Connect with us

মত দ্বিমত

ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ মূলত আমেরিকার-প্যালেস্টাইন যুদ্ধ

Published

on

পুঁজিবাজার

প্রথমেই বলে রাখি, ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ফেডারেল রিজার্ভ এর রথচাইল্ড পরিবারের ইন্টারেস্টে এই ‘প্রক্সি রাষ্ট্র’-টির জন্ম দেয় ব্রিটেন এবং পরবর্তীতে এটি মেইনটেইন করে যুক্তরাষ্ট্র। দিনশেষে এটি আমেরিকার প্রক্সি কান্ট্রি।

তার মানে, ইসরায়েল- প্যালেস্টাইন যুদ্ধ মূলত আমেরিকার-প্যালেস্টাইন যুদ্ধ। ইসরায়েল আমেরিকার প্রক্সি কেবল, এর বাইরে কিছুই না। আর আমেরিকা বলতে সেই ফেডারেল রিজার্ভ, সেই রথচাইল্ড ফ্যামিলি।

উত্তর কোরিয়া, ইরান, ভেনিজুয়েলা বাদে পৃথিবীর সব দেশই ফেডারেল রিজার্ভ এর ক্লায়েন্ট (বাংলাদেশ তো বটেই)। এর মাধ্যমে পৃথিবীর প্রায় সব দেশের সম্পদই তাদের দ্বারা নিয়ন্ত্রিত, প্রভাবিত। আইকিউ ইরাক ২০০০ সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল, সাদ্দামের অবস্থা আপনারা জানেন।লিবিয়া ২০০৯ সালে ফেডারেল রিজার্ভ এ তাদের মজুত সব স্বর্ণ দেশে নিয়ে আসতে চেয়েছিল। গাদ্দাফি এবং লিবিয়া শেষ। সিরিয়া ২০০৬ এ ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চায়। সিরিয়াকে টুকরো টুকরো করে ফেলা হয়। আসাদকে পালাতে হয় এই সময়ে এসে আমেরিকা স্পন্সর্ড জিহাদের মাধ্যমে।

ইরান এর বিরুদ্ধে সরাসরি সামরিক লড়াইতে না গেলেও সারা পৃথিবী থেকে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

বাইরে বাইরে অনেক কারণ বললেও মূলত ফেডারেল রিজার্ভ থেকে যারাই বের হতে চেয়ে ছিল, তাদের সাথেই যুদ্ধ করেছে আমেরিকা। এটাই কী পয়েন্ট! এখন কথা হচ্ছে, এই ফেডারেল রিজার্ভ কে শক্তিশালী করলো কারা? নবীর দেশ মক্কা মদীনার ভুমির রাজা (যদিও ইসলামে রাজতন্ত্র হারাম) সৌদ পরিবার। তা কিভাবে? পেট্রো ডলার চুক্তি।

এটি কি? বলছি।
পেট্রো ডলার চুক্তি (Petrodollar Agreement) মূলত এমন একটি অর্থনৈতিক এবং কূটনৈতিক চুক্তির ভিত্তিতে গঠিত, যার মাধ্যমে বিশ্বের তেলের বাজারে মার্কিন ডলারকে লেনদেনের প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৪ সালে ব্রেটন উডস সিস্টেম চালু হয়, যেখানে মার্কিন ডলার ছিল গোল্ডের সঙ্গে লিঙ্কড এবং বিশ্ব বাণিজ্যের রিজার্ভ কারেন্সি। কিন্তু ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন “Gold Standard” বাতিল করেন। ফলে ডলার আর স্বর্ণের সঙ্গে সম্পর্কিত থাকলো না। এতে ডলারের উপর আস্থা কমে যায়, এবং মার্কিন অর্থনীতি চাপে পড়ে।

১৯৭৩ সালে মধ্যপ্রাচ্যে Yom Kippur War এবং OPEC-এর তেল নিষেধাজ্ঞা বিশ্বে তেল সংকট তৈরি করে। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এর মধ্যে গোপন চুক্তি হয় ১৯৭৪ সালে। চুক্তির মূল পয়েন্ট হচ্ছে সৌদি আরব ও OPEC দেশগুলো তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করবে। বিনিময়ে, যুক্তরাষ্ট্র সৌদি রাজপরিবারকে সামরিক ও রাজনৈতিকভাবে নিরাপত্তা দেবে। এবং সৌদির তেল আয়ের একটি বড় অংশ আবার মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ হবে (বিশেষ করে U.S. Treasury bonds)। বিশ্বব্যাপী দেশগুলোকে তেল কেনার জন্য মার্কিন ডলার জোগাড় করতে হতো। ফলে ডলারের উপর নির্ভরতা বাড়ে। যুক্তরাষ্ট্র তার মুদ্রা ছাপিয়েও বিশ্ববাজারে শক্তিশালী থাকতে পারে — একে বলা হয় “𝑫𝒐𝒍𝒍𝒂𝒓 𝑯𝒆𝒈𝒆𝒎𝒐𝒏𝒚”। এই 𝑫𝒐𝒍𝒍𝒂𝒓 𝑯𝒆𝒈𝒆𝒎𝒐𝒏𝒚 ই আমেরিকাকে সুপার পাওয়ার বানিয়েছে, যা বানিয়েছে মূলত মক্কা মদিনার দেশের রাজপরিবার।

মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে যে “নিরাপত্তা” দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পেট্রো ডলার চুক্তির অংশ হিসেবে, তার মাধ্যমে আমেরিকা মূলত এই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে সৌদি প্যানেল মুসলিম দেশগুলোর (সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, কুয়েত ও ওমান) এবং তুরস্ক এলাকায় নিয়োজিত আছে কমপক্ষে ৪৫,০০০ আমেরিকান সেনা। শুধু তাই নয়, এই অঞ্চলের সকল সেনাবাহিনী মূলত আমেরিকা নিয়ন্ত্রিত। এই অঞ্ছলের এয়ার বেস, নেভাল বেস, রাডার গুলো এর পজিশন সংযুক্ত ছবিতে দেয়া আছে।

এত কিছু কেন বললাম? শত্রু দেশের সামরিক স্থাপনা নিজের ভেতর রেখে আপনারা কিভাবে প্যালেস্টাইনকে বাঁচাবেন? শত্রু দেশের মিলিটারি বেস দেশের ভেতরে রেখে কোকাকোলা বয়কটের কর্মসূচী হাস্যকর লাগে না? যুদ্ধ করতে চাইলে আগে যুদ্ধ করতে হবে এই আরবদের সাথে। এরাই ইসরায়েল এর শক্তি, এরাই আমেরিকার শক্তি। প্যালেস্টাইনীদের রক্তের দায় ইসরায়েল কিংবা আমেরিকার চেয়ে এই আরব গাদ্দার দের অনেক বেশী। এরা আবার অনেক নামাজ পড়ে, রোজা রাখে, ধর্মের বাণী শোনায়। আর অপেক্ষায় আছে একটা আমেরিকান স্পন্সর্ড জেহাদ এর।

এই আরব দেশগুলোই মূল শয়তান। এতো এতো নবী এসেও এদের ঠিক করা গেলো না। আপনারা যখন এদের কাছেই সাহায্য চান, তখন আমার হাসি পায়। বোমার আঘাতে প্যালেস্টাইনী শিশুর ছিন্ন মাথা দেখে কান্নাও পায়।

লেখক: ইঞ্জিনিয়ার এম এ মোহিমেন তানিম, এসএসবিবি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মত দ্বিমত

বাংলাদেশ: বিদেশি গোয়েন্দা প্রভাব, দুর্নীতি ও আসন্ন বিপর্যয়

Published

on

পুঁজিবাজার

বাংলাদেশ এক গভীর সংকটের সম্মুখীন। রাষ্ট্রের প্রতিটি স্তরে ভারতের গোয়েন্দা সংস্থা “র” (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর অনুপ্রবেশ এখন স্পষ্ট। শেখ হাসিনা সরকারের শাসনামলে এই সংস্থাটি বাংলাদেশের নীতিনির্ধারণী কাঠামোয় সরাসরি হস্তক্ষেপ করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকি।

শুধু প্রশাসন নয়, প্রতিরক্ষা, অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা—সব জায়গায় ভারতের প্রভাব বাড়ানোর নীলনকশা বাস্তবায়ন করা হয়েছে। বহু প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের ভারতীয় প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যেন তারা “সঠিক” পথে চলেন। পদোন্নতির শর্ত হিসেবে এই প্রশিক্ষণকে ব্যবহার করা হয়েছে, যা স্পষ্টতই বাংলাদেশকে পরনির্ভরশীল ও নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র।

দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে “র”-এর প্রভাব

সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি আজ এমন এক স্তরে পৌঁছেছে, যেখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত স্বাধীনভাবে গ্রহণ করা প্রায় অসম্ভব।
• বাংলাদেশের অর্থনৈতিক নীতিগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেন একটি নির্দিষ্ট বিদেশি শক্তির স্বার্থ রক্ষা হয়।
• উন্নয়ন প্রকল্পগুলোতে কারা কাজ পাবে, কোন খাতকে গুরুত্ব দেওয়া হবে—এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থের বদলে বৈদেশিক হস্তক্ষেপই প্রভাবশালী হয়ে উঠেছে।
• প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতেও ভারতের উপস্থিতি নীতি-নির্ধারণের ওপর ছায়ার মতো পড়েছে।

এই বাস্তবতায় দেশ কেবল রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে।

নির্বাচনী উন্মাদনা: দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র?

এমন এক সময়ে, যখন রাষ্ট্র দুর্নীতির বেড়াজালে বন্দি এবং বিদেশি প্রভাবের শৃঙ্খলে আটকে গেছে, তখন হঠাৎ কিছু রাজনৈতিক শক্তি নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে। প্রশ্ন হচ্ছে—

এরা কি ভারতের স্বার্থ রক্ষা করতে চায়, নাকি দুর্নীতির নতুন এক পর্ব শুরু করতে চায়?

যারা আজ জনমতের তোয়াক্কা না করে একটি তড়িঘড়ি নির্বাচন আয়োজনের জন্য লড়ছে, তারা কি সত্যিই দেশকে বাঁচাতে চায়? নাকি তারা বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে আরও বড় দুর্নীতির চক্র তৈরি করতে চাইছে? যদি তারা দেশপ্রেমিক হয়ে থাকে, তবে তাদের প্রথম কাজ হওয়া উচিত রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা পুনরুদ্ধার করা।

বর্তমান পরিস্থিতিতে ভুল পদক্ষেপ নিলে বাংলাদেশ একটি রাষ্ট্রীয় বিপর্যয়ের দিকে ধাবিত হবে। এটি হবে মায়ানমার বা থাইল্যান্ডের সম্প্রতি ধসে পড়া ভবনের মতো—একটি দুর্বল কাঠামো যা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে।

ড. ইউনূস: কূটনৈতিক শক্তির সঠিক ব্যবহার প্রয়োজন

এমন সংকটে ড. মুহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বকে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
• তিনি বিশ্বজুড়ে গ্রহণযোগ্য এবং সম্মানিত একজন ব্যক্তি, যার সঙ্গে আন্তর্জাতিক কূটনীতির সংযোগ রয়েছে।
• তার অবস্থান ও নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশকে “র”-এর প্রভাবমুক্ত করার একটি কৌশলগত উদ্যোগ নেওয়া সম্ভব।
• দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য অর্থনৈতিক ও প্রশাসনিক খাতকে পুনর্গঠন করতে হবে, যাতে বিদেশি নিয়ন্ত্রণ দুর্বল হয়।

প্রথমে মুক্তি, তারপর নির্বাচন

বাংলাদেশের সমস্যা এখন কে ক্ষমতায় আসবে, সেটি নয়। আসল সংকট হলো—রাষ্ট্র কি আদৌ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে?

