পুঁজিবাজার
দুইশ শেয়ারের দরপতন, কমেছে সূচক-লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে দুইশ শেয়ার দরপতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমানও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ২০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১০৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১৭৭৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৫৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩২৬ কোটি ২৯ লাখ ৬৫ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির, বিপরীতে ২০০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম

পুঁজিবাজার
দেড় ঘণ্টায় ২১৯ শেয়ারদর বৃদ্ধি, লেনদেন ২৪৫ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২১৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৫ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৫ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৩ পয়েন্টে।
এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৮ ও ১৮৯৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৫ কোটি ২৩ লাখ ২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ কোম্পানির শেয়ারদর।
কাফি
পুঁজিবাজার
কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যু আবেদন পুনর্বিবেচনায় বিএসইসিকে চিঠি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির রাইট শেয়ার ইস্যুর আবেদনটি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, কোম্পানি কর্তৃপক্ষ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলন করতে চায়। যে আবেদন বিএসইসি বাতিল করে দিয়েছে। যা পুনঃবিবেচনা করার জন্য বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছে।
কাফি
পুঁজিবাজার
লাফার্জহোলসিমের কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির কর্পোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা সিনহা ফ্যাশনস লিমিটেড ৩০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
এর আগে ২৯ জুন কোম্পানিটির এই উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন।
কাফি
পুঁজিবাজার
৯২ লাখ টাকার যন্ত্রপাতি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাড়ছে উৎপাদন সক্ষমতা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন উৎপাদন লাইন স্থাপনের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি স্থানীয় বাজার থেকে প্রায় ৯২ লাখ ৫৩ হাজার টাকার যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই যন্ত্রপাতি ব্যবহৃত হবে পাউডার ড্রিংক উৎপাদনের জন্য, যার মধ্যে রয়েছে সিপো ফ্রুটি স্যালাইন ও অরেঞ্জ পাউডার ড্রিংক।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, নতুন উৎপাদন লাইন চালু হলে বছরে ৪ হাজার ৪২৭ মেট্রিক টন পাউডার ড্রিংক উৎপাদন করা যাবে। যার মধ্যে সিপো ফ্রুটি স্যালাইন হবে ১ হাজার ৬৮২ মেট্রিক টন এবং অরেঞ্জ পাউডার ড্রিংক ২ হাজার ৭৪৫ মেট্রিক টন।
এই নতুন উৎপাদন লাইন নারায়ণগঞ্জ জেলার মদনপুর বন্দরের কেওধলা, মদনপুর কারখানায় স্থাপন ও কমিশন করা হবে।
অর্থসংবাদ/কাফি
পুঁজিবাজার
যুক্তরাষ্ট্রে রফতানিতে যাচ্ছে মুন্নু সিরামিক, লেনক্স কর্পোরেশনের সঙ্গে চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রে সিরামিক পণ্য রফতানি করবে। বিশ্বের অন্যতম প্রিমিয়াম টেবলওয়্যার ব্র্যান্ড লেনক্স কর্পোরেশন ইউএসএ’র সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে কোম্পানিটি। এই চুক্তির আওতায় উচ্চমানের পোর্সেলিন ও বোন চায়না ডিনারওয়্যার যুক্তরাষ্ট্রে সরবরাহ করবে মুন্নু সিরামিক।
সোমবার বিকালে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত এইচআরকে লিগ্যাসি ভবনে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই চুক্তির অনুমোদন দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চুক্তির আওতায়, মুন্নু সিরামিক লেনক্স কর্পোরেশনের যুক্তরাষ্ট্রের বাজারে এক্সক্লুসিভ ভেন্ডার হিসেবে উচ্চমানের বোন চায়না ও পোর্সেলিন ডিনারওয়্যার সরবরাহ করবে। মাসে প্রায় ২০ লাখ পিস ডিনারওয়্যার উৎপাদনের সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে কোম্পানিটি। এছাড়া, মুন্নুর উন্নত মানের উৎপাদন প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ—বিশেষত মার্কিন ফেডারেল মানদণ্ড অনুসারে। লেনক্সর নান্দনিকতা, উদ্ভাবন ও গুণগত মানের সঙ্গে সমন্বয়ে এটি নতুন উচ্চতায় পৌঁছাবে।
লেনক্সের কৌশলগত সুফল হবে, একটি নির্ভরযোগ্য, বর্ধনযোগ্য ও ব্যয়সাশ্রয়ী সাপ্লাই চেইন গঠন, যা তাদের মান ও উদ্ভাবনের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে। আর মুন্নুর জন্য কৌশলগত সুফল হবে, যুক্তরাষ্ট্রের বাজারে দৃঢ় উপস্থিতি প্রতিষ্ঠা, একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে “মেড ইন বাংলাদেশ” কারিগরি প্রদর্শনের সুযোগ, কোম্পানির প্রাকৃতিক প্রবৃদ্ধি নিশ্চিত।
এই কৌশলগত অংশীদারিত্ব কোম্পানির রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে আর্থিক অবস্থান মজবুত করবে, বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াবে এবং দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সম্প্রসারণ ও শেয়ারহোল্ডারদের মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
কাফি