কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা

প্রাইম ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ২৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
আজ সোমবার (৫ মে) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
শেয়ারহোল্ডারগণ ২০২৪ অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ নগদ এবং ২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী, ডিরেক্টরস্ ও নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের পুনঃনিয়োগ, স্বতন্ত্র পরিচালক এবং স্ট্যাটুটরী ও কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগসহ ৬টি সাধারণ এজেন্ডা অনুমোদন করেন।
ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যানসহ, পরিচালকবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও স্টক এক্সচেঞ্জ, স্ক্রটিনাইজার ও অডিটরদের প্রতিনিধিগণ সভায় ডিজিটালি সংযুক্ত ছিলেন।
সভার সূচনা বক্তব্যে চেয়ারম্যান মহোদয় সমাপ্ত বছরের ব্যাংকের পারফরমেন্স এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ শেয়ারহোল্ডারদের প্রশ্ন, মতামত ও পরামর্শের আলোকে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
লাইভ ট্রান্সমিশনকৃত এই সভা পরিচালনা করেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব তানভীর এ সিদ্দিকী। সভায় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও অডিটরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেন্জ কমিশন ধারাবাহিকভাবে ৫ বছর “এ” ক্যাটাগরীতে থাকা লিস্টেড কোম্পানীদেরকেই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজনের অনুমতি প্রদান করেছেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘‘ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি’’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান ও ক্যামব্রিজ ইনস্টিটিউট অফ ইসলামিক ফাইন্যান্সের ডাইরেক্টর জেনারেল ড. হুমায়ুন দার উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, ড. এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা

এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২০০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল হক, ব্যারিস্টার মো. শফিকুর রহমান এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০০তম বোর্ড সভা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সুশাসন, স্থিতিশীল প্রবৃদ্ধি এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংক অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল প্রতিষ্ঠিত হয় প্রবাসী মালিকানাধীন এনআরবিসি ব্যাংক। বর্তমানে ১০৯টি শাখা ও ৩৭৭টি উপশাখার মাধ্যমে সারাদেশে সেবা দিচ্ছে ব্যাংকটি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
নিজস্ব ওএমএস চালু করবে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের শেয়ার কেনাবেচায় নতুন অভিজ্ঞতা দিতে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এর জন্য আস্থা রেখেছেন দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেডের উপর।
রোববার (৪ মে) দিলকুশা হাদি ম্যানশনে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার নাতেক মিনার।
এ সময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক পিএলসির এসভিপি মো. গফুর রানা কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের মো. আবদুল্লাহ আল মাসুম, এস এম বেলাল ভুঁইয়া, আহমুদুল হক, মো. হাফিজুর রাহমান, মো. নাঈমূর রহমান, মো. মেহেদী হাসান।
চুক্তি অনুযায়ী, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকদের ডিএসই এবং সিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এর ফলে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডর গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সনামধন্য ব্রোকারেজ হাউজ। অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ‘কিউ-ট্রেডার’ বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
মাকে নিয়ে মেহজাবীনের সাথে ডিনারের সুযোগ দিচ্ছে বিকাশ

মায়ের সাথে ম্যাজিক্যাল মোমেন্টের ছবি আর গল্প বিকাশের সাথে শেয়ার করে, মাকে নিয়ে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে ফাইভ স্টার হোটেলে ডিনারের সুযোগ পাচ্ছেন ২০ জন সন্তান। এ বছরের মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনে মা-সন্তানের চিরন্তন ভালোবাসার বন্ধনের মুহূর্ত উদযাপনে বিকাশের এই আয়োজন।
আগামী ১১ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর বিকাশ এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেইজ-এ https://momentswithmaa.com/- ক্লিক করে মায়ের সাথে ছবি এবং গল্প আপলোড এবং সাবমিট করতে হবে।
মায়ের সাথে সন্তানের মুহূর্ত সবসময় বিশেষ। সেই বিশেষ মুহূর্ত থেকে আবার কখনও কখনও কোন মুহূর্ত হয়ে ওঠে চিরসস্মরণীয়, হয়ে ওঠে ম্যাজিক মোমেন্ট। তেমন মুহূর্ত আর গল্পকে উপস্থাপনেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ। পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেয়া বিজয়ীদের জন্য রয়েছে মাকে নিয়ে আরো একটা ম্যাজিক মোমেন্ট তৈরি করার সুযোগ।
ওয়েবসাইটে জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে নির্বাচিত করবেন অভিনেত্রী ও তারকা মেহজাবীন চৌধুরী। নির্বাচিতরা তাদের মা-কে সাথে নিয়ে এই তারকার সাথে ফাইভ স্টার হোটেলে ডিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া শর্ত পূরণ করে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক গ্রাহক ১০০ টাকার ডিসকাউন্ট কুপন পাবেন যা নির্দিষ্ট মার্চেন্ট শপে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করে উপভোগ করতে পারবেন তারা।
ক্যাম্পেইন এ অংশ নিতে বিকাশ এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিংকে ক্লিক করে মায়ের সাথে ছবি এবং গল্প আপলোড করার সময় প্রতিযোগীর নাম এবং বিকাশ নম্বর লিখে ক্যাম্পেইনের শর্তগুলো পড়ে তা মেনে নিয়ে অগ্রসর হতে হবে। এরপর অংশগ্রহণকারীর দেয়া ইমেইল আইডিতে একটি ওয়ান টাইম কোড পাঠানো হবে। সেই ওটিপি-টি দিয়ে সাবমিট শেষ করতে হবে। এখান থেকেই গল্পসহ ছবি ডাউনলোড বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।
বিকাশ এর ফেসবুক পেইজ এবং https://www.bkash.com/campaign/mothers-day-campaign-2025 লিংক থেকে ক্যাম্পেইনের আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ যাত্রীদের জন্য দ্রুত ও উত্তম সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করা হয়েছে।
শনিবার (৩ মে) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ বুথটি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন হজ পরিচালক মো. লোকমান হোসেন, ব্যাংকের লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, শরীয়াহ সুপারভাইজরী সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল কবীর, দক্ষিণ খান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও হজ যাত্রীরা। এ বছর সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে দশ হাজার হজ যাত্রী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। ব্যাংকের পক্ষ হতে তাঁদের হজ উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
কাফি