নির্বাচন তখনই অর্থবহ হবে, যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে দেশীয় স্বার্থে কাজ করবে। তাই, প্রথমে “র”-এর প্রভাবমুক্ত হওয়া এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল করা প্রয়োজন। এরপরই গণতন্ত্রের কথা বলা যেতে পারে।

আশার বাণী: বাংলাদেশ এখনো জাগতে পারে

এই সংকটময় পরিস্থিতিতেও বাংলাদেশ সম্পূর্ণভাবে পরাজিত হয়নি। ইতিহাস সাক্ষী, যখনই দেশ বড় সংকটের সম্মুখীন হয়েছে, তখন জনগণের প্রতিরোধ ও সচেতনতা সেই সংকটকে অতিক্রম করেছে।

✅ সত্যের পক্ষে দাঁড়ানো এখন সময়ের দাবি।
✅ দেশপ্রেমিক ও নৈতিক নেতৃত্বকে সমর্থন দেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
✅ বিদেশি নিয়ন্ত্রণ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বাংলাদেশ বাঁচবে না।

এখনো সময় আছে। যদি জনগণ সচেতন হয়, যদি সঠিক নেতৃত্ব দেশকে মুক্ত করার জন্য এগিয়ে আসে, তবে বাংলাদেশ আবারো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

রহমান মৃধা, গবেষক ও লেখক
(সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন)

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

মত দ্বিমত

ইউক্রেনের মতো বাংলাদেশও কি এক নতুন যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে?

Published

on

পুঁজিবাজার

ভূমিকা: সংকটের মূল কারণ কী?
বাংলাদেশ এখন এক ভয়ংকর রাজনৈতিক ও ভূরাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে।
•শেখ হাসিনার একদলীয় শাসনামলে ভারত তার প্রভাব নিশ্চিত করেছিল।
•কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভারত সেই নিয়ন্ত্রণ হারাচ্ছে।
•বিএনপি ও অন্যান্য দল নির্বাচনী সরকারের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
•দেশের ভেতরে অরাজকতা বেড়েছে, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ আকার নিয়েছে।
এই অস্থিরতার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ভারত তার রাজনৈতিক প্রভাব হারানোর আতঙ্কে আছে, এবং সেটিই বর্তমান সংকটকে আরও ঘনীভূত করছে।

১. ভারত কেন এই পরিস্থিতিতে নার্ভাস?
ভারত সবসময় বাংলাদেশকে নিজের কৌশলগত বলয়ে রাখতে চেয়েছে।
•শেখ হাসিনার শাসনে ভারত সরাসরি রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পেয়েছে।
•নির্বাচন, নিরাপত্তা, পররাষ্ট্রনীতি—সবখানে ভারতের আধিপত্য ছিল।
•কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভারত সরাসরি নিয়ন্ত্রণ হারিয়েছে।
•বাংলাদেশ যদি আওয়ামী লীগ-বিহীন নির্বাচনী সরকারের অধীনে শক্তিশালী সরকার গঠন করে, সেটি ভারতের জন্য হুমকি।
ভারত এখন মরিয়া হয়ে চেষ্টা করছে বাংলাদেশে নিজের প্রভাব ফেরাতে, এবং সেটি করছে রাজনৈতিক ও কূটনৈতিক চাল দিয়ে।

২. নির্বাচনী সরকারের দাবি ও সহিংসতা: কারা লাভবান হবে?
বিএনপি ও অন্যান্য বিরোধী দল একটি নিরপেক্ষ নির্বাচনী সরকারের দাবি করছে।
•শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটি কখনো মেনে নেয়নি।
•কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার থাকায় ভারতীয় প্রভাব কমে গেছে, আর সেই সুযোগে বিরোধীরা শক্তি বাড়াচ্ছে।

কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাতের আসল লাভবান কে?
•বিএনপি কি আদৌ ক্ষমতায় আসতে পারবে, নাকি শুধু পরিস্থিতি ঘোলাটে করছে?
•ভারত কি এই সুযোগে হস্তক্ষেপের নতুন অজুহাত তৈরি করছে?
•চীন কি এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে বাংলাদেশে নতুন খেলায় নামছে?
এই উত্তেজনা যদি আরও বাড়তে থাকে, তাহলে দেশ গৃহযুদ্ধের পথে চলে যেতে পারে।

৩. দুর্নীতি ও রাজনৈতিক দলগুলোর আত্মকেন্দ্রিকতা: সংকট আরও ঘনীভূত হচ্ছে
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো দেশের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।
•বিএনপি ও অন্যান্য দল একটি স্থায়ী সমাধানের বদলে ক্ষমতার লড়াই চালিয়ে যাচ্ছে।
•রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে জনগণের সংকটকে আরও গভীর করছে।
•এই রাজনৈতিক বিভক্তি দেশের ভাবমূর্তি নষ্ট করছে, আর দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে।
দেশের এই ভয়াবহ সংকটেও কোনো দলই সত্যিকারের সমঝোতার জন্য এগিয়ে আসছে না।
ক্ষমতা দখলের লড়াইয়ে দেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে, যেখানে আন্তর্জাতিক শক্তিগুলো সুযোগ নিচ্ছে।

