মত দ্বিমত
ব্যাংক খাতের সংকট উত্তরণের দশ উপায়

সম্প্রতি বড় অংকের মূলধন ঘাটতির কারণে নিজেদের অ্যাকাউন্ট ফাইনাল করতে পারছে না ১৯টি ব্যাংক। ফলে বড় ধরণের বেকায়দায় পড়েছে ব্যাংকগুলো। ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের পর তারল্য সংকটে পড়ে এসব ব্যাংক। গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণের অবস্থাও ছিলনা কোন কোন ব্যাংকের। নানা রকম গুজবের কারণে কোন কোন ব্যাংকে গ্রাহকরা নিজেদের জমানো টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়ে। ফলে এ সংকট আরো তীব্র আকার ধারণ করে। কেন্দ্রীয় ব্যংক তারল্য সুবিধা দিয়ে এসব ব্যাংককে সহযোগিতা দিলেও মূলধন ঘাটতির সমস্যা সমাধান হয়নি।
পালাতক আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে ব্যাংক থেকে সীমা লঙ্ঘন করে অতিরিক্ত বিনিয়োগ গ্রহণ, বেনামী বিনিয়োগ ও কোন ডকুমেন্ট বিহীন অর্থ লুটের কারণেই সৃষ্টি হয় এমন বিপর্যয়কর অবস্থা। এ লেখায় ব্যাংক খাতের সমস্যার কারণ ও তা প্রতিকারের কিছু উপায় আলোচনা করব।
বাংলাদেশের স্বাধীনতার পর ব্যংক খাত ধীরে ধীরে বেড়ে ওঠে। আশির দশকে বেশ কিছু বেসরকারি ব্যাংক গড়ে ওঠায় ব্যাংক খাত উন্নত হতে থকে। গড়ে উঠতে থাকে ছোট-বড় নানান শিল্প কারখানা। বাংলাদেশ এগিয়ে যেতে থাকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে।
২০০৮ সালের পর দেশের অর্থনীতির উপর শ্যেন দৃষ্টি পড়ে অর্থলোলুপ গোষ্ঠীর। পতিত স্বৈরাচারের মদদপুষ্ট একটি শ্রেণী অর্থনীতি ধ্বংসের নীলনকশা আঁকতে থাকে। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দখল করে একের পর এক ব্যাংক। দখল করে নেয় বেসরকারি খাতের সবচেয়ে বড় ও সুশৃঙ্খল ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংকসহ বেশ কটি ব্যাংক। তাদের ব্যাংক পরিচালনার যোগ্যতা বা অভিজ্ঞতার বিষয় বিবেচনা করা হয় না। রাতারাতি ব্যাংকের মালিক বনে গিয়ে তারা আকর্ষণীয় মুনাফার প্রলোভন দিয়ে ব্যাংকে আমানত রাখতে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে। এক পর্যায়ে জনগণের জমানো অর্থ নিয়ম ভঙ্গ করে তারা নামে-বেনামে ঋণ গ্রহণ করতে শুরু করে।
আইনের চোখ ফাঁকি দিয়ে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংক থেকে ঋণ নেয়। পরিচালকরা পরস্পরকে সহযোগিতা করে অন্য ব্যাংক থেকে ঋণ পাইয়ে দিতে। এভাবে ব্যাংক খাত থেকে নিয়ম বহির্ভুতভাবে তারা বের করে নেয় ৪৫ হাজার কোটি টাকা। (২৭ আগস্ট ২০২৪, দ্যা ডেইলি স্টার)। এসব পরিচালকদের বেশিরভাগই রাজনৈতিক আশির্বাদপুষ্ট। ব্যবসায়িক হিসাব, আর্থিক পরিস্থিতি ও ব্যাংকিং নীতি বিবেচনায় নিলে এই ব্যবসায়িক গ্রুপগুলোর বেশিরভাগই ঋণ পাওয়ার যোগ্য ছিল না। তাই তারা একে অপরকে ঋণ দেয়। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের পরিচালক তার নিজ ব্যাংক থেকে নির্দিষ্ট অংকের বেশি ঋণ নিতে পারেন না। এই নিয়ম ফাঁকি দিতেই তারা নিজের ব্যাংক থেকে অপরকে ঋণ দেওয়ার ধূর্ত পদ্ধতি বেছে নেন।
এছাড়া বিভিন্ন নামে বেনামে কোম্পানী খুলে ভুয়া ঋণ গ্রহণ করেছে অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং ব্যাংক পরিচালক। তারা গড়ে তুলেছে অদৃশ্য মাফিয়া চক্র। বিভিন্ন প্রলোভন ও টোপ দিয়ে ব্যাংকের অসাধু কিছু কর্মকর্তাকে হাত করে তারা ব্যাংক থেকে বের করে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। যেসব ব্যাংকার তাদের অনিয়মের বিরোধিতা করেছে তাদেরকে ব্যাংক থেকে বিতাড়ন, পুলিশি হয়রানিসহ নানানভাবে হয়রানি করা হয়েছে। এসব লুটেরা গোষ্ঠী ব্যাংক খাত থেকে বের করে নিয়েছে ৯২ হাজার ২৬১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় এসব ঘটনা ঘটেছে। (যুগান্তর ১৩ আগস্ট ২০২৪)
এর বাইরে খেলাপী ঋণ ব্যাংক খাতের গলার কাটা। পরিচালকদের এই বড় ধরণের অনিয়মের পাশাপাশি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩.৪৫ লাখ কোটি টাকা যা ব্যাংক খাতের মোট ঋণের ২০.২০ শতাংশ (বাংলাট্রিবিউনডটকম ২৬ ফেব্রুয়ারি ২০২৫)।
ব্যাংক খাত থেকে বের করে নেয়া এসব ঋণ ও খেলাপী ঋণের বেশিরভাগই পাচার হয়েছে দেশের বাইরে। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের নেতা ও তাদের দোসর ব্যবসায়ীরা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। (প্রথম আলো ২ ডিসেম্বর ২০২৪)। অর্থাৎ বছরে গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। ব্যাংক থেকে পুনঃপুন অর্থ লোপাটের এসব খবরে গ্রাহকদের মনে দানা বেঁধেছে ভয় এবং হতাশা। ফলে তারা ব্যাংকে জমানো টাকা নিজেদের হাতে সংরক্ষণ করছেন। একদিকে অর্থ পাচার ও খেলাপী ঋণ অন্যদিকে আতঙ্কিত গ্রাহকদের টাকা উত্তোলনের ফলে ব্যাংক খাতে দেখা দিয়েছে বড় ধরনের তারল্য সংকট।
পাঁচ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর আশা দেখতে পায় ব্যাংক খাত। আর্থিক খাতে সংস্কারের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে একজন দক্ষ অর্থনীতিবিদকে গভর্নরের দায়িত্ব দেয়া হয়। তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন। প্রতিটি বেদখল হওয়া ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়া হয়। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন নতুন পর্ষদ। এসব পর্ষদ কাজ করছে খাদের কিনারা থেকে ব্যাংকগুলোকে উদ্ধারের জন্য। ১৫ বছরের অপশাসন ও লুটপাটে ধ্বংসের দারপ্রান্তে ব্যাংক খাত। এ অবস্থা থেকে ব্যাংক খাতকে ফিরিয়ে আনতে এই দশটি উপায় অবলম্বন করা যেতে পারে।
প্রথমত: ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠা ও অনুকূল কর্মপরিবেশ ফিরিয়ে আনতে অসাধু, অযোগ্য ও জাল সনদে চাকরি প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি অপসারণ করে সৎ, দক্ষ ও পেশাদার ব্যাংকারদের পদায়ন করলে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদান সহজ হবে।
দ্বিতীয়ত: যারা নামে বেনামে ব্যাংক থেকে অর্থ বের করে বিদেশে পাচার করেছে তাদের প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক বসিয়ে এসব প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আয় থেকে ব্যাংকের অর্থ পরিশোধ করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে।
তৃতীয়ত: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা অস্ত্রের মুখে ব্যাংক দখল করেছিল সেসব দখলদারদের সকল শেয়ার এবং ব্যক্তি মালিকানাধীন সম্পদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিক্রি করার ব্যবস্থা করতে হবে। বিক্রয়লব্ধ অর্থ থেকে ব্যাংকের টাকা পরিশেধের ব্যবস্থা করতে হবে এবং প্রকৃত মালিকদের হাতে ব্যাংকগুলো ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে।
চতুর্থত: যেসব পরিচালক নিয়ম ভেঙে নিজ ব্যাংক এবং অন্য ব্যাংক থেকে নামে বেনামে বিনিয়োগ নিয়ে খেলাপী হয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং তারা যে টাকা ব্যাংক থেকে নিয়েছে তা ফেরত আনার ব্যবস্থা করতে হবে।
পঞ্চমত: ব্যাংকগুলোতে ঋণ খেলাপীদের তালিকা তৈরি করে তা প্রকাশ করা এবং ইচ্ছাকৃত খেলাপীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
ষষ্ঠত: যেসব ব্যাংকের টাকা অন্য ব্যাংকে আমানত (প্লেসমেন্ট) হিসেবে রাখা আছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় পাওনাদার ব্যাংককে এসব টাকা ফেরত দেয়ার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সপ্তমত: দুর্নীতিবাজ এবং লুটেরাদের দোসর ব্যাংক কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
অষ্টম পদক্ষেপ হিসেবে ব্যংকগুলো থেকে কি পরিমাণ অর্থ লুট হয়েছে তার সঠিক পরিমাণ নির্ধারণ করা এবং যারা এসব কাজে জাড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
নবম পদক্ষেপ হিসেবে লুটেরাদের নিষ্পেষণে যেসব ব্যাংক তারল্য সংকটে ভুগছে, ঘুরে দাঁড়ানোর জন্য সেই ব্যাংকগুলোকে পর্যাপ্ত তারল্য সরবরাহ করতে হবে। এবং দশম পদক্ষেপ হিসেব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থ যেমন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় লুট হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাংকের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা প্রদান করতে হবে যেন লুটেরাদের নিয়ে যাওয়া ভুয়া বিনিয়োগের বিপরীতে ব্যাংকের কোন প্রভিশন সংরক্ষণ করা না লাগে।
আগামীতে যেন কেউ এভাবে ব্যাংক দখল করতে না পারে সেজন্য ব্যাংকবান্ধব আইন প্রণয়ন করতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব হলে দেশের ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং বাংলাদেশের অর্থনীতি নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করা যায়।
লেখক: রিয়াজ উদ্দিন, ব্যাংকার। riyazenglish@gmail.com
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মত দ্বিমত
জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব: দুই প্রজন্মের নেতৃত্বে নতুন স্বপ্ন

বাংলাদেশ আজ একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দলে দলে বিভক্ত নেতৃত্ব, আত্মসাৎ করা গণতন্ত্র, দুর্নীতির অতল গহ্বর—সবকিছু মিলিয়ে রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এমন মুহূর্তে প্রয়োজন একটি সাহসী, গ্রহণযোগ্য ও ঐতিহাসিক রূপরেখা—যা আমাদের জাতিকে আবার ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে।
দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্ব প্রশ্নবিদ্ধ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন কার্যত দলে কোণঠাসা, বিপরীতে মাঠ পর্যায়ে কর্তৃত্ব দখল করেছে এমন এক সিনিয়র নেতা চক্র যারা তারেক রহমানের আদর্শ বা নেতৃত্বকে বিশ্বাস করে না। এই চক্রের সঙ্গে মিশে আছে ভারতের ছায়া, হানিট্র্যাপ এবং আওয়ামী শাসনামলের সুযোগ-সুবিধা গ্রহীতারা। মাঠ পর্যায়ে এই নেতারা তারেক রহমানের অভিপ্রায়, ভাষণ, পরিকল্পনা—কোনোটিই বাস্তবায়ন করছে না। বরং তাদের উগ্রতা, দম্ভ ও কূটকৌশলে আজ বিএনপি পরিণত হয়েছে এক বি-টিমে, আওয়ামী লীগের বিকল্প মুখোশধারী শক্তিতে। জাতি দেখছে, বোঝছে—এবং হতাশ।
তবে হতাশার মাঝেই দেখা যাচ্ছে নতুন আশার আলোকছটা—জাতীয় সরকার গঠনের একটি ঐতিহাসিক প্রস্তাব। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নাগরিক মতবিনিময় সভায় প্রথম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে এই প্রস্তাব—অন্তর্বর্তীকালীন সর্বদলীয় জাতীয় সরকার গঠনের রূপরেখা, যার মূল কাণ্ডারি হবেন রাষ্ট্রপতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান।
এই সরকারের মেয়াদসীমা সর্বোচ্চ ১৮ থেকে ২৪ মাস। এই সময়ের মধ্যে কোনো জাতীয় নির্বাচন হবে না। বরং চলবে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, প্রশাসন ও রাজনীতির depoliticization এবং গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন। এই সরকারের রাষ্ট্রপতি হবেন ড. ইউনূস—একজন নিরপেক্ষ, আন্তর্জাতিকভাবে সম্মানিত, সাহসী ও মানবিক ব্যক্তিত্ব। আর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান—জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরসূরি, জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক এবং জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দু।
এই অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো হবে সর্বদলীয়, যেখানে থাকবে বড় রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব। মন্ত্রী পরিষদে দায়িত্ব ভাগাভাগি হবে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে উপ-প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে উপ-রাষ্ট্রপতি মিলেই একটি ভারসাম্যপূর্ণ, সমন্বিত প্রশাসনিক কাঠামো গড়ে তুলবে। সরকারের মূল দায়িত্ব হবে দুর্নীতি দমন, প্রশাসনিক নিরপেক্ষতা প্রতিষ্ঠা, বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিতকরণ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং একটি জনগণের সংবিধান রচনার প্রক্রিয়া শুরু করা।
এই প্রেক্ষাপটে জামাতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোও গুরুত্বপূর্ণ। তারা দেশের পরিকাঠামো উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিন্তা ও কাজ করে আসছে। তাদের সাংগঠনিক অভিজ্ঞতা ও ভূমিকা অবশ্যই মান্যতা পাওয়ার যোগ্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় তাদের উপস্থিতি প্রয়োজন। জাতীয় পুনর্গঠন কোনো একক গোষ্ঠীর দ্বারা সম্ভব নয়—সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে সংলাপে এনে দেশের জন্য কাজ করতে হবে।
এনসিপি ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে। তাদের এই আন্দোলন ও সংগ্রাম নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপনে এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তাদের অভিজ্ঞতা ও রাজনৈতিক ত্যাগকে রাষ্ট্র গঠনে কাজে লাগানো এখন সময়ের দাবি। এনসিপি-সহ সকল জাতীয়তাবাদী, ইসলামী ও গণমুখী ধারার প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করেই হতে হবে একটি সুষ্ঠু, স্থিতিশীল অন্তর্বর্তীকালীন সরকার।
এই সংকটপূর্ণ সময়ে প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সংবিধান রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জনস্বার্থে নিরপেক্ষভাবে অবস্থান নেওয়া—এটাই তাদের কর্তব্য। তারা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে, যাতে অন্তর্বর্তী সরকার নিঃশঙ্কভাবে জনগণের কল্যাণে কাজ করতে পারে। সামরিক বাহিনীকে একটি জবাবদিহিমূলক, সংবিধাননিষ্ঠ, সুশৃঙ্খল ও শান্তির বাহিনী হিসেবে জাতীয় ঐক্যের রক্ষাকবচ হতে হবে।
এই মুহূর্তে আমাদের রাষ্ট্রকে প্রয়োজন এমন এক কাঠামো, যেখানে দলীয় ছত্রছায়ায় চলা দুর্নীতিবাজ প্রশাসনের অবসান ঘটানো যাবে। যেখানে গণতন্ত্র কেবল ভোটাধিকারেই সীমাবদ্ধ থাকবে না, বরং নীতি, নৈতিকতা ও জবাবদিহিতার ওপর প্রতিষ্ঠিত হবে। যেখানে রাজনীতি মানে হবে শোষণ নয়, সেবা। এই লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডাক দেওয়া হচ্ছে।
আজকের প্রজন্ম দুর্নীতির ভারে নুয়ে পড়া রাষ্ট্র চায় না। তারা চায় সততা, উদ্ভাবন, ন্যায়বিচার আর আত্মমর্যাদার বাংলাদেশ। এই নতুন প্রজন্মের জন্য, একটি নিরপেক্ষ, স্বল্পমেয়াদী এবং সর্বদলীয় অন্তর্বর্তী সরকারই একমাত্র কার্যকর পথ হতে পারে।
তারেক রহমানের প্রতি আহ্বান—আপনি মায়ের পথ অনুসরণ করুন। দৃঢ় হোন। যারা আপনার বিশ্বাস ভেঙেছে, তাদের ঝেঁটিয়ে বিদায় দিন। দল পুনর্গঠনে সাহসী হোন। জাতীয় ঐক্যের নতুন ভিত্তি তৈরি করুন। জাতি আজও আপনার দিকে তাকিয়ে। আপনি ফিরে আসুন, রাষ্ট্র গড়ার এই ঐতিহাসিক দায়িত্বে নেতৃত্ব দিন।
এটি কেবল সময়ের ডাক নয়, এটি ইতিহাসের অনিবার্য বাস্তবতা। যদি জাতি আবার জেগে উঠে, তবে তা হবে এই অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়েই—যার রাষ্ট্রপতি হবেন ড. ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমান। এই রাষ্ট্র হবে জনগণের, ভবিষ্যতের, নতুন প্রজন্মের। এই প্রস্তাব বাস্তবায়নে নাগরিক সমাজ, ছাত্র-জনতা ও দেশপ্রেমিক প্রশাসনিক অংশের একটি ঐক্যবদ্ধ উদ্যোগ এখন সময়ের দাবি।
লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মত দ্বিমত
চট্টগ্রাম বন্দর নয়, লুটের রাজত্ব হারানোর আর্তনাদ!

