Connect with us

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেলো রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা

Published

on

খুলনা পাওয়ার

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এ যাবতকালের সকল রেকর্ড ভেঙে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। 

শনিবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। 

এর আগে সকাল ৭টায় সিন্দুক খোলার পর দীর্ঘ ৮ ঘণ্টা গণনা শেষে বিকেল ৫টায় মোট টাকার পরিমাণ জানা যায়। এ নিয়ে এই পর্যন্ত মোট দানের পরিমাণ দাঁড়াল ৮৯ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২৬৩ টাকা। যা স্থানীয় একটি ব্যাংকে জমা রয়েছে।

শনিবার ৪ মাস ১১ দিন পর ১১টি দানসিন্দুক খোলা হয়। পরে সকাল ৯টায় মসজিদের ২য় তলার মেজেতে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম। এর আগে ব্যাংকে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা জমা ছিল।

সিন্দুক খোলার পর সবার চক্ষু চড়কগাছ। সিন্দুক থেকে বের হয়ে আসে কাড়ি কাড়ি টাকা। বস্তার অংকে টাকার পরিমাণ দাড়ায় ২৮ বস্তা। গণনায় অংশ নেয় ২৪৭ জন শিক্ষার্থী, জেলা প্রশাসনের ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন শিক্ষক, ১৪ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ১০ জন আনসার সদস্য, ৮০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী। প্রতিবার তিন মাস পর পর খোলা হলেও এবার ৪ মাস ১১ দিন পর খোলা হয়েছে।

এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করে থাকেন। আর এই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দান করতে ছুটে আসেন। শুধু টাকা পয়সা না, এখানে টাকার পাশাপাশি সোনা-রুপার অলঙ্কারসহ বিদেশি মুদ্রাও দান করে থাকেন। প্রতিদিন বিপুল-সংখ্যক গবাদিপশু, হাঁস-মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করে লোকজন।

সিন্দুক খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন, মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া টাকা গুলো ব্যাংকে রাখা হয়। এবং সেখান থেকে যে লভ্যাংশ পাওয়া হয় তা দিয়ে এই অঞ্চলের মসজিদ-মাদ্রাসা উন্নয়নে ব্যয় করা হয়। একই সাথে জটিল ও কঠিন রোগে আক্রান্ত মানুষদের দরখাস্তের প্রেক্ষিতে যাচাই বাচাই শেষে আর্থিক অনুদান দেওয়া হয়। ইতোমধ্যে মসজিদ ঘিরে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং সেই দিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। ইসলামিক কমপ্লেক্স নির্মাণে প্রায় ১১৫/১২০ কোটি টাকা ব্যয় হতে পারে। যেখানে একসঙ্গে ৩০ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবে। থাকবে ইসলামি গবেষণা কেন্দ্র, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

তিনি আরও বলেন, গত ৩০ বছর যাবত এই মসজিদের কোনো খাজনা ও ভূমি কর দেওয়া হয়নি। গতমাসে তা দেওয়া হয়েছে। একই সাথে এই জায়গাটুকু পাগলা মসজিদের নামে নামজারি করা ছিল না। সেটিও করা হয়েছে। কিছু জায়গা রয়েছে পাগলা মসজিদের ভেতরে যেগুলো এখনও ব্যক্তি মালিকানাধীন রয়েছে যদি একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স করতে চাই তাহলে অবশ্যই এই জায়গাটুকু আমাদের আওতাভুক্ত আনতে হবে। তার জন্য ওয়াকফ বরাবর চিঠি লেখা হয়েছে। অনুমোদন পেলে জায়গা ক্রয় করে ইসলামিক কমপ্লেক্স স্থাপনের কাজ শুরু করা হবে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি

আ. লীগের নামে কোনো দল রাজনীতি করতে পারবে না: নুর

Published

on

খুলনা পাওয়ার

আওয়ামী লীগের নামে কোনো রাজনৈতিক দল গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শরীয়তপুরের সখিপুরে তারাবুনিয়ার ঐতিহাসিক মাটিতে প্রথমবারের মতো এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, “দেশে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই, ভোটাধিকার শুধু কাগজে-কলমে। জনগণের অধিকার হরণ করে আওয়ামী লীগ আজ ফ্যাসিবাদী একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। তবে সেই অবৈধ দুঃশাসনের অবসান হয়েছে।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগও নিষিদ্ধ হবে। গণঅধিকার পরিষদ জনগণের নেতৃত্বে এই দানবীয় দখলদারদের উৎখাত করবে।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি। একই মঞ্চ থেকে তিনি ঘোষণা দেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমরা একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে মাঠে আছি। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবো।”