৪. ভারত-চীন প্রতিযোগিতা: বাংলাদেশ এখন ভূরাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে
ভারতের মাথাব্যথার মূল কারণ:
•বাংলাদেশে যদি আওয়ামী লীগ-বিহীন নির্বাচনী সরকারের অধীনে স্বাধীন সরকার আসে, তাহলে সেটি ভারতের স্বার্থ রক্ষা নাও করতে পারে।
•শেখ হাসিনার অধীনে ভারতীয় স্বার্থ অক্ষুণ্ন ছিল, কিন্তু এখন সেটি অনিশ্চিত।
•ফলে ভারত যেকোনো মূল্যে বাংলাদেশে নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে।

চীনের কৌশল:
•ভারতীয় প্রভাব কমায় চীন এই সুযোগ কাজে লাগাতে চাইছে।
•বাংলাদেশে নতুন ঋণ সুবিধা, সামরিক সহায়তা ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করছে।
•চীন চাইবে ভারতের আধিপত্য পুরোপুরি দুর্বল করতে।
ফলাফল: বাংলাদেশ দুই পরাশক্তির লড়াইয়ে আটকে গেছে। যদি ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে এটি নতুন প্রক্সি যুদ্ধের ময়দানে পরিণত হবে।

৫. সেভেন সিস্টার ও আঞ্চলিক সংকট: নতুন সংঘাতের ইঙ্গিত?
বাংলাদেশে রাজনৈতিক সংকট বাড়লে ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও অস্থিরতা বাড়তে পারে।
•বাংলাদেশ থেকে অভিবাসনের ঢল নামতে পারে।
•ভারতে বিজেপি সরকার এটি হিন্দু-মুসলিম ইস্যুতে রূপান্তর করতে পারে।
•শরণার্থী সংকট ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ করতে পারে।
এর পাশাপাশি, উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোও সক্রিয় হয়ে উঠতে পারে।
ভারত যদি মনে করে বাংলাদেশে তাদের স্বার্থ হুমকির মুখে পড়েছে, তাহলে তারা সামরিক পদক্ষেপ নিতে পারে।

৬. অর্থনৈতিক ও সামরিক বাস্তবতা: কী হতে যাচ্ছে?
বাংলাদেশ এখন তীব্র অর্থনৈতিক সংকটে।
•ডলার সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, বিনিয়োগ কমে যাওয়ার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
•সরকার অর্থনৈতিক সংকট সামাল না দিয়ে সামরিক প্রতিযোগিতায় মেতেছে।
•চীনের কাছ থেকে নতুন সামরিক সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্তে ভারত আরও ক্ষুব্ধ।
এটি যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশ অর্থনৈতিক ও সামরিকভাবে পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়বে।

উপসংহার: বাংলাদেশ কি নতুন ইউক্রেনের পথে?
বর্তমান বাস্তবতা দেখে মনে হচ্ছে, বাংলাদেশ একটি মারাত্মক রাজনৈতিক ও ভূরাজনৈতিক ফাঁদে আটকে গেছে।
•শেখ হাসিনার শাসনামলে ভারতীয় আধিপত্য ছিল নিশ্চিত, এখন সেটি দুর্বল হয়েছে।
•ভারতের হস্তক্ষেপের সুযোগ কমায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আরও অস্থিতিশীল হয়েছে।
•চীন ও ভারত নতুন করে বাংলাদেশকে নিজেদের বলয়ে টানতে চাইছে, এবং এটি ভয়ংকর সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
•পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
•রাশিয়া বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সম্পর্ক জোরদার করতে চাইছে, যা পশ্চিমাদের দৃষ্টিতে উদ্বেগের কারণ।
যদি বাংলাদেশ ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে এটি প্রক্সি যুদ্ধের নতুন ময়দান হবে।
যদি ভারতীয় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা হয়, তাহলে স্বাধীন নীতিনির্ধারণের সুযোগ নষ্ট হবে।
যদি চীন অতিরিক্ত প্রভাব বিস্তার করে, তাহলে ভারত প্রতিক্রিয়া দেখাবে, যা আরও বিপজ্জনক হতে পারে।
যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে কঠোর হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে।

বাংলাদেশের কৌশল কী হওয়া উচিত?
বাংলাদেশ যদি একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, তাহলে তাকে কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে:
•ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে, যাতে কোনো একটি শক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি না হয়।
•যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু তাদের অতিরিক্ত রাজনৈতিক হস্তক্ষেপ রোধ করতে হবে।
•রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে অংশীদারিত্ব গড়ে তুলতে হবে, তবে তা যেন পশ্চিমাদের উসকে না দেয়।
•অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুমুখী বাণিজ্য কৌশল গ্রহণ করতে হবে।
•রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ও দেশপ্রেমিক মনোভাব গ্রহণ করতে হবে, যাতে জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখা হয়।

