কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ সভা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২৯৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।
সভায় গত ক’মাসে সাড়ে আট লাখ নতুন অ্যাকাউন্ট খোলা, সাড়ে তিন হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ এবং আড়াই হাজার কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায়ের সাফল্যের জন্য ব্যাংকের জনশক্তিকে ধন্যবাদ এবং গ্রাহক ও সকল অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স

স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহীত করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। শনিবার (১৭ মে) রাজশাহীর জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং লিড ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কনসফারেন্সে দেশের সকল তফসিলি ব্যাংকের রাজশাহী শাখার প্রতিনিধি অংশ নেন।
জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৪০০-র বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে কনফারেন্সটি প্রাণবন্ত হয়ে ওঠে। আগামী প্রজন্মকে শৈশব থেকেই অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার অনুপ্রেরণা জোগাতে এই কনফারেন্স একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিক ধারণা প্রদান, ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে দিকনির্দেশনা প্রদান করা।
কনফারেন্সে সভাপতির দায়িত্ব পালন করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী। তিনি তরুণদের মাঝে সঞ্চয়ের অভ্যাস এবং আর্থিক দায়িত্ববোধ গড়ে তোলার প্রতি গুরুত্বরোপ করে বলেন, শিক্ষার্থীদের জন্য আর্থিক শিক্ষা শুধু একটি দক্ষতা নয়, এটি ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তিও। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়া এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। এই কনফারেন্স শিক্ষার্থীদের ব্যাংকিং ও সঞ্চয় বিষয়ে ধারণা প্রদান করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের আলোচনা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আর্থিক স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক ও অফিস প্রধান হুসনে আরা শিখা। এ সময় তিনি একটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাজ গঠন এবং তরুণদের ক্ষমতায়নে স্কুল ব্যাংকিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা শিক্ষার্থীদের চমৎকার ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা যেকোন ব্যাংকে গিয়ে ব্যাংকিং করতে উৎসাহ বোধ করেন। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওহাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে স্কুল জীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বক্তারা স্কুল ব্যাংকিংয়ের উপকারিতার বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় স্মার্ট আর্থিক অভ্যাস গড়তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শিক্ষার্থীদের জন্য কুইজ পর্ব পরিচালনা করেন এবং পরে বিজয়ীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথির কাছ থেকে প্রাইম ব্যাংকের পক্ষে লিড ব্যাংক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। এ সময় প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হালিম এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার ও সম্মাননা প্রদান শেষে কনফারেন্সে অংশগ্রহণকারী দর্শকদের জন্য প্রাইম ব্যাংক নিবেদিত ‘প্রাইম ফার্স্ট পাপেট শো’ পরিচালনা করা হয়।
সবশেষে প্রাইম ব্যাংক পিএলসির ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী, অংশীদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৪৫টি তফসিলিভুক্ত ব্যাংকের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন, যা আর্থিক অন্তর্ভুক্তি নিশ্বয়তার সম্মিলিত প্রতিশ্রুতির প্রতিফলন।
আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে জাতীয় উদ্যোগের অংশ হিসেবে স্কুল ব্যাংকিং সম্মেলন-২০২৫ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বাংলাদেশে জাম্বিয়ার কনস্যুলেটকে বিশেষায়িত ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশে জাম্বিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেটকে কাস্টমাইজড ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে দেশটির কনসুলেট অফিসের সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
গত ১৪ মে শেরাটন ঢাকায় ‘জাম্বিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম-ঢাকা ২০২৫’-এ জাম্বিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেট অফিস উদ্বোধন অনুষ্ঠানে কনস্যুলেটের সাথে ব্র্যাক ব্যাংক এই চুক্তি সম্পন্ন করে। জাম্বিয়া সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিনিয়োগ ও শিল্পায়নের স্থায়ী সচিব ক্রুসিভিয়া সি. হিচিকুম্বার নেতৃত্বে দেশটির একটি সরকারি প্রতিনিধিদলের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশে জাম্বিয়া প্রজাতন্ত্রের কনসাল জেনারেল ড. মোহাম্মদ জায়েদ আলম এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশের এক্সপোর্ট প্রোমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান অ্যান্ড সিইও মো. আনোয়ার হোসেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড আরিফ চৌধুরী।
এই চুক্তির আওতায় জাম্বিয়ার এই কূটনৈতিক কার্যালয় ব্র্যাক ব্যাংকের সাথে উপভোগ করবেন ব্যাংকটির বিশেষায়িত ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন। আর প্রযুক্তিগতভাবে আধুনিক এই ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম – কর্পনেট-গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।
এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, জাম্বিয়ার কনস্যুলেটকে ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে চুক্তি করতে পেরে আমরা বেশ আনন্দিত ও সম্মানিত। এই চুক্তি আমাদের দুই দেশের মধ্যে শিল্প, বাণিজ্য এবং বিনিয়োগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্র্যাক ব্যাংকে আমরা উৎকর্ষতা, উদ্ভাবন এবং সর্বোচ্চ সেবার মান বজায় রেখে গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
পবিপ্রবি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আইএফআইসি ব্যাংকের বাস প্রদান

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) একটি বাস প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের কাছে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বাসটির চাবি হস্তান্তর করেন।
বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়টির টিএসসি কনফারেন্স হলে এই বাস হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অফ ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, হেড অফ অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) দিলিপ কুমার মন্ডল, পবিপ্রবি এর উপ-উপাচার্য অধ্যাপক এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ সহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।
চাবি হস্থান্তর কালে আইএফআইসি ব্যাংকের চেয়াম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সামাজিক অঙ্গীকার নিয়ে পথ চলে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় জ্ঞান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে, আর আইএফআইসি ব্যাংক সেই মহৎ যাত্রায় বন্ধুর মতো যথাসাধ্য পাশে থাকবে।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আইএফআইসি ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে ব্যাংকটির শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল ও পিটাস্টপ’র ব্যবসা সংক্রান্ত চুক্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইস্পাহানির অঙ্গীভূত প্রতিষ্ঠান অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপ’র সঙ্গে ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) চট্টগ্রামে অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটসে এ চুক্তি হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)কিমিয়া সাদাত এবং এম. এম. ইস্পাহানি লিমিটেডের পরিচালক আলী ইস্পাহানি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান, আন্দরকিল্লা শাখার শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, আগ্রাবাদ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ উদ্দীন, এম. এম. ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার মুহাম্মদ এরশাদ হারুন, অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস এর ম্যানেজার মো. বদরুজ্জামান খান, পিটাস্টপ ফুডস লিমিটেডের ডেপুটি ম্যানেজার উদায়ন বড়–য়া বাবুসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আয়োজকেরা বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে গ্রাহকেরা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
শরীয়াহ ভিত্তিক স্বল্পমেয়াদী বিনিয়োগ সুযোগ দিচ্ছে প্রাইম ব্যাংক ও সিটি গ্রুপ

শীর্ষন্থানীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান সিটি গ্রুপের সহায়তায় দেশের প্রথম শরীয়াহ ভিত্তিক স্বল্পমেয়াদী বিনিয়োগ মাধ্যম চালু করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি সই করেছে।
‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’-এ বিনিয়োগকারীরা আকর্ষণীয় রিটার্নে বিনিয়োগ করতে পারবেন। ইসলামী নিয়ম-নীতি পরিপালন করে বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরি করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’-এর ইস্যুয়ার সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়ম-নীতি মেনে ইস্যুয়িং অ্যান্ড পেয়িং এজেন্ট (আইপিএ)-এর দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক পিএলসি।
যারা মূলত শরীয়াহ সম্মত উপায়ে স্বল্পমেয়াদে বিনিয়োগ করতে চান তাদের জন্য এই উদ্ভাবনী আর্থিক পণ্য এক অনন্য সুযোগ, যা তাদের নৈতিক বিনিয়োগ নিশ্চিত করবে এবং প্রতিযোগিতামূলক রিটার্ন প্রদান করবে।
প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান বলেন, সিটি গ্রুপের সঙ্গে দেশের প্রথম শরীয়াহ সম্মত স্বল্পমেয়াদি বিনিয়োগ পণ্য চালু করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি ইসলামী ব্যাংকিং খাতে প্রাইম ব্যাংকের উদ্ভাবনী চিন্তাধারা এবং বৈচিত্র্যময়, নৈতিক ও উচ্চ রিটার্ন ভিত্তিক বিনিয়োগ সুযোগ প্রদানে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। ‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’ দেশের আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত- উভয় শ্রেণির বিনিয়োগকারীদের জন্য শরীয়াহভিত্তিক বিনিয়োগের বিকল্প হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান, বলেন, এই উদ্বোবনী বিনিয়োগ পণ্যটি চালু করতে প্রাইম ব্যাংককে অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। ‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’ উদ্যোগটি আমাদের দায়িত্বশীল ব্যবসায়ীক অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এবং বিনিয়োগকারীদের নিরাপদ ও শরীয়াহ সম্মত বিনিয়োগ সুবিধা প্রদান করবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।
প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আব্দুল্লাহ মুহাইমিন এবং সিটি গ্রুপের পরিচালক (ফাইন্যান্স ও কমার্শিয়াল) তানভীর হায়দার পাভেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজিদ রহমান; সিটি গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট) রেজাউদ্দিন আহমদ ও পরিচালক (ইমপোর্ট) খিজির হায়াত খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।