চট্টগ্রাম বন্দর নিয়ে আজ যারা উচ্চস্বরে চিৎকার করছেন, তারা আসলে বন্দরের পক্ষে দাঁড়াচ্ছেন না—তারা নিজেদের হারানো লুটপাটের রাজত্ব ফিরে পেতে হাহাকার করছেন। ‘বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে’—এই বাক্যটি শুধু একটা ঢাল, যেটার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক বাস্তবতা: দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী-রাজনৈতিক গোষ্ঠী এই বন্দরকে নিজেদের ব্যক্তিগত সম্পদ বানিয়ে রেখেছিল। আজ যখন সেই সিন্ডিকেটের চাকা থেমে যাচ্ছে, তখনই উঠছে এই কৃত্রিম শোরগোল।
তারা কি একবারও বলছে—এই বিদেশি প্রতিষ্ঠান কত বছরের জন্য আসছে? কী শর্তে? কত বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছে? বাংলাদেশের লাভ কী? না, এই প্রশ্নগুলোর উত্তর তাদের মুখে নেই। কারণ সত্য প্রকাশ পেলে তাদের মুখোশ খুলে যাবে।
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন। এটি কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়—এটি আমাদের সকলের। অথচ বহু বছর ধরে এই বন্দরে চলছে চরম অনিয়ম, ঘুষ, চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি। রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত মুনাফার যন্ত্রে পরিণত করে তোলা হয়েছে। যারা এই অব্যবস্থার অংশ, তারাই আজ জাতীয় স্বার্থের কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়াতে চায়।
বিদেশি প্রতিষ্ঠান এলেই কি দেশের স্বার্থ বিকিয়ে যায়? না। বরং প্রশ্ন হওয়া উচিত—কারা দক্ষ? কারা সময়মতো কাজ শেষ করতে পারে? কারা স্বচ্ছভাবে সেবা দিতে পারে? বিশ্বজুড়ে সিঙ্গাপুর, দুবাই, ডেনমার্ক—এসব দেশের বন্দরগুলোতে বিদেশি অপারেটররা দক্ষতার সঙ্গে কাজ করছে। তারা কি তাদের স্বকীয়তা হারিয়েছে? বরং তাদের বন্দর ব্যবস্থাপনা আরও আধুনিক, আরও কার্যকর হয়েছে।
বাংলাদেশে এত ভয় কেন? ভয়টা সেই গোষ্ঠীর, যারা এতদিন এই বন্দরকে ব্যক্তিগত খনি বানিয়ে রেখেছিল। যারা দুর্নীতি করে ঋণ নেয়, ফেরত দেয় না, অথচ বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে। যারা শ্রমিকদের ব্যবহার করে অপারেটরদের জিম্মি করে ফেলে, এবং রাজনৈতিক ছত্রছায়ায় নিজেদের অপরাধ আড়াল করে।
দেশপ্রেম মানে দুর্বলতা আঁকড়ে ধরা নয়। দেশপ্রেম মানে, দেশের স্বার্থে দক্ষতা ও স্বচ্ছতা গ্রহণ করা। যদি দেশের প্রতিষ্ঠান দক্ষ ও সৎ হয়, তাহলে তারাই কাজ করুক। কিন্তু যদি তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়, তাহলে আমাদের সাহসিকতা দেখাতে হবে—সেই কাঠামো ভেঙে নতুন কিছু গ্রহণ করতে হবে, তা বিদেশি হলেও।
এই মুহূর্তে দরকার এক নতুন দৃষ্টিভঙ্গি। আমরা চাই চট্টগ্রাম বন্দর হোক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। এটা যেন আর কোনো রাজনৈতিক দল, চাঁদাবাজ নেতা বা কর্পোরেট মাফিয়ার দখলে না থাকে। দরকার সুশাসন, প্রযুক্তি, দক্ষতা—জাতীয়তাবাদ নয়, বাস্তবতাবাদ। এ লড়াই উন্নয়নের পক্ষে। এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে। এ লড়াই ভবিষ্যতের বাংলাদেশের জন্য।
এই দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীকে প্রতিহত করতে হলে সচেতন জনগণের জাগরণ দরকার। শুধু ফেসবুকে নয়, বাস্তবে। অফিসে, গণমাধ্যমে, সমাজে—সবখানে প্রশ্ন তুলতে হবে, কারা দেশের পক্ষে, আর কারা দেশের ক্ষতির জন্য কাজ করছে।
বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমার মতো দেড় কোটি প্রবাসী ভাই-বোনেরা—আপনারাই হচ্ছেন এই জাতির নীরব কান্ডারি। আপনাদের পাঠানো রেমিট্যান্সে দেশ চলে, ঘরে ঘরে আলো জ্বলে। তাই আপনাদের দায়িত্বও ছোট নয়। আপনাদের জানতেই হবে—কারা এই দেশের উন্নয়ন চায়, আর কারা শুধু লুটে খেতে চায়। নিজের পরিবার, সমাজ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ আপনাদের চোখ খুলে তাকাতে হবে।
এই ভয়ংকর বাস্তবতার মাঝেও আমরা আশার আলো খুঁজি। আমরা সেই একজনকে খুঁজি—যিনি নিজের স্বার্থে নয়, অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান। ড. মুহাম্মদ ইউনূস আমাদের সামনে সেই নাম। হয়তো তাঁর জীবনেও প্রশ্ন আছে, বিতর্ক আছে, কিন্তু আজ যদি তিনি আরেকবার দেশের জন্য কিছু করতে চান, তাহলে তাকে বাধা না দিয়ে, সুযোগ দেওয়া দরকার। কারণ যদি তিনিও ব্যর্থ হন, তাহলে বুঝে নিতে হবে—আমরাই জাতি হিসেবে সব পথ বন্ধ করে দিয়েছি।
আর যদি তাকে প্রতিহত করা হয়, আরেকটি স্বচ্ছ প্রয়াসও যদি নষ্ট হয়ে যায়, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তখন আমরা পরিণত হব এক ব্যর্থ জাতিতে—যারা নিজের সম্ভাবনা নিজের হাতেই ধ্বংস করে দিয়েছে। তখন আমরা পরিচিত হব “পৃথিবীর আবর্জনা” হিসেবে, আর সেই লজ্জার দায় থাকবে আমাদের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর কাঁধে।
তবে সেই দিন যেন না আসে। আসুক এক নতুন ভোর—যেখানে উন্নয়ন হবে সবার জন্য, কিছু গোষ্ঠীর জন্য নয়। যেখানে নেতৃত্বের মানদণ্ড হবে সততা ও দক্ষতা। যেখানে প্রবাসীদের পাঠানো কষ্টের টাকা সঠিকভাবে বিনিয়োগ হবে।
এই বিশ্বাস, এই সাহস, এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ বাঁচুক। মানুষ জাগুক।দুর্নীতির ছোবল থামুক। গর্জে উঠুক এই প্রজন্ম—নতুন বাংলাদেশের নির্মাতা হয়ে।
রহমান মৃধা, গবেষক এবং লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মত দ্বিমত
বাংলার এই দুর্দিনে তারেক রহমান এখনো কেন লন্ডনে?

বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। আজ যখন বাংলাদেশ গভীর রাজনৈতিক, সামাজিক এবং নৈতিক সংকটে নিপতিত, তখন তিনি কোথায়? দেশের মাটিতে নন, লন্ডনের নিরাপদ আশ্রয়ে। প্রশ্ন ওঠে-এটা কি মৃত্যুভয়, নাকি মিলিটারি কিংবা সরকারের রোষানলে পড়ার আতঙ্ক? আজ দেশের জন্য প্রয়োজন সাহসী, প্রজ্ঞাসম্পন্ন ও মাঠঘাটে সরব নেতৃত্ব। অথচ, তারেক রহমান এখনো দেশের মাটিতে ফেরার সাহস দেখাতে পারছেন না।
জিয়াউর রহমান বা খালেদা জিয়া কখনো ভাড়াটে সন্ত্রাসীর ওপর নির্ভর করে নেতৃত্ব দেননি। তাঁরা রাজনীতি করেছেন মাটি ও মানুষের সঙ্গে, জীবনবাজি রেখে। তাহলে আজ বিএনপির রাজনীতিতে কেন এত সন্ত্রাসী চরিত্র, দূর-নির্দেশনা নির্ভরতা, আর মাঠের কর্মীদের আত্মবিশ্বাসহীনতা?
যদি তারেক রহমান জেল, হয়রানি, কিংবা জীবনের নিরাপত্তার আশঙ্কায় দেশে না ফেরেন, তাহলে কীভাবে তিনি একটি দেশের শাসনভার নেবেন? রাজনীতি তো শুধু বক্তব্য ও দূরবর্তী নিয়ন্ত্রণ নয়—এটি উপস্থিতি, আত্মত্যাগ, নেতৃত্ব এবং মানুষের পাশে দাঁড়ানোর সাহসের নাম।
বাংলাদেশের বাস্তবতা অত্যন্ত করুণ। মানুষ ধর্ম পালন করে—নামাজ, রোজা, হজ, ওমরাহ সবই আছে; কিন্তু সমাজে সততা, ন্যায়বোধ, জবাবদিহি নেই। চাঁদাবাজি, দুর্নীতি, রাজনৈতিক প্রতারণা—এসবই যেন এখন নিত্যনৈমিত্তিক। মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চলে, কিন্তু সামাজিক নৈতিকতা ও দায়বদ্ধতা হারিয়ে ফেলেছে। এই চিত্রের মধ্যেই দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব আজ বিভ্রান্ত ও জনবিচ্ছিন্ন।
এই পরিস্থিতিতে যদি ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে প্রশ্ন থেকে যায়—তারেক রহমান কি লন্ডনে বসেই বিএনপির নির্বাচন পরিচালনা করবেন? দেশ চালানোর প্রস্তুতি কি বিদেশে বসে নেয়া সম্ভব? সবকিছু তার পছন্দমতো ‘অনুকূল’ হলে দেশে ফেরার শর্ত রাজনীতিতে কতটা গ্রহণযোগ্য?
বাংলাদেশের মানুষ কি শুধুই রক্ত দেবে? কি শুধুই গুলিবিদ্ধ হবে? আর বসন্তের কোকিলেরা বছরে একবার দেশে ফিরে নেতৃত্বের দাবি করবে? এই কি সেই গণতন্ত্র, যার জন্য এদেশের মানুষ সংগ্রাম করেছে? পাকিস্তানের পতনের পর, একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি নতুন আশার জন্ম দিতে পারে, তবে আজও সেই আশা কেন মরে যাবে?
এই দেশের মানুষ প্রতারণায় ক্লান্ত, তারা দৃঢ় নেতৃত্ব চায়। সাহসী সিদ্ধান্ত চায়। তারেক রহমান, আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন, তবে আজই দেশে ফিরে আসুন, রাজপথে নামুন, মানুষের পাশে দাঁড়ান। আর যদি আপনার শর্তই হয় নিরাপত্তা ও অনুকূল পরিবেশ, তাহলে দয়া করে নেতৃত্ব দাবি করবেন না। কারণ মানুষ আর প্রতারিত হতে চায় না।
এখন সিদ্ধান্ত আপনার—আপনি কী করবেন? সাহসিকতার পথ ধরবেন, না নিরাপদ দুরপরবাসেই থাকবেন?