বাংলাদেশের মূল সমস্যা: দুর্নীতি, দারিদ্র্য ও শিক্ষা খাতের অবক্ষয়
একটি স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য সর্বপ্রথম দুর্নীতি নির্মূল করা জরুরি।
•বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার মূল শত্রু হলো দুর্নীতি, যা দেশের সম্পদ লুটপাট করছে।
•রাজনৈতিক দলগুলো কেবল নিজেদের ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, কিন্তু দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার করছে না।
•দেশকে দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত করতে হলে অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, যাতে জনগণের সম্পদ লুটপাটের বদলে সঠিকভাবে বিনিয়োগ হয়।
•শিক্ষা খাতের অবক্ষয় থামিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ শিক্ষাই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।
যদি রাজনৈতিক দলগুলো স্বার্থপরতা ত্যাগ না করে, তাহলে বাংলাদেশ কখনোই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না।
জাতীয় ঐক্য, সুশাসন ও অর্থনৈতিক স্বচ্ছতা ছাড়া দেশ একটি গভীর খাদের দিকে ধাবিত হবে।

তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী?
বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে:
•বাংলাদেশ কি নতুন ইউক্রেন হবে, নাকি সময় থাকতেই নিজেদের রক্ষা করতে পারবে?
•সরকার কি সঠিক রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে, নাকি ভুল পথে হাঁটবে?
•ভারত-চীন প্রতিযোগিতার মাঝে বাংলাদেশ কি নিজেদের স্বাধীনতা বজায় রাখতে পারবে?
•পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক কেমন হবে?
যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বাংলাদেশ আরেকটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, যা ইতিহাসে একটি নতুন রাজনৈতিক বিপর্যয় হিসেবে লেখা থাকবে।
যদি বাংলাদেশ বিচক্ষণ পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারে, তাহলে এটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিতে পরিণত হতে পারে।
কিন্তু এর জন্য প্রয়োজন স্বচ্ছ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

মত দ্বিমত

যুদ্ধের মাঝে ঈদ উদযাপন ও মানবিক সহায়তার এক অনন্য গল্প

Published

on

পুঁজিবাজার

ঈদ শুধু একটি উৎসব নয়, এটি এক অনুভূতি-আনন্দ, ভালোবাসা, এবং একে অপরের প্রতি সহানুভূতির প্রতীক। তবে, যখন পুরো বিশ্বে যুদ্ধ চলছে, মানুষের জীবন কঠিন সংগ্রামে কাটছে, তখন ঈদের আনন্দ কোথায় খুঁজে পাওয়া যাবে? এমন এক সময়ে, যখন অনেকেই এক মুঠো খাবারের জন্য সংগ্রাম করছে, তখন কীভাবে ঈদ উদযাপন হবে? কিন্তু, যদি আমরা আমাদের মানবিকতা দেখাই, যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, তবে ঈদ শুধু খাবার আর পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং, তা মানবতার জয় এবং আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠবে।

আমার ছোটবেলার ঈদ ছিল খুবই সাদাসিধে। বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে ঈদের দিনটি ছিল আনন্দের একটি নিরবচ্ছিন্ন উৎসব। প্রবাসে থেকেও, ঈদের দিনটি ছিল একান্তভাবে পরিবারের সঙ্গে কাটানো একটি আবেগঘন মুহূর্ত। তবে এবারের রমজান মাসটি ছিল একটু ভিন্ন—বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ চলছে, মানুষের জীবনে অস্থিরতা ও দুঃখের ছাপ পড়েছে। এমন এক পরিস্থিতিতে, আমাদের কি ঈদ উদযাপন করা উচিত? আমাদের চারপাশে অসংখ্য মানুষের কষ্টের গল্প, সংগ্রামের মাঝে ঈদের আনন্দ কীভাবে সম্ভব?

রমজানের শুরুতেই ফেসবুকে একটি পোস্ট চোখে পড়লো যা আমার মনে গভীর প্রভাব ফেললো। সেখানে লেখা ছিল, “অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুকছে হার্ট ছিদ্র মেহজাবিন!” মেহজাবিনের জীবন ছিল এক অন্ধকার পথে হেঁটে চলা। জন্ম থেকেই তার হার্টে দুটি ছিদ্র ছিল, যা ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট নামে পরিচিত। ছোট্ট মেহজাবিনের জীবনের শুরুতেই ঘটে যায় এক অদম্য যুদ্ধ। তার বাবা-মা, যারা একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন, তাদের একমাত্র আয়ে কোনোমতে সংসার চলে। তবে মেহজাবিনের চিকিৎসার জন্য যে বিশাল অর্থের প্রয়োজন ছিল, তা তাদের জন্য ছিল এক অসীম দূরত্ব।

মেহজাবিনের বাবা-মা প্রায় তিন বছর ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চালিয়ে গেছেন, কিন্তু অর্থের অভাবে তার হার্টের অপারেশন করা সম্ভব হয়নি। অনেক দিন ধরে চিকিৎসার পর একটি ছিদ্র সেরে গেলেও, আরেকটি ছিদ্র বন্ধ করা সম্ভব হয়নি, এবং তা ছিল জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না—তারা পুরো পৃথিবীকে একে অপরের সহায়তার জন্য ডাকছিলেন। এরই মধ্যে আমার এলাকার এক ছোট ভাই, শাহজাহান মিয়া, সে সব সময় আমার নানা ধরনের মানবিক কাজে সহযোগিতা করে থাকে। সে একজন মানবিক কর্মী, ফেসবুকে পোস্টটি শেয়ার করেছিল, যা আমার মনকে গভীরভাবে নাড়িয়ে দিল।

তখনই আমি অনুভব করলাম, প্রতি বছরের মতো এ ঈদেও যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু করতে পারি, তবে এই অসহায় পরিবারকে সাহায্য করা আমাদের কর্তব্য হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায়, আমি দ্রুত ফোন করলাম আমার বন্ধু—ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুলকে। কয়েক মিনিটের মধ্যে, আরেক বন্ধু, মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকার পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট) আমাদের পাশে এসে দাঁড়ালেন। তার সহায়তায় মুলত মেহজাবিনের চিকিৎসা শুরু হলো।