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের মুখপাত্র ফারুক হাসান, ডা. শাহজালাল সাজু, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি, হাসান আল মামুন, বীন ইয়ামিন মোল্লা, মাহমুদ পারভেজ, নাজমুল হাসান, ওবায়দুল হোসেন শুভ এবং শাকিল সিকদার।

সমাবেশ শেষে নেতারা সখিপুর বাজার, উত্তর তারাবুনিয়া ও আশপাশের জনবহুল এলাকায় গণসংযোগ করেন। পথচলতি মানুষজনের হাতে লিফলেট তুলে দেন এবং তুলে ধরেন সংগঠনের লক্ষ্য ও কর্মসূচির কথা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, “সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে জনগণের শক্তিকে ভিত্তি করে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

সমকামিতার অভিযোগে চাঁদপুরে দুই কিশোরী পুলিশে সোপর্দ

Published

on

খুলনা পাওয়ার

দুই ধর্মের দুই কিশোরীকে সমকামিতার অভিযোগে অভিভাবকরা পুলিশের হাতে সোপর্দ করেছে। (২৬ এপ্রিল) সকালে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে।

দুই কিশোরী হচ্ছে- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউসুফ মিয়ার মেয়ে রিতু (১৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার অনিল এর মেয়ে আরোহি (১৬)।

স্থানীয় সূত্র ও কিশোরীদের সাথে কথা বলে জানা গেছে, চলতি বছরের জানুয়ায়ি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয় ঘটে। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনেরভাব বিনিময় হয়। এক পর্যায়ে রিতু কয়েকদিন পূর্বে গোপালগঞ্জ আরোহির কাছে ছুটে যায়। সেখানে গিয়ে সে আরোহিকে নিয়ে তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলা বালিথুবা পশ্চিম ইউনিয়নে সকদিরামপুর গ্রামে শুক্রবার (২৫ এপ্রিল) চলে আসে।

চলতি মাসের ১৭ তারিখে মৌখিকভাবে পরিনয় সূত্রে তারা আবদ্ধ হয়েছে। তারা জানায়, ‘আমরা আবেগে নয়, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি।’ তবে তারা বিবাহ বন্ধনের কোন প্রমাণপত্র দেখাতে পারেনি।

এদিকে সমকামিতার ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার পর রিতুর পরিবার শনিবার (২৬ এপ্রিল) তারা নিজেরা আরোহি ও রিতুকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়ার জিডি মূলে পুলিশ তাকে উদ্ধার করে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

Published

on

খুলনা পাওয়ার

রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালী উপজেলার পশ্চিম মনারটেকের বাসিন্দা নূর নাহার ও চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মাহমুদুর রহমান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপ সাথে সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

এসিএলের ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল

Published

on

খুলনা পাওয়ার

শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আসামী কান্দি মাঠ সংলগ্ন এলাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উত্তর তারাবুনিয়া প্রিমিয়ার লিগ (এসিএল) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫, সিজন-৬ এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ।

আসামী কান্দি ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব বনাম তারাবুনিয়া কিংস। টসে জিতে প্রথমে ব্যাট করে তারাবুনিয়া কিংস নির্ধারিত ১৫ ওভারে সংগ্রহ করে ১৩৮ রান। ফলে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। জবাবে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব ১৫ ওভার শেষে সংগ্রহ করে ১৩৪ রান। ফলে ৪ রানে জয়লাভ করে তারাবুনিয়া কিংস। ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন তারাবুনিয়া কিংসের হায়ার খেলোয়াড় সুমন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন আসামী। বিশেষ অতিথি হিসেবে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আ. হামিদ বকাউল, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন সরকার, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইমরান সরকার, বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বেপারী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল মাঝি, বিএনপির আহ্বায়ক আ. ছামাদ আসামী, ইউপি সদস্য সুমন বকাউল উপস্থিত ছিলেন।

পরিচালনায় ছিলেন সোলায়মান আসামী, মো. শাহীন আসামী, আবু বক্কর ছিদ্দিক, সালাউদ্দিন আসামী, আ. রহিম আসামী, মো. মাহফুজ আসামী, মো. নুরে আলম আসামী, মো. মাহিন আসামী ও আরিফ আসামী।

খেলায় আম্পায়ারিং করেন মোল্লা আবুল হোসেন ও ওসমান সরকার। ধারাভাষ্যকার ছিলেন হোসাইন মোহাম্মদ মিল্টন ঢালী, দেওয়ান শাহ জালাল, নাজমুল আহসান তাঁতী। স্কোরার আবু বক্কর রিয়াদ আসামী।

পুরো আয়োজন জুড়ে সার্বিক সহযোগিতায় ছিলেন আসামী বাড়ি যুব সংঘ। মাঠভর্তি দর্শকের উৎসাহ, উদ্দীপনা ও করতালির মাঝে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকরা রোমাঞ্চকর খেলা উপভোগ করেছেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