কারণ এই দেশ আর সময় চায় না। দেশের মানুষ দীর্ঘ ৫৪ বছর ধরে নিপীড়িত, নির্যাতিত, অনিয়ম-অবিচারে জর্জরিত। বছরের পর বছর তারা প্রতিশ্রুতির ছায়ায় বাঁচার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই হয়েছে প্রতারিত। জাতি একসময় আশাবাদী হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, নতুন প্রজন্মের তরুণ নেতৃত্বের প্রতি—কিন্তু তারাও জাতিকে হতাশ করেছে।
আমরা আশাবাদী হয়েছিলাম ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেও—কিন্তু তিনিও আমাদের হৃদয়ের ভাষা, ১৬ কোটি মানুষের মনের ব্যথা বুঝতে পারেননি, বা তাকে বুঝতে দেওয়া হয়নি। তিনি থেকেছেন এলিটদের ছত্রছায়ায়, দূরে সাধারণ মানুষের কণ্ঠস্বর থেকে, এবং সে কারণেই তাঁরও পথভ্রষ্ট হওয়া অনিবার্য হয়ে উঠেছে।
তবু, এখনো সময় আছে। উপায় আছে।
যদি সকল রাজনৈতিক দলের সমর্থকদের প্রতিনিধিত্বে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, তবে দেশকে ফেরানো সম্ভব সঠিক পথে। সেখানে আপনি, তারেক রহমান, ড. ইউনূসের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বের ছায়ায় নেতৃত্ব দিতে পারেন—নিরাপত্তার পেছনে না লুকিয়ে, সাহস নিয়ে সামনে এসে।
তবে সেই মহানুভবতার পরিচয় দিতে হলে মনে রাখতে হবে জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক শিক্ষা:
“ব্যক্তির আগে দল, আর দলের আগে দেশ।”
পারবেন কি আপনি সেই আত্মত্যাগ করতে? পারবেন কি দলের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে?
তাহলে আসুন, একসাথে দেশ পরিচালনা করি। ভাঙা স্বপ্নগুলো জোড়া লাগাই। বাংলাদেশের ইতিহাসের নতুন পৃষ্ঠা লিখি—সাহস, ন্যায্যতা ও মানুষের ভালোবাসার কালি দিয়ে।
রহমান মৃধা
গবেষক এবং লেখক
সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
Rahman.Mridha@gmail.com
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মত দ্বিমত
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা: দুর্বিষহ অন্ধকারে এক নতুন সূর্যের প্রতীক্ষা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা এসেছিল একটি নিরপেক্ষ, অস্থায়ী এবং দায়িত্বশীল প্রশাসনের প্রতিশ্রুতি নিয়ে, যার একমাত্র লক্ষ্য একটি অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও এই সরকার শুধু তাদের মূল দায়িত্বই পালন করতে পারেনি, বরং নতুন নতুন দায়িত্বের বুলি আওড়াতে গিয়ে নিজের সীমারেখা ও বিশ্বাসযোগ্যতা—উভয়ই হারিয়েছে। এমনকি দেশের একজন উপদেষ্টা নির্লজ্জভাবে বলেন, “শুধু নির্বাচন নয়, আমাদের আরও দায়িত্ব রয়েছে—সংস্কার ও বিচারব্যবস্থা।” এই বক্তব্য কেবল হতবাক করে না, আমাদের রাজনৈতিক চেতনার ওপরই আঘাত হানে।
ভবিষ্যতের নামে বর্তমানের ভণ্ডামি
একটি দরিদ্র, জনবহুল, দুর্বল অবকাঠামোর দেশে যেখানে মানুষ নুন আনতে চুন ফুরায়, সেখানে কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার এতটা নির্লজ্জ ও বেহায়াভাবে অতিরিক্ত ক্ষমতার দাবি করে? এটি কি গণতন্ত্রের প্রতিস্থাপন না এক নতুন প্রকারের আধা-স্বৈরতন্ত্র?
এই প্রশ্ন এখন কেবল একজন চিন্তাশীল নাগরিকের নয়—এটি একটি জাতির প্রশ্ন, যে জাতি তার ভবিষ্যতের জন্য আজ দিশেহারা।
দায়িত্বের সীমারেখা না জানার বিপদ
যে সরকার গঠিত হয়েছিল নির্বাচন আয়োজনের জন্য, তারা যখন ‘সংস্কার’ এবং ‘বিচার বিভাগের হাল ধরার’ কথা বলে, তখন স্পষ্ট হয় তারা নিজেরাই সংবিধান, প্রশাসনিক কাঠামো এবং নিজেদের সীমাবদ্ধতা বুঝতে ব্যর্থ হয়েছে। তারা না নির্বাচনের প্রস্তুতি নিশ্চিত করতে পেরেছে, না সংস্কার বা বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষা করতে পেরেছে। একদিকে কথার ফুলঝুরি, অন্যদিকে কাজের শূন্যতা—এই হচ্ছে বর্তমান বাস্তবতা।
ভবিষ্যতের নামে লুটপাটের মহোৎসব
অন্তর্বর্তীকালীন সরকারের নামে এখন চলছে নানা পক্ষের লুটপাট ও রাজনৈতিক ভাগাভাগির উৎসব। একেকজন উপদেষ্টা, আমলা, প্রভাবশালী ব্যক্তি অর্থ ও ক্ষমতার দম্ভে বুঁদ হয়ে আছেন। যাকে যেভাবে খুশি ব্যাখ্যা করে, যেটা ইচ্ছে সেটা বলে—কিন্তু দেশের দুঃখজনক বাস্তবতা তাদের মনেও পড়ে না।
এই অবস্থা চলতে থাকলে, কেবল গণতান্ত্রিক সংস্কৃতি নয়—পুরো রাষ্ট্রযন্ত্রই ধ্বংসের পথে যাবে।
সচেতন জাতি অজুহাত নয়, চায় সমাধান
নয় মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যেসব দায়িত্ব পালন করতে চেয়েছিল তা শতভাগ অসম্পূর্ণ থেকে গেছে। এখন নানা অজুহাত উঠে আসছে—প্রশাসনিক জটিলতা, নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ ইত্যাদি। কিন্তু সচেতন জাতি অজুহাতে বিশ্বাস করে না, তারা চায় সুস্পষ্ট পরিকল্পনা, সময়সীমা ও কার্যকর ফলাফল। এখন প্রশ্ন—কবে নাগাদ এই অচলাবস্থা ভাঙবে? কবে নাগাদ রাষ্ট্রের সকল অবকাঠামো উন্নয়নের পথে হাঁটবে?
নতুন সূর্য চাই—জেগে উঠুক নতুন নেতৃত্ব
আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে কেবল ব্যর্থতার গ্লানি। এখন প্রয়োজন এমন এক নতুন নেতৃত্ব, যারা গণতন্ত্রের নামে ক্ষমতা নয়—গণমানুষের অধিকার ফিরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
সাংবিধানিক শুদ্ধতা, প্রশাসনের নিরপেক্ষতা, আদালতের স্বাধীনতা এবং একটি দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রব্যবস্থা। এই নতুন সূর্য আমরা চাই মেঘের আড়াল থেকে নয়, বরং স্পষ্ট আকাশে উদিত হোক—যাতে জনগণ দেখতে পায় তাদের আশা এখনও মৃত নয়।
উপসংহার: পতাকা ও নেতৃত্ব ফেরত চাই জনগণের হাতে।
আমি এই মুহূর্তে জনগণের হাতে বাংলাদেশের পতাকা ও রাষ্ট্রের নেতৃত্ব তুলে দিতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে—তাদের কথায়, কাজে এবং অবস্থানে।
তাই গুড বাই অন্তর্বর্তী সরকার। নতুন সূর্য উঠার আগেই আমরা চাই একটি নতুন নেতৃত্বের জাগরণ—যেখানে রাষ্ট্র মানে হবে জনগণ, ক্ষমতা মানে হবে জবাবদিহি, এবং শাসন মানে হবে সেবা।
রহমান মৃধা
গবেষক এবং লেখক
সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
Rahman.Mridha@gmail.com
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মত দ্বিমত
দুর্নীতি, দূষণ, দুঃস্বপ্ন এই কি আজকের ঢাকা?

ঢাকা শহরকে কি আমরা আজ শুধুই একটি রাজধানী হিসেবে দেখি? নাকি এটি হয়ে উঠেছে এমন এক প্রতীকি স্থান, যেখানে দেশের সমস্ত ব্যর্থতা, কৃত্রিম উন্নয়ন আর রাজনৈতিক প্রহসনের প্রতিচ্ছবি জমা হয়েছে? প্রশ্নটা বড়, কিন্তু উত্তরটা হয়তো আমাদের চারপাশেই ছড়িয়ে আছে ধোঁয়ায়, ধ্বংসে, দুর্ভোগে।
দুর্নীতিবাজ রাজনীতির রাজধানী—এই অভিধাটি ঢাকার গায়ে বেশ ভালোভাবেই মানিয়ে যায়। সংসদ ভবন থেকে শুরু করে সচিবালয়, মন্ত্রীর কার্যালয় থেকে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় অফিস—সবই এই শহরে। এখানে প্রতিদিন লাখো মানুষ মিছিল করে, ব্যানার ধরে, স্লোগানে মুখর করে তোলে রাজপথ। শহরের প্রতিটি মোড়, পার্ক, দেয়াল যেন রাজনীতির পোস্টারে আবৃত নাট্যমঞ্চ। কিন্তু এই রাজনীতি কতটা নাগরিকমুখী? কতটা দায়িত্বশীল? এর নেপথ্যে যারা আছেন, তাদের কতজন মানুষের পাশে দাঁড়াতে চান, আর কতজন শুধুই ক্ষমতার পালাবদলের খেলোয়াড়?
আজকের ঢাকা যেন এক বিশাল রাজনৈতিক কর্পোরেট অঞ্চল, যেখানে আন্দোলন আর রাজনীতি হয়ে উঠেছে বেকারদের কর্মসংস্থান। এমন লাখো বেকার প্রতিদিন ভাড়া খেটে অবরোধ করে, অবস্থান নেয়, রাস্তায় নামে। প্রশ্ন জাগে—এই বিপুল জনশক্তি যদি উন্নয়নমূলক কাজে লাগত, তাহলে ঢাকা কী আজ সত্যিই নর্দমায় রূপ নিত?
অথচ এই শহরের রাজপথেই প্রতিদিন মানুষ হাঁপিয়ে ওঠে যানজটে, ঘামে, ধুলায়, অনিশ্চয়তায়। প্রতিদিন ঘটে অগ্নিকাণ্ড, পানির সংকট, ভবন ধস। ফুটপাত দখল, খাল ভরাট, নদী গিলেছে বাণিজ্যিক আগ্রাসন। উন্নয়নের বুলি যতোই ছড়াক, বাস্তবে তা যেন কেবল গলাটিপে ধরার নামান্তর। গাছ কেটে রাস্তা করা হয়, অথচ সেই রাস্তায় প্রাণ নেই, ছায়া নেই।
এই শহরের বুক চিরে বয়ে যাওয়া বুড়িগঙ্গা—একটি সময় ছিল প্রাণের প্রতীক। আজ তা যেন বিষাক্ত স্রোত, ময়লার গহ্বর। কী অবস্থা বুড়িগঙ্গার? একটি চমৎকার নদীর তীরে গড়ে ওঠা শহর আজ তার শরীরে বিষ ঢেলে ধ্বংসের পথে এগিয়ে চলছে। কই, এই নদীর জন্য তো একবারও কেউ মিছিল করে না! ঢাকাকে ভালোবাসার দাবি যারা করেন, তাদের কেউই বুড়িগঙ্গার মৃত্যুর বিরুদ্ধে রাস্তায় নামেন না।
সবাই বলতে শিখেছে, “এই দেশ শেখ হাসিনার বাপের না”—কিন্তু ক’জন বলতে পারে, “এই দেশ দুর্নীতিবাজদের না”? ক’জন বলে, “এই দেশ ভাড়াটে রাজনৈতিক কর্মীদের না”? কেন আমরা রাষ্ট্রকে জবাবদিহির মুখোমুখি দাঁড় করাতে পারি না? এই মৌনতা কি কেবল ভয়, নাকি বিবেক হারিয়ে ফেলা এক জাতিগত ক্লান্তি?
ডেঙ্গুতে প্রতিবছর প্রাণ হারায় মানুষ। হাসপাতালের শয্যা কমে যায়, ওষুধ মেলে না, নাগরিকের কষ্ট চরমে ওঠে। কিন্তু সেই কষ্ট লাঘবে কেউ টুশব্দ করে না। অথচ কে মেয়র হতে পারলো না, সেই ইস্যুতে রাজপথে গর্জে ওঠে রাজনৈতিক জটলা। এটাই কি উন্নয়ন? এটাই কি বিবেক? লজ্জা কি দেশ থেকে বিদায় নিয়েছে? নাকি শব্দদূষণ আর দুর্নীতির চাপে বিবেকও আজ নিঃশেষ?
রাজউক, ডিএনসিসি, ডিএসসিসি, পরিবহন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন মন্ত্রণালয়—প্রতিষ্ঠানের অভাব নেই। প্রকল্পের সংখ্যাও হাজার ছুঁইছুঁই। কিন্তু কোথাও নেই একটুখানি সমন্বয়, স্বচ্ছতা বা মানবিক পরিকল্পনা। আছে শুধু কংক্রিট, প্রটোকল আর রাজনীতি নির্ভর কর্মসংস্থানের এক অভূতপূর্ব আয়োজন।
একসময় ঢাকায় যাওয়াটা ছিল গর্বের বিষয়—ভর্তি পরীক্ষা, চাকরির সন্ধান, আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার আনন্দ। এখন ঢাকা মানে আতঙ্ক, যন্ত্রণা, অনিশ্চয়তা। এমনকি যারা ঢাকায় থাকে, তারাও এখান থেকে পালানোর পথ খোঁজে। অথচ প্রতিদিন লাখো মানুষ ঢাকায় আসে, কারণ গ্রামে বাঁচার মতো অবস্থা নেই। ফলে ঢাকা হয়ে উঠেছে একটি নিষ্ঠুর অভিবাসন-চুম্বক।
দ্বিজেন্দ্রলাল রায় একদিন লিখেছিলেন—
“পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে—
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।”
সে ছিল এক সময়ের কল্পলোক, এক আদর্শ বাংলার রূপকল্প—
কিন্তু আজ যদি তিনি ঢাকার দিকে তাকাতেন, তাহলে হয়তো লিখতেন—
“ধোঁয়ায় ঢাকা রোডের ফাটলে পুষ্প ঝরে পড়ে,
পাখি নয়, গন্ধে আসে মশা, উড়ে চলে ডেঙ্গুর ভয়ে—
অলির বদলে ভোঁ ভোঁ শব্দে ছুটে চলে দুর্নীতির গাড়ি,
আর মধুর বদলে গিলে ফেলে জীবন।”
তবুও, তবুও আমরা সেই বিশ্বাস ধরে রাখতে চাই,
“তবে আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করতে চাই—
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে—আমার জন্মভূমি।”
কিন্তু দুঃখের বিষয় আমরা এ শহরকে গড়ে তুলেছি প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে। নদী দখল করেছি, খাল ভরাট করেছি, গাছ কেটেছি, মাঠ কংক্রিটে ঢেকেছি। নিয়ম না মেনে বানানো ভবনগুলোতে প্রতিদিন ঘটে অগ্নিকাণ্ড। আমরা এগুলোকে বলি ‘দুর্ঘটনা’, অথচ এগুলো হলো রাষ্ট্রীয় ব্যর্থতার কাঠামোগত হত্যাকাণ্ড। সরকার আসে, যায়—কিন্তু সুশাসন আসে না। নীতির বদলে লটারি চলে, আর তাতে ভাগ্যবানরা ঢাকার উন্নয়নের নামে শুধু নিজেদের ভাগ্য গড়ে।
ঢাকায় মানুষের আগ্রহ কমছে, কিন্তু বিকল্প পথ নেই। গ্রামে শিক্ষিত মানুষের টিকে থাকার ব্যবস্থা করেনি রাষ্ট্র। শিক্ষকের, চিকিৎসকের, সাধারণ নাগরিকের জীবনযাপন যেখানে অসম্ভব, সেই গ্রাম আর নিরাপদ আশ্রয় থাকে না। ফলে ঢাকাই হয় শেষ আশ্রয়। কিন্তু এই আশ্রয়টাই হয়ে উঠেছে দুঃস্বপ্ন।
উন্নয়ন মানে যদি হয় শুধুই ভবন আর ব্রিজ, তাহলে আমরা ব্যর্থ হয়েছি। কারণ আমরা উন্নয়নের নামে মানুষকে সরিয়ে দিচ্ছি, শ্বাসরুদ্ধ করে দিচ্ছি, পিষে ফেলছি হাজারো জীবন। যারা নীতিনির্ধারক, তারা বুঝেন না—শুধু বিল্ডিং নয়, একটি শহর গড়ে ওঠে ভালোবাসা, ন্যায়বিচার ও স্থিতিশীলতার উপর।
এই ঢাকা এখন আর রাজধানী নয়, এটি ব্যর্থতার এক নির্মম প্রদর্শনী। এখানেই এসে মেলে রাষ্ট্রের সংকীর্ণতা, দুর্নীতির বিস্তার, এবং অমানবিক শাসনের ছায়া।
ঢাকা একদিকে দুর্নীতিগ্রস্ত রাজনীতির মঞ্চ, আর অন্যদিকে রাষ্ট্রচিন্তার অপমান। এই শহর দেখায় কীভাবে অন্ধ উন্নয়ন মানুষকে নিঃস্ব করে দেয়, আর কীভাবে রাজনীতিকে পেশা বানিয়ে রাষ্ট্রকে ভোগদখলের বস্তুতে পরিণত করা যায়। যতদিন না এই শহর থেকে শুরু হবে বিকেন্দ্রীকরণ, যতদিন না উন্নয়নের সংজ্ঞা হবে মানবিক, পরিকল্পিত ও বৈচিত্র্যপূর্ণ—ততদিন ঢাকা শুধু একটি শহর নয়, একটি অশ্রুপাতের নাম হয়ে থাকবে। একটি নীরব চিৎকার, যার অর্থ একটাই: রাষ্ট্র ভুল পথে হাঁটছে, এবং তার পদচিহ্নে পিষ্ট হচ্ছে মানুষের জীবন।
তাই এখনও সময় আছে। ঢাকার ভার হালকা করতে হলে শুধু নতুন প্রকল্প নয়, নতুন দৃষ্টিভঙ্গি দরকার। গ্রামকে গড়তে হবে সম্মান নিয়ে বাঁচার উপযোগী করে। মানুষকে ফিরিয়ে দিতে হবে বিকল্প। অন্যথায়, এই ঢাকা একদিন আর কাউকে টানবে না—শুধু ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলবে বাঁচার শেষ আশা পর্যন্ত।
রহমান মৃধা
গবেষক এবং লেখক
সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন
Rahman.Mridha@gmail.com