এভাবেই আমরা তিন বন্ধু-শাহরিয়ার, নাজমুল, এবং আমি—আলহামদুলিল্লাহ, আমাদের সহযোগিতার মাধ্যমে মেহজাবিনের অপারেশন সফল করতে সক্ষম হলাম। তার হার্টের ছিদ্র বন্ধ হয়ে গেল এবং সে এখন সুস্থ। ঈদের ঠিক আগেই, আমাদের হৃদয়ে এক অদ্ভুত আনন্দ সৃষ্টি হলো, যা আসল ঈদ উদযাপনের অনুপম এক উদাহরণ হয়ে উঠল। এই অনুভূতিটি ছিল কেবল আনন্দের নয়, বরং এটি মানবতার জয় ছিল। ঈদের প্রকৃত আনন্দ তখনই আসে যখন আমরা একে অপরকে সহায়তা করি এবং মানবিকতা ও ভালোবাসার মাধ্যমে সমাজের কল্যাণে অংশ নিই।

আমার পরিবার, শাহীন, মান্নান ভাই, আমার সহধর্মিণী এবং জুলফিকার সহ যাঁরা নানা উপায়ে সাহায্যের হাত বাড়িয়েছেন, তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। ঈদের এই শুভ সময় আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে সত্যিকারের রমজান এবং ঈদ উদযাপন করার সুযোগ পেয়েছি—এবং এটাই ছিল ঈদের প্রকৃত মানে। যে ঈদ শুধু রোজা, খাবার ও পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রমজান একে অপরকে সাহায্য করার, ভালোবাসা দেখানোর এবং মানবতার পথে চলার সঠিক শিক্ষা দেয়।

এই রমজান মাসটি আমাদের জন্য নতুন এক শিক্ষা নিয়ে এসেছে—যখন আমরা একসাথে কাজ করতে পেরেছি, আমাদের মধ্যে কেবল ঈদের আনন্দই সৃষ্টি হয় নি, বরং একত্রিতভাবে আমরা পৃথিবীটিকে একটু সুন্দর এবং মানবিক করে তুলতে পেরেছি। মানবতা কখনো হারিয়ে যায় না—এটা আমাদের সবার জন্য একটি অমূল্য শিক্ষা, যা এবারের ঈদও আমাদের শিখিয়েছে।

যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, ঈদের প্রকৃত অর্থ কখনো বদলে যাবে না। ঈদ হবে সেই সময় যখন আমরা একে অপরকে সাহায্য করব, ভালোবাসা দেখাবো এবং মানবতার পথে চলবো। আসুন, ঈদের এই মুহূর্তে আমরা সবাই মিলে নিজেদের কর্তব্য পালন করি, যাতে প্রকৃত ঈদের আনন্দ আসে—এবং এটি শুধু আমাদের পরিবার, বন্ধুদের জন্য নয়, বরং সেই সব অসহায় মানুষের জন্য, যারা আমাদের সহায়তা চেয়েছে। আল্লাহ আমাদের সহায় হোন।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

মত দ্বিমত

জাতিসংঘের মহাসচিব হিসেবে ড. মুহাম্মদ ইউনূস: যোগ্যতা, সম্ভাবনা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা

Published

on

পুঁজিবাজার

জাতিসংঘের মহাসচিব এমন একজন নেতা, যিনি কেবল একটি সংস্থা পরিচালনা করেন না, বরং বৈশ্বিক শান্তি, মানবিক মূল্যবোধ এবং ন্যায়বিচারের প্রতীক হিসেবে কাজ করেন। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে ড. মুহাম্মদ ইউনূস নিঃসন্দেহে সেই ব্যক্তি, যিনি তার কাজ ও দর্শনের মাধ্যমে বহু আগেই বিশ্ববাসীর আস্থা অর্জন করেছেন। তিনি এমন একজন নেতা, যিনি ক্ষমতা নয়, মানুষের কল্যাণকেই সর্বোচ্চ স্থান দিয়েছেন।

বিশ্ব আজ গভীর সংকটে নিমজ্জিত। যুদ্ধ, দারিদ্র্য, বৈষম্য, জলবায়ু পরিবর্তন, শরণার্থী সমস্যা এবং দুর্নীতির করাল গ্রাসে বিপর্যস্ত মানবসভ্যতা। জাতিসংঘের মতো সংস্থার প্রয়োজন কখনো এত তীব্রভাবে অনুভূত হয়নি। কিন্তু এই সংস্থার কার্যকারিতা এখন প্রশ্নবিদ্ধ—অর্থবিত্ত, রাজনীতি ও ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে এটি তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। জাতিসংঘকে যদি তার প্রকৃত দায়িত্বে ফিরিয়ে আনা হয়, তবে এমন একজন নেতার প্রয়োজন, যিনি দূরদর্শী, নিরপেক্ষ, মানবিক এবং সিদ্ধান্ত গ্রহণে সাহসী। ড. মুহাম্মদ ইউনূস সেই নেতা।

তিনি শুধু একজন নোবেল বিজয়ী নন, বরং দারিদ্র্য বিমোচনের একটি নতুন দর্শন প্রতিষ্ঠার কারিগর। ক্ষুদ্রঋণের মাধ্যমে তিনি বিশ্বকে দেখিয়েছেন, কেবল দাতা সংস্থা বা সরকারি উদ্যোগই নয়, বরং সাধারণ মানুষও নিজেদের ভাগ্য গড়ে নিতে পারে যদি তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। তিনি এমন এক বিশ্ব কল্পনা করেন, যেখানে কেউ দারিদ্র্যের অভিশাপে জর্জরিত থাকবে না। জাতিসংঘের মহাসচিব হিসেবে তিনি এই দর্শনকে আরও বিস্তৃত পরিসরে প্রয়োগ করতে পারেন, যেখানে অর্থনৈতিক অসমতা হ্রাস, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এবং দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন হবে বৈশ্বিক উন্নয়নের মূল চালিকাশক্তি।

