সারাদেশ
জিআই স্বীকৃতি পেলো টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ স্বীকৃতি পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে এ সনদ দেওয়া হয়। এতে খুশি সন্দেশের কারিগর ও স্থানীয়রা।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছ থেকে সন্দেশের জিআই নিবন্ধন সনদ গ্রহণ করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার জামুর্কীতে প্রথমে সন্দেশের ব্যবসা শুরু করেন কালিদাস নামের এক ব্যক্তি। এই সন্দেশ স্থানীয়ভাবে ‘কালিদাসের সন্দেশ’ হিসেবে প্রসিদ্ধ লাভ করে। গুণগতমান বজায় রাখায় দেশের গণ্ডি পেরিয়ে এই সন্দেশের খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতের কলকাতাসহ উপমহাদেশে। প্রায় শত বছর ধরে সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছে এই সন্দেশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় অবস্থিত এই সন্দেশের দোকান। মহাসড়কের পাশে হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ খুব সহজেই বিশেষ স্বাদের এই সন্দেশ কিনতে পারেন।
কালিদাসের সন্দেশের দোকানটি পরিচালনা করেন কালিদাসের নাতি সমর সাহা। এরআগে তার বাবা দোকানটি পরিচালনা করতেন। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সন্দেশ ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যে খুশির জোয়ার বইছে।
পাকুল্যা গ্রামের বাসিন্দা তপন কুমার শেঠ বলেন, আমাদের এলাকার পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। এই স্বীকৃতিতে বর্তমান সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম জানান, মির্জাপুরবাসীর চাওয়াকে সরকার স্বীকৃতি দিয়েছে। এটা এই এলাকার জন্য অনেক বড় প্রাপ্তি।
এবিষয়ে জেলা প্রশাসক শরীফা হক বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জিআই সনদ দেওয়া হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ
শ্রমিক দিবসে সখিপুরে শ্রমিক সমাবেশ

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শরীয়তপুর জেলার সখিপুরে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, সখিপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন, শ্রমিকরা যুগে যুগে নিপীড়িত হয়েছে, তাদের ঘামে-রক্তে দেশ গড়ে উঠেছে, কিন্তু তারা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা যারা বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করি, তারা মেহনতি মানুষের পাশে আছি, থাকবো। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রমিকদের বাস্তব দাবি আজও বাস্তবায়িত হয়নি। যেখানে অন্যায়, সেখানেই আমাদের সাংগঠনিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এই বাংলার মাটিতে আর কোনো জালিম সরকার টিকতে পারবে না। আমরা দেখেছি, কীভাবে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে, কীভাবে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। কিন্তু ছাত্র-জনতা আর শ্রমিক একসঙ্গে লড়ে এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সখিপুর থানা শাখার সভাপতি হাসান শাহ পারভেজ বেপারী বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের মধ্যে ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমাদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ ও সাংগঠনিক আন্দোলনের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শ্রমিক নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়াও, সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সখিপুর থানা যুবদল সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, সখিপুর থানা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দিদার, সখিপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান সবুজ মাঝী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আ. মান্নান মাঝী, সখিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারেস সরদার, সখিপুর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন বেপারী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদল ও প্যানেল চেয়ারম্যান সাবেক সভাপতি আক্তার হোসেন আসামী, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. নূর নুরুদ্দিন দর্জি, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আ. হামিদ বকাউল, সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোল্যা মোহাম্মদ তারেক, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. সেকান্ত খান, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মাল, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নিহাদ সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জিসান বালা, সখিপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সাবেক) জসিম মুন্সি, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইমরান হোসেন সরকার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মতিউর রহমান বেপারী, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আজমেরী আক্তার সরকার।
এছাড়াও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

মহান মে দিবস ও সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য দুই দিন বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।
এ সময় তিনি জানান, মহান মে দিবস উপলক্ষ ও সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য দুই দিন বন্ধ থাকবে এবং আগামী ৩ মে শনিবার থেকে পুনরায় আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল হবে।
বেনাপোল বনদরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, মে দিবস ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল বন্দর ও পেট্রাপোল বন্দরের মধ্যে দুই দিন আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এ সময় বন্দরের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি
আ. লীগের নামে কোনো দল রাজনীতি করতে পারবে না: নুর

আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শরীয়তপুরের সখিপুরে তারাবুনিয়ার ঐতিহাসিক মাটিতে প্রথমবারের মতো এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, “দেশে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই, ভোটাধিকার শুধু কাগজে-কলমে। জনগণের অধিকার হরণ করে আওয়ামী লীগ আজ ফ্যাসিবাদী একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। তবে সেই অবৈধ দুঃশাসনের অবসান হয়েছে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগও নিষিদ্ধ হবে। গণঅধিকার পরিষদ জনগণের নেতৃত্বে এই দানবীয় দখলদারদের উৎখাত করবে।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি। একই মঞ্চ থেকে তিনি ঘোষণা দেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমরা একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে মাঠে আছি। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবো।”
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের মুখপাত্র ফারুক হাসান, ডা. শাহজালাল সাজু, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি, হাসান আল মামুন, বীন ইয়ামিন মোল্লা, মাহমুদ পারভেজ, নাজমুল হাসান, ওবায়দুল হোসেন শুভ এবং শাকিল সিকদার।
সমাবেশ শেষে নেতারা সখিপুর বাজার, উত্তর তারাবুনিয়া ও আশপাশের জনবহুল এলাকায় গণসংযোগ করেন। পথচলতি মানুষজনের হাতে লিফলেট তুলে দেন এবং তুলে ধরেন সংগঠনের লক্ষ্য ও কর্মসূচির কথা।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, “সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে জনগণের শক্তিকে ভিত্তি করে।
অর্থসংবাদ/কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
সমকামিতার অভিযোগে চাঁদপুরে দুই কিশোরী পুলিশে সোপর্দ

দুই ধর্মের দুই কিশোরীকে সমকামিতার অভিযোগে অভিভাবকরা পুলিশের হাতে সোপর্দ করেছে। (২৬ এপ্রিল) সকালে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে।
দুই কিশোরী হচ্ছে- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউসুফ মিয়ার মেয়ে রিতু (১৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার অনিল এর মেয়ে আরোহি (১৬)।
স্থানীয় সূত্র ও কিশোরীদের সাথে কথা বলে জানা গেছে, চলতি বছরের জানুয়ায়ি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয় ঘটে। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনেরভাব বিনিময় হয়। এক পর্যায়ে রিতু কয়েকদিন পূর্বে গোপালগঞ্জ আরোহির কাছে ছুটে যায়। সেখানে গিয়ে সে আরোহিকে নিয়ে তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলা বালিথুবা পশ্চিম ইউনিয়নে সকদিরামপুর গ্রামে শুক্রবার (২৫ এপ্রিল) চলে আসে।
চলতি মাসের ১৭ তারিখে মৌখিকভাবে পরিনয় সূত্রে তারা আবদ্ধ হয়েছে। তারা জানায়, ‘আমরা আবেগে নয়, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি।’ তবে তারা বিবাহ বন্ধনের কোন প্রমাণপত্র দেখাতে পারেনি।
এদিকে সমকামিতার ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার পর রিতুর পরিবার শনিবার (২৬ এপ্রিল) তারা নিজেরা আরোহি ও রিতুকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়ার জিডি মূলে পুলিশ তাকে উদ্ধার করে।
অর্থসংবাদ/কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ
রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালী উপজেলার পশ্চিম মনারটেকের বাসিন্দা নূর নাহার ও চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মাহমুদুর রহমান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপ সাথে সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতালের মর্গে পাঠানো হবে।