Connect with us

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ পাকিস্তানের

Published

on

Missile

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চাপা উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই ইসলামাবাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘আবদালি অস্ত্র ব্যবস্থা’ (এডব্লিউএস) নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে তাদের সামরিক বাহিনী। ইসলামাবাদ আরও দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি তাদের ‘ইন্দুস’ সামরিক মহড়ার অংশ।

ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, প্রতিবেশী পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে দেখতে পারে নয়াদিল্লি।

তবে পাকিস্তানের ভাষ্য, ‘‘সামরিক বাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও অন্যান্য কারিগরি সক্ষমতা প্রমাণ করাই ছিল এডব্লিউএস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মূল উদ্দেশ্য।’’

পাকিস্তানের সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধানরা জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তাদের বাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত দক্ষতার ওপর ‘‘পূর্ণ আস্থা’’ রেখেছেন।

পেহেলগামের হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা লাগোয়া এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে উভয় দেশের নিরাপত্তা বাহিনী একে অপরের দিকে গুলিবর্ষণ করছে, যা অস্ত্রবিরতি লঙ্ঘনের শামিল।

কাশ্মীরে হামলার ঘটনার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, ভারত আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। যদিও তার সেই দাবির ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও বাস্তবে কোনো হামলার ঘটনা ঘটেনি। এর আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফও একই ধরনের আশঙ্কার কথা বলেছিলেন।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। এই হামলার পর ভারতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, পাকিস্তান কাশ্মীরের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে। এই বিতর্কিত ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি এর আগেও দুবার যুদ্ধে জড়িয়েছে।

পেহেলগামের হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি’ বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের এই পদক্ষেপের জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে স্বাক্ষরিত ‘সিমলা চুক্তি’ বাতিল করেছে। এই হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত ইতোমধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে এবং পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে তাদের জলসীমায় প্রবেশের অনুমতি দিচ্ছে না।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

Published

on

বিমা কোম্পানি

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সোমবার (৫ মে) এই বৈঠক অনুষ্ঠিত হবে। এখানে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ একটি রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করতে যাচ্ছে। এই বৈঠকে ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের অনুরোধে এই বৈঠক আহ্বান করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। পাকিস্তান এই কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সঠিক তথ্য উপস্থাপনের অংশ হিসেবে দেখছে।

মূলত পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং সীমান্তবর্তী আতারি-ওয়াঘা স্থলসীমান্ত বন্ধ করে দেয়। পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তকে পাকিস্তান “যুদ্ধ ঘোষণার শামিল” বলে উল্লেখ করে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য ও নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয়।

এছাড়া পাকিস্তান গত শনিবার “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে “খোলামেলা উসকানি” বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান “সিন্ধু মহড়ার” অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে।

এই পরিস্থিতিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাশিয়া জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত, যদি উভয় পক্ষ সম্মত হয়।

বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি, সীমান্তে সংঘর্ষ এবং পারস্পরিক নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের এই বৈঠকে উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না, সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের।

উল্লেখ্য, ভেটো ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য — চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ছাড়াও — কাউন্সিলের ১০টি অস্থায়ী সদস্য হলো— আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া।

আর চলতি মে মাসের জন্য জাতিসংঘের এই সংস্থার সভাপতিত্ব করছে গ্রিস।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

কুয়েতে ঈদুল আজহার ছুটি ঘোষণা

Published

on

বিমা কোম্পানি

জিলকদ চাঁদ দেখা যাওয়ার পর কুয়েতের কর্তৃপক্ষ ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে ছুটির সময়সূচি ঘোষণা করেছে। ইসলামি ক্যালেন্ডারের ১১তম মাস জিলকদ চাঁদ দেখার পর নিশ্চিত হয়েছে যে পরবর্তী মাস হবে জিলহজ, যা হজ ও ঈদুল আজহার পবিত্র আয়োজনের সূচনা করে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের মন্ত্রিসভা ৫ জুন বৃহস্পতিবার থেকে ৮ জুন রবিবার পর্যন্ত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে।

এছাড়া, ৯ জুন সোমবার ‘রেস্ট ডে’ বা বিশ্রাম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে অফিস-আদালত খুলবে ১০ জুন মঙ্গলবার থেকে।