তার সবচেয়ে বড় শক্তি হলো তিনি মানুষকে বিশ্বাস করেন, এবং মানুষ তাকে বিশ্বাস করে। রাষ্ট্রনেতারা তাকে সম্মান করেন, সাধারণ মানুষ তার কথায় আশার আলো দেখতে পান। তার প্রতি এই বিশ্বাস শুধু তার কাজের ফল নয়, বরং তার সততা, নৈতিকতা এবং গভীর মানবিক মূল্যবোধের পরিচায়ক। তিনি কখনো ক্ষমতার মোহে পরিচালিত হননি, বরং ন্যায়বিচার, মানবাধিকার ও শান্তিকেই তার প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন।

কূটনৈতিক দক্ষতার দিক থেকে তিনি অনন্য। তিনি কখনো আগ্রাসী নন, কিন্তু তার উপস্থিতিই সমস্যার সমাধানের পথ খুলে দেয়। কল্পনা করুন, সিরিয়া বা গাজার কোনো শরণার্থী শিবিরে তিনি যখন প্রবেশ করবেন, তখন কী হবে? মানুষ তাকে কেবল একজন নেতা হিসেবে নয়, বরং একজন সহমর্মী, এক আশার প্রতীক হিসেবে দেখবে। আফ্রিকার কোনো খরাক্রান্ত গ্রামে, যেখানে শিশুরা অপুষ্টিতে ভুগছে, তিনি সেখানে গেলে শুধু ত্রাণ নিয়ে যাবেন না, বরং একটি টেকসই অর্থনৈতিক মডেল প্রতিষ্ঠার চেষ্টা করবেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পথ তৈরি করবে।

তার ভাষাগত দক্ষতাও তাকে আরও যোগ্য করে তুলেছে। ইংরেজিতে তার সাবলীলতা আন্তর্জাতিক অঙ্গনে তাকে স্পষ্টভাবে নিজের কথা বলার সুযোগ দিয়েছে। তিনি যেভাবে নীতিগত অবস্থান নেন, তা শুধু ভাষাগত দক্ষতার কারণেই নয়, বরং তিনি বিশ্বাস করেন যে সত্য স্পষ্টভাবে প্রকাশ করা উচিত।

বাংলাদেশের বর্তমান সংকটেও তিনি যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা তাকে আরও যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করে। দেশে যখন রাজনৈতিক সংঘাত ও অনিশ্চয়তা চরমে, তখন তিনি শান্ত, দৃঢ় এবং নীতিগত অবস্থান নিয়ে সংকট মোকাবিলা করেছেন। এটি প্রমাণ করে যে, তার নেতৃত্ব কেবল তাত্ত্বিক নয়, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আছে।

জাতিসংঘের মহাসচিব নির্বাচনে কেবল অভিজ্ঞতা নয়, বরং নৈতিকতা ও নেতৃত্বের দৃষ্টিভঙ্গি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ড. ইউনূস কেবল জাতিসংঘের নেতৃত্ব দিতে পারবেন না, বরং এই সংস্থাটিকে তার আদর্শিক পথে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। তার নেতৃত্বে জাতিসংঘ আরও স্বচ্ছ, গণমুখী এবং কার্যকর সংস্থা হয়ে উঠতে পারে, যা সত্যিকারের বিশ্বশান্তি ও ন্যায়ের পথে এগিয়ে যাবে।

আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন জাতিসংঘের মতো সংস্থাগুলোর প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু এটি তখনই কার্যকর হবে, যখন এর নেতৃত্বে একজন সত্যিকারের বিশ্বনাগরিক থাকবে, যিনি ক্ষমতা নয়, মানবতার সেবাকে অগ্রাধিকার দেবেন। ড. মুহাম্মদ ইউনূস সেই ব্যক্তি, যিনি শুধু জাতিসংঘের নেতৃত্বই দিতে পারেন না, বরং এই সংস্থাটিকে তার আসল উদ্দেশ্যের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তিনি কেবল একজন সম্ভাব্য প্রার্থী নন, বরং এই সময়ে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় নেতা।

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

মত দ্বিমত

জুলাই বিপ্লব: জাতীয় ঐক্যমত, সংস্কার অতঃপর নির্বাচন

Published

on

পুঁজিবাজার

জুলাই-আগস্ট (২০২৪) ছাত্রজনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। কাজেই এই সরকার অপরাপর গতানুগতিক রাজনৈতিক দলের গঠিত সরকারগুলোর মতো নয়। তারা দলীয় সরকার নয় বলে তাদের সামনে দলীয় মতাদর্শভিত্তিক কোনো রাজনৈতিক এজেন্ডাও নেই। তাদের সামনে রয়েছে জাতীয় আকাঙ্ক্ষা, যা আন্দোলনের রাজপথ থেকে উত্থিত ও গৃহীত। যে কারণে প্রত্যাশা অনুযায়ী প্রচার মাধ্যমের বিশাল অংশ জুড়ে রয়েছে, জাতীয় ঐক্যের লক্ষ্যে সংস্কার ও নির্বাচন শীর্ষক বিভিন্ন সংলাপ। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র-জনতা আমাদেরকে দেশের নতুন দিক নিয়ে আলোচনা করার ব্যাপক সুযোগ করে দিয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান রাস্ট্র কাঠামো পূর্ণ গঠনকরার জন্য এক বিরল সুযোগ সৃষ্টি করে দিয়েছে,আশা করা যায় এর মাধ্যমে ধ্বংসের দারপ্রান্তে পৌছা রাজনৈতিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও দীর্ঘ সময়ের ফেসিবাদী দু:শাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র,ন্যায়বিচার ও সহনশীলতার পথে এগিয়ে যাবে। এই সুযোগ বার বার আসবে না। বিগত ৫৪ বছরে কারণে অকারণে বিভেদবান ক্ষমতাসীনরা জাতিকে সে সুযোগ দেয়নি। জুলাই-অগাস্ট যে কারণে গণবিপ্লব এর রূপ নিয়েছিল, আমাদেরকে সেই বিপ্লবের সার্থকতাকে ধরে রাখতে হলে বিভেদ-বিভাজন না করে, জাতীয় স্বার্থে বৃহত্তর ঐক্য গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করতে না পারি আমাদের স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে। আমাদের অবচেতনে পরাধীনতার গ্লানীতে ভুগতে হবে। জাতি হিসেবে আমরা মর্যাদাহীন হয়ে পড়ব।

জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি অবিচ্ছেদ্য নতুন অধ্যায়। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক ব্যবস্থার থেকে প্রায় হাতছাড়া হতে যাওয়া সার্বভৌমত্ব ফিরিয়ে আনা আমাদের এযাবৎ কালের শ্রেষ্ঠ অর্জন। যা আজীবন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বুক ভরা আশা-স্বপ্ন নিয়ে ৭১-এ লক্ষ শহীদের রক্তদান ও মা-বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা একটি নতুন দেশের অস্তিত্ব সৃষ্টি হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় আজ সেই স্বপ্নময় স্বাধীনতা রূপান্তরিত হয়েছে গ্লানী ও হতাশায়। সম্মান, জাতীয়তাবোধ, মর্যাদাবোধ, সামাজিক ও মানবিক মূল্যবোধ এসব কিছুই আজ বিধ্বস্ত। আমাদের বিবেক আজ লুপ্তপ্রায়। সুবিধাবাদ এবং অযোগ্যতার মহড়ায় গোটা জাতি আজ নীরব নিশ্চল অসহায় ও জিম্মি। তাই, ২৪ এসেছে স্বৈরশাসক এর বিরুদ্ধে মানুষের বাক স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব রক্ষার এক গৌরবময় বিজয় নিয়ে।

অনেক দেশের ক্ষেত্রে, বিপ্লব বা বড় রাজনৈতিক উত্থান (যেমন ১৮৩০সালে ফ্রান্সে জুলাই বিপ্লব) প্রায়ই সংস্কার এবং আলোচনার সময়কালকে উদ্বুদ্ধ করে। এই পরিস্থিতিতে, যে সঙ্কট বা অভ্যুত্থানের একটি মুহূর্ত রাজনৈতিক শক্তিগুলিকে একত্রিত হওয়ার, অর্থপূর্ণ সংলাপে জড়িত হওয়ার, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াগুলি নিশ্চিত করে এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজকে এগিয়ে যাওয়ার জন্য সংস্কারের মঞ্চ তৈরি করতে পারে।

গত দুই দশক ধরে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচন ব্যবস্থায় অপ্রতুলতা তথা অবিচ্ছিন্ন সংস্কারের যথেষ্ট ঘাটতি রয়েছে। যারফলে রাস্ট্র ক্ষমতায় যারাই থাকেন তারাই স্বৈরাচারী হয়ে উঠেন। তাঁরা দেশের জনগণ, সংবিধান, আইনের রীতিনীতি অগ্রাহ্য করে জোর করে ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তাঁদের অধীনস্থ করে রাখেন। মিথ্যাকে সত্যে রুপান্তরিত করার অপচেষ্ট চালিয়ে যান। বিগত ষোল বৎসর ঘটনা বহুল অনেক ইস্যু থাকার পরও রাজনৈতিক দলগুলি বা সুশীল সমাজ তেমন কিছু করতে পারে নাই। ২০২৪-এর বিপ্লবে যে পরিবর্তন এর প্রেক্ষাপট তৈরী হয়েছে তা কাজে লাগাতে হবে। এসুযোগ বারবার আসবে না।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কারবিহীন নির্বাচন এই দেশকে এগিয়ে নিতে পারবে না। দেশের শাসন ব্যবস্থায় এবং নির্বাচনে সংস্কার বিষয়ে পুরো জাতি আজ ঐকমত্য। জাতীয় ঐক্য এবং নির্বাচনী সংস্কার একে অপরের সাথে দৃঢ় সম্পর্কিত দুটি বিষয়। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে যাতে জনগণের ভোটাধিকারের প্রতি বিশ্বাস এবং অংশগ্রহণ বাড়ানো যায় এবং এর মাধ্যমে দেশের রাজনৈতিক দৃশ্যপট গণতান্ত্রিক ভাবে সুসংগঠিত হয়। ঐক্য, সংস্কার ও নির্বাচন একটিকে ছাড়া অপরটি সফল হবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার প্রয়োজন কারণ বিগত সময়ে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠেনি, এর অন্যতম প্রধান কারন প্রায় সকল রাজনৈতিক দলগুলিতেই গণতান্ত্রিক সংস্কৃতি চালু না থাকা।

বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আপাত দৃষ্টিতে একটি স্বাধীন ব্যবস্থাপনা। যদিও নির্বাহী বিভাগের রাজনৈতিক হস্তক্ষেপ নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছে বারবার। অতীতে নির্বাