পুঁজিবাজার
প্রগতি ইন্স্যুরেন্সের আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে ১ পয়সা।
বুধবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৩ পয়সা (রিস্টেটেড)।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৪১ পয়সা, যা আগের বছরে ছিলো ৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ৩৬ পয়সা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানির গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩১ মার্চ,২০২৫ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের রেকর্ড ডেট পরিবর্তন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ জুন কোম্পানির নতুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঈদ উল-আযহার ছুটি ঘোষণার কারণে কোম্পানিটির রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। এর আগে আগামী ১২ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল।
রেকর্ড ডেট পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
৬৩ লাখ শেয়ার হস্তান্তর করবেন ব্যাংক এশিয়ার দুই উদ্যোক্তা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির দুই জন উদ্যোক্তা ৬৩ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদন দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা নাহিদ আক্তার সিনহার ৪৬ লাখ ও মো. শাহজাহান ১৭ লাখ শেয়ার ব্যাংকটির কর্পোরেট উদ্যোক্তা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের কাছে হস্তান্তর করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন অনুযায়ী, ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ১৫ মে থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ারগুলো হস্তান্তর করা হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রিমিয়ার লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৩১৭ কোম্পানির শেয়ারের দর কমেছে। দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির শেয়ারদর কমেছ ৯ দশমিক ৩৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর কমেছে ৯ দশমিক ২৮ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৭ দশমিক ৮৮ শতাংশ, বিকন ফার্মার ৭ দশমিক ২৬ শতাংশ, যমুনা ব্যাংকের ৭ দশমিক ১৪ শতাংশ,মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ০৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ০০ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের ৫ দশমিক ৮৮ শতাংশ দর কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৬১ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা বাটা সু’র শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ।
এদিন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, হাক্কানী পাল্প, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, অগ্নি সিস্টেমস এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি।
কাফি