জ্যোতির্বিদদের বরাত দিয়ে জানানো হয়েছে, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে ২৮ মে হবে কুয়েতে পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। এর ভিত্তিতে ৫ জুন পালিত হবে পবিত্র আরাফার দিন এবং ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

বিশ্বজুড়ে মুসলিমরা ঈদুল আজহা ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করে থাকেন হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের স্মরণে। এটি হিজরি বছরের সর্বশেষ মাস জিলহজের ১০ তারিখে পালন করা হয় এবং মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

নিজেদের সব বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করলো পাকিস্তান

Published

on

বিমা কোম্পানি

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ মে) নিজেদের সব বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

শনিবার (১ মে) ভারতের জাহাজ চলাচলবিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। ভারতীয় জনগণ, সম্পদ ও ভারতের জাহাজ চলাচলের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এ আদেশ দেওয়া হয়েছে।

ভারতের এই আদেশের পর পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় কোনো বন্দরে যাবে না।

এবিষয়ে যেকোনো ব্যতিক্রম বা ছাড়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পর ‘কেস-টু-কেস’ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে দেশটি থেকে সব ধরনের প্রত্যক্ষ-পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার (২ মে) বিজ্ঞপ্তিতে বলেছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন এখন থেকে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে সব ধরনের ডাক ও পার্সেলও নিষিদ্ধ করেছে ভারত। শনিবার এক বিজ্ঞপ্তিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এই তথ্য জানায়।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ওই হামলার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট

Published

on

বিমা কোম্পানি

বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট। চলতি বছরের শেষ দিকে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডারদের সভায় শনিবার এ ঘোষণা দেন। অনেক বিনিয়োগকারী আগেই বিষয়টি আঁচ করেছিলেন, কিন্তু বিশ্বাস করতে পারেননি। তবে সেই ঘোষণাই এসেছে সভায়।

পরিকল্পনা অনুযায়ী বাফেটের পদত্যাগের পর বোর্ডের অনুমোদন সাপেক্ষে বার্কশায়ারের সিইও হিসেবে দায়িত্ব নেবেন গ্রেগ অ্যাবেল। বার্কশায়ারের ভাইস চেয়ার‍ম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২১ সালেই তাঁকে বাফেটের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়।

শনিবারের সভায় বাফেট জানিয়েছেন, তিনি বার্কশায়ারের একটিও শেয়ার বিক্রি করবেন না। তিনি বলেন, তাঁর এই সিদ্ধান্তের কথা কেবল তাঁর সন্তানেরাই জানতেন।

বাফেট বলেন, আমি চাই, বছরের শেষে গ্রেগ অ্যাবেল কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নিক। তিনি চমকে দেওয়ার জন্য পরিচালকদের সামনে হঠাৎ করে এ ঘোষণা দিতে চেয়েছিলেন বলে উল্লেখ করেন। এ সময় হাজার হাজার দর্শক দাঁড়িয়ে বাফেটকে সম্মান জানান।

৯৪ বছর বয়সী বাফেট এই অনুষ্ঠানে তাঁর উত্তরসূরি প্রসঙ্গে কথা বলবেন, এমনটা প্রত্যাশা ছিল। তিনি ১৯৬৫ সালে বার্কশায়ার প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বিতর্ক নয়, সমঝোতা চায় পাকিস্তান—জাতিসংঘে শান্তির বার্তা

Published

on

বিমা কোম্পানি

অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিকে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ।

শুক্রবার (২ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিম ইফতিখার জানান, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি এবং নিরাপত্তা পরিষদের সদস্যদের অবহিত করেছে পাকিস্তান। একইসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গেও দেশটির কূটনৈতিক অবস্থান ও উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সদিচ্ছা রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পূর্ণ প্রস্তুত রয়েছে।

সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে আসিম বলেন, “নিরাপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।”

তিনি পাকিস্তানের শান্তিপূর্ণ, সহযোগিতামূলক এবং সুসম্পর্কভিত্তিক প্রতিবেশী নীতির কথাও পুনর্ব্যক্ত করেন। আসিম বলেন, “পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ উপায়ে যেকোনো বিরোধের সমাধান চায় পাকিস্তান—এমনকি ভারতের সঙ্গেও।”

তিনি আরও জানান, ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে, যা বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

আসিম মনে করেন, এই সংকট মোকাবেলায় একতরফা পদক্ষেপ ও উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা জরুরি। পাশাপাশি তিনি জাতিসংঘ মহাসচিবসহ আন্তর্জাতিক মহলের শান্তিপূর্ণ আলোচনার উদ্যোগ গ্রহণে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টা আরও জোরদার করার তাগিদ দেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বিমা কোম্পানি বিমা কোম্পানি
পুঁজিবাজার1 minute ago

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই বিমা কোম্পানি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে...

বিমা কোম্পানি বিমা কোম্পানি
পুঁজিবাজার12 minutes ago

এবি ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারের তালিকাভুক্ত আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার...

বিমা কোম্পানি বিমা কোম্পানি
পুঁজিবাজার1 hour ago

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক...

বিমা কোম্পানি বিমা কোম্পানি
পুঁজিবাজার1 hour ago

জেড ক্যাটাগরিতে আরএকে সিরামিকস

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’...

বিমা কোম্পানি বিমা কোম্পানি
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৫ শতাংশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫)...

বিমা কোম্পানি বিমা কোম্পানি
পুঁজিবাজার2 hours ago

শাহজালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন ইমতিয়াজ ইউ আহমেদ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ ইউ আহমেদ। সম্প্রতি...

বিমা কোম্পানি বিমা কোম্পানি
পুঁজিবাজার19 hours ago

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর...

Advertisement
Advertisement
AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
বিমা কোম্পানি
পুঁজিবাজার1 minute ago

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই বিমা কোম্পানি

বিমা কোম্পানি
পুঁজিবাজার12 minutes ago

এবি ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

বিমা কোম্পানি
কর্পোরেট সংবাদ34 minutes ago

এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা

বিমা কোম্পানি
আন্তর্জাতিক39 minutes ago

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

বিমা কোম্পানি
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ডিএনএ দিবস পালিত

বিমা কোম্পানি
পুঁজিবাজার1 hour ago

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

বিমা কোম্পানি
জাতীয়1 hour ago

জুবাইদার নিরাপত্তায় বাড়তি সতর্কতা

বিমা কোম্পানি
জাতীয়1 hour ago

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

বিমা কোম্পানি
পুঁজিবাজার1 hour ago

জেড ক্যাটাগরিতে আরএকে সিরামিকস

বিমা কোম্পানি
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৫ শতাংশ

বিমা কোম্পানি
পুঁজিবাজার1 minute ago

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই বিমা কোম্পানি

বিমা কোম্পানি
পুঁজিবাজার12 minutes ago

এবি ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

বিমা কোম্পানি
কর্পোরেট সংবাদ34 minutes ago

এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা

বিমা কোম্পানি
আন্তর্জাতিক39 minutes ago

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

বিমা কোম্পানি
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ডিএনএ দিবস পালিত

বিমা কোম্পানি
পুঁজিবাজার1 hour ago

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

বিমা কোম্পানি
জাতীয়1 hour ago

জুবাইদার নিরাপত্তায় বাড়তি সতর্কতা

বিমা কোম্পানি
জাতীয়1 hour ago

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

বিমা কোম্পানি
পুঁজিবাজার1 hour ago

জেড ক্যাটাগরিতে আরএকে সিরামিকস

বিমা কোম্পানি
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৫ শতাংশ

বিমা কোম্পানি
পুঁজিবাজার1 minute ago

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই বিমা কোম্পানি

বিমা কোম্পানি
পুঁজিবাজার12 minutes ago

এবি ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

বিমা কোম্পানি
কর্পোরেট সংবাদ34 minutes ago

এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা

বিমা কোম্পানি
আন্তর্জাতিক39 minutes ago

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ

বিমা কোম্পানি
ক্যাম্পাস টু ক্যারিয়ার53 minutes ago

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ডিএনএ দিবস পালিত

বিমা কোম্পানি
পুঁজিবাজার1 hour ago

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি

বিমা কোম্পানি
জাতীয়1 hour ago

জুবাইদার নিরাপত্তায় বাড়তি সতর্কতা

বিমা কোম্পানি
জাতীয়1 hour ago

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

বিমা কোম্পানি
পুঁজিবাজার1 hour ago

জেড ক্যাটাগরিতে আরএকে সিরামিকস

বিমা কোম্পানি
পুঁজিবাজার2 hours ago

ইউনাইটেড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২৫ শতাংশ