কর্পোরেট সংবাদ
এমটিবি’র নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) চেয়ারম্যান হিসেবে রাশেদ আহমেদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে ড. আরিফ দৌলা নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩২০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদ আহমেদ এর আগে একই ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।
এর আগে রাশেদ আহমেদ ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সাবেক চেয়ারম্যান।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রিট্রিট প্রোগ্রাম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে দুই দিনব্যাপী রিট্রিট প্রোগ্রাম ২ ও ৩ মে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখাপ্রধানগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী শরীয়ার উদ্দেশ্যের আলোকে সাধারণ মানুষের কল্যাণে ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্যাংকের সকল পর্যায়ের কর্মীদের নির্দেশনা দেন। ব্যাংকারদের পেশাগত দক্ষতা, ব্যাংকিং ও শরীয়াহ বিষয়ক জ্ঞান উন্নয়নে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকিং সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষকে প্রশিক্ষিত ও সচেতন করতে হবে। শরীয়াহ নীতিমালা, সুশাসন ও পরিপালনের সংস্কৃতি বাস্তবায়নে ব্যাংক নির্বাহীদের আরো আন্তরিক ও উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।
দুই দিনব্যাপী এ রিট্রিট প্রোগ্রামে ব্যাংকের আমানত, বিনিয়োগ, খেলাপি বিনিয়োগ আদায়, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স ও প্রযুক্তিসমৃদ্ধ সেবাসহ সব ধরণের ব্যাংকিং সেবা আরো সমৃদ্ধ ও গতিশীল করার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটিকে পূর্ণমাত্রায় ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এনপিআই রিকোভারি অ্যান্ড ডিপোজিট মোবিলাইজেশন বিষয়ক মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে।
সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান।
অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি.এম. মোহা. গিয়াস উদ্দিন কাদের ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।
এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমানসহ অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বিজনেস সম্মেলন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নিয়ে ‘‘কফি উইথ দ্যা ক্যাপ্টেন’’ শিরোনামে পরিচিতি পর্ব ও ব্যাংকিং দায়িত্বশীলতা বিষয়ে বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাদাত। অনুষ্ঠানে ব্যাংকিং নীতি, প্রবিধি এবং দায়িত্বশীলতা বিষয়ে পারস্পরিক মত বিনিময় ও তথ্যের আদান-প্রদান করেন তিনি। এছাড়া উদ্ভাবনী ব্যাংকিং এবং গ্রাহকসেবার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন কিমিয়া সাদাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস মো. আরিফুল ইসলাম; হেড অব এইচআরডি (চলতি দায়িত্ব) এইচ এম মেহেদী হাসান, হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমানসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য উর্ব্ধতন কর্মকর্তারা।
অর্থসংবাদ/কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান

আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন।
ব্যাংকটির একটি সূত্র জানায়, সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে।
তবে ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তার সঙ্গে তাৎক্ষণিক কথা বলাও সম্ভব হয়নি। ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের হজ যাত্রীদের জন্য দ্রুত ও উত্তম সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করেছে।
শনিবার (৩ মে) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ বুথটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন হজ পরিচালক মো. লোকমান হোসেন, ব্যাংকের লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, শরীয়াহ সুপারভাইজরী সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল কবীর, দক্ষিণ খান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও হজ যাত্রীরা।
এ বছর সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে দশ হাজার হজ যাত্রী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। ব্যাংকের পক্ষ হতে তাঁদের হজ উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।