কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংক ও নিলয় মোটরসের মধ্যে চুক্তি

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি এবং নিলয় মোটরস লিমিটেড একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ড হোল্ডাররা মোটরসাইকেল ক্রয়ে মাসিক কিস্তি (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিসট্রিবিউশন মামুর আহমেদ এবং নিলয় মোটরসের হেড অব করপোরেট সেলস তানিম কোরেশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের করপোরেট ও ইনস্টিটিউশন ব্যাংকিং বিভাগের এসইভিপি সাজিদ রহমান; ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; নিলয় মোটরসের করপোরেট সেলস বিভাগের ম্যানেজার তানভির আদনান; একই বিভাগের অ্যাসিটেন্ট ম্যানেজার বিলাশ দেব এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা প্রদানে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য পূরণ হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
স্টুডেন্টদের জন্য প্রতি বুধবার কেএফসি’তে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

জনপ্রিয় ফ্রাইড চিকেন ব্র্যান্ড কেএফসি বাংলাদেশ শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছে স্পেশাল অফার। স্টুডেন্টরা তাদের আইডি কার্ড দেখিয়ে ৩২৯ টাকা মূল্যের ২ পিস হট ও ক্রিস্পি চিকেন পাচ্ছেন মাত্র ১৯৮ টাকায়, আর পেমেন্ট বিকাশ করলেই পাবেন আরও ৩০ টাকা ক্যাশব্যাক।
কেএফসি-তে এই এক্সক্লুসিভ অফারটি স্টুডেন্টরা উপভোগ করতে পারবেন প্রতি বুধবার আগামী ২৫ জুন পর্যন্ত। অর্থাৎ, স্টুডেন্টরা অফারটি উপভোগ করতে পারবেন আগামী ২৮ মে, ৪ জুন, ১১ জুন, ১৮ জুন এবং ২৫ জুন।
ক্যাম্পেইন চলাকালীন প্রতি বুধবার একবারই নেয়া যাবে অফারটি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
পদত্যাগ করলেন ব্র্যাক ব্যাংকের এমডি

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসাইন পদত্যাগ করেছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমার এবং পরিবারের জন্য দোয়া চাই।
২০২৬ সাল পর্যন্ত ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব দেওয়ার কথা ছিলো তার। কিন্তু সময় শেষ হওয়ার আগেই তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।
সেলিম হোসেন ২০১৫ সালের নভেম্বরে এমডি অ্যান্ড সিইও হিসেবে ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিন বছর করে দুই মেয়াদ (ছয় বছর) সম্পন্ন করেছেন। এই ছয় বছরে তিনি ব্র্যাক ব্যাংককে মধ্যম সারির ব্যাংক থেকে ব্যাংকিং খাতের শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে গেছেন। ব্র্যাকটিকে বাংলাদেশের আর্থিক খাতে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে দৃঢ় ও মজবুত ভিতের উপর প্রতিষ্ঠিত করেছেন।
সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন ও সর্বোচ্চ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা- এসঅ্যান্ডপি ও মুডি’জ থেকে প্রাপ্ত দেশের সব ব্যাংক থেকে উৎকৃষ্ট ক্রেডিট রেটিং ব্র্যাক ব্যাংকের উচ্চমানের ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রতিফলন বহন করে। প্রায় সব আর্থিক সূচক ও মানদণ্ডে ব্র্যাক ব্যাংক অন্য সব ব্যাংক থেকে এগিয়ে আছে। এছাড়াও সুশাসন ও মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিংয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সেলিম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (মেজর ইন ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে আইডিএলসিতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশের দুটি বৃহত্তম বহুজাতিক ব্যাংক এএনজেড গ্রিন্ডলেইজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ব্র্যাক ব্যাংক এ যোগদানের পূর্বে তিনি ছয় বছর আইডিএলসির নেতৃত্ব দেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
কর্পোরেট ও আর্থিক খাতের প্রতিনিধিদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সেমিনার

সম্প্রতি ‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক এক কর্পোরেট সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং আর্থিক খাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরা।
হবিগঞ্জের দ্য প্যালেসে ১০ মে থেকে ১২ মে ২০২৫ অনুষ্ঠিত এই সেমিনারে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার নানাবিধ কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. জাহিদ হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। তাঁরা আধুনিক বিশ্বের গতিশীল আর্থিক পরিমণ্ডলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতামূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানসহ ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানো সক্ষমতা প্রদর্শন করে চলেছে, এমন মুহূর্তে এই সেমিনারের আয়োজন প্রতিষ্ঠানে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সিএফও এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল লিডারদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও জোরদার করেছে।
অংশগ্রহণকারীরা ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করে বলেন, এই আয়োজনের যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো ব্যাংকিং এবং কর্পোরেট খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
তিনটি নতুন ইসলামিক ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট নিয়ে এলো এবি ব্যাংক

এবি ব্যাংক সম্প্রতি তিনটি নতুন শরিয়াহ্সম্মত ইসলামি্ক ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে- এবি মাহির, এবি ইসলামিক ডিপিএস এবং এবি হজ ডিপোজিট স্কিম।
এবি মাহির একটি বিশেষায়িত মুদারাবা সঞ্চয়ী হিসাব যা ত্রৈমাসিক ভিত্তিতে সাধারণ মুদারাবা সঞ্চয়ী হিসেবের চেয়ে অধিক মুনাফা প্রদান করে থাকে। এই সঞ্চয়ী হিসাব ন্যূনতম ৫০০০ টাকা দিয়ে খোলা যায় এবং এতে রয়েছে ইন্টারনেট ব্যাংকিং ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধা।
এবি ইসলামিক ডিপিএস একটি দীর্ঘমেয়াদি ডিপোজিট প্ল্যান যেখানে ২০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদে আকর্ষণীয় মুনাফায় ডিপোজিট করা যায়। এতে আরও রয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ফ্রি ইসলামিক বীমা সুবিধা।
এবি হজ ডিপোজিট স্কিম গ্রাহকদের হজ পালনের জন্য আর্থিক সচ্ছলতায় একটি সঞ্চয়ী স্কীম, যা গ্রাহকগণ ১ থেকে ২০ বছরের যেকোনো মেয়াদের জন্য খুলতে পারবেন এবং এতে রয়েছে অর্ধ-বার্ষিক ভিত্তিতে আকর্ষণীয় মুনাফা।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
কমিউনিটি ব্যাংক ও অপ্পো’র মধ্যে ক্রেডিট কার্ডের সুবিধা সংবলিত ব্যবসায়িক চুক্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড অপ্পো’র সঙ্গে ক্রেডিট কার্ডের ইএমআই সংবলিত একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৬ মে) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাাত এবং অপ্পো’র সেলস ডিরেক্টর জেড লু এর মধ্যে এ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এখন থেকে, উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের বিভিন্ন সুবিধা সংবলিত পণ্য এবং পরিষেবা প্রদান করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, অপ্পো’র ব্র্যান্ডশপ ডেভেলপমেন্ট ম্যানেজার শিশির বিশ্বাস; অ্যাসিস্টেন্ট হেড অব ব্র্যান্ডশপ এমরান আহমেদ ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।