কাফি