সারাদেশ

চাঁদপুরে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ শুরু শুক্রবার

Published

on

খুলনা পাওয়ার

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে। এই প্রশিক্ষণে সাংবাদিকতা পেশায় আগ্রহী নবীনদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী প্রশিক্ষক থাকবেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, দৈনিক যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও দৈনিক আমার দেশ পাঠক মেলা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. কাউছার আলম।

সপ্তাহে দুটি ক্লাস করে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ব্যাচে ১৬টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুসাদ্দেক আল আকিব।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

খুলনা পাওয়ার খুলনা পাওয়ার
পুঁজিবাজার16 minutes ago

মুনাফায় খুলনা পাওয়ার

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের...

খুলনা পাওয়ার খুলনা পাওয়ার
পুঁজিবাজার19 minutes ago

তাল্লু স্পিনিং মিলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত...

খুলনা পাওয়ার খুলনা পাওয়ার
পুঁজিবাজার26 minutes ago

ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য...

খুলনা পাওয়ার খুলনা পাওয়ার
পুঁজিবাজার38 minutes ago

লিগ্যাসি ফুটওয়্যারের লোকসান বেড়েছে ১১৪ শতাংশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের...

খুলনা পাওয়ার খুলনা পাওয়ার
পুঁজিবাজার54 minutes ago

ওইম্যাক্সের আয় কমেছে ৪৬ শতাংশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত...

খুলনা পাওয়ার খুলনা পাওয়ার
পুঁজিবাজার1 hour ago

বঙ্গজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-মার্চ’২৫)...

খুলনা পাওয়ার খুলনা পাওয়ার
পুঁজিবাজার2 hours ago

এমটিবির আয় কমেছে ১১ শতাংশ

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত...

Advertisement
Advertisement
AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
খুলনা পাওয়ার
জাতীয়8 minutes ago

আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা পাওয়ার
পুঁজিবাজার16 minutes ago

মুনাফায় খুলনা পাওয়ার

খুলনা পাওয়ার
পুঁজিবাজার19 minutes ago

তাল্লু স্পিনিং মিলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার26 minutes ago

ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা

খুলনা পাওয়ার
পুঁজিবাজার38 minutes ago

লিগ্যাসি ফুটওয়্যারের লোকসান বেড়েছে ১১৪ শতাংশ

খুলনা পাওয়ার
অর্থনীতি44 minutes ago

বসুন্ধরার চেয়ারম্যান পরিবারের ১৪৫৮ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার54 minutes ago

ওইম্যাক্সের আয় কমেছে ৪৬ শতাংশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার1 hour ago

বঙ্গজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার2 hours ago

এমটিবির আয় কমেছে ১১ শতাংশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার2 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস বেড়েছে

খুলনা পাওয়ার
জাতীয়8 minutes ago

আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা পাওয়ার
পুঁজিবাজার16 minutes ago

মুনাফায় খুলনা পাওয়ার

খুলনা পাওয়ার
পুঁজিবাজার19 minutes ago

তাল্লু স্পিনিং মিলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার26 minutes ago

ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা

খুলনা পাওয়ার
পুঁজিবাজার38 minutes ago

লিগ্যাসি ফুটওয়্যারের লোকসান বেড়েছে ১১৪ শতাংশ

খুলনা পাওয়ার
অর্থনীতি44 minutes ago

বসুন্ধরার চেয়ারম্যান পরিবারের ১৪৫৮ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার54 minutes ago

ওইম্যাক্সের আয় কমেছে ৪৬ শতাংশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার1 hour ago

বঙ্গজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার2 hours ago

এমটিবির আয় কমেছে ১১ শতাংশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার2 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস বেড়েছে

খুলনা পাওয়ার
জাতীয়8 minutes ago

আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা পাওয়ার
পুঁজিবাজার16 minutes ago

মুনাফায় খুলনা পাওয়ার

খুলনা পাওয়ার
পুঁজিবাজার19 minutes ago

তাল্লু স্পিনিং মিলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার26 minutes ago

ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা

খুলনা পাওয়ার
পুঁজিবাজার38 minutes ago

লিগ্যাসি ফুটওয়্যারের লোকসান বেড়েছে ১১৪ শতাংশ

খুলনা পাওয়ার
অর্থনীতি44 minutes ago

বসুন্ধরার চেয়ারম্যান পরিবারের ১৪৫৮ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার54 minutes ago

ওইম্যাক্সের আয় কমেছে ৪৬ শতাংশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার1 hour ago

বঙ্গজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার2 hours ago

এমটিবির আয় কমেছে ১১ শতাংশ

খুলনা পাওয়ার
পুঁজিবাজার2 hours ago

মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস বেড়েছে