পুঁজিবাজার
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের আয় কমেছে ৯ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৯ দশমিক ৩৩ শতাংশ।
শনিবার (১০ মে) অনুষ্ঠিত কোম্পাটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারী’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫০ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৫ টাকা হয়েছে ৯৭ পয়সা।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ঈদের ছুটির সমন্বয়ে দুই শনিবার খোলা থাকবে পুঁজিবাজার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে টানা ১০ দিন সরকারি ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। দেশের পুঁজিবাজারেও এসময় লেনদেন বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির সমন্বয়ে ঈদের পরে দুই শনিবার পুঁজিবাজার লেনদেন চালু থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজারের ছুটিও বৃদ্ধি করা হয়েছে। আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) পুঁজিবাজার বন্ধ থাকবে। ঈদুল আজহার ১০ দিনের ছুটির সমন্বয়ে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার পুঁজিবাজার খোলা থাকবে।
এছাড়া, ঈদ-উল-আজহার ছুটির শেষে ১৫ জুন নিয়মিত সময়সূচী অনুসারে পুঁজিবাজার চালু হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বে লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ দেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৬০ কোম্পানির শেয়ারদর কমেছে। দর পতনের শীর্ষে উঠে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪০ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫ বারে ৫৬ হাজার ১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৫ দশমিক ৩৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪ দশমিক ৪৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪ দশমিক ১১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪ দশমিক ০০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৯৬ শতাংশ এবং এস আলম কোল্ড রোলের ৩ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৮৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯ দশমিক ৫২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৫১ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ১৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৮ দশমিক ৯৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৬ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৬০ শতাংশ দর বেড়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির ১৮ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৯ হাজার টাকার।
১৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, সিটি ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, খান ব্রাদার্স ও লাভেলো।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এসময় প্রধান সূচক বেড়েছে ১৯ পয়েন্টের বেশি। এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ২৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯২১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১০৭৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১৮১৫ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ৩৬৪ কোটি ০৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৬ কোটি ০৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৯টি কোম্পানির, বিপরীতে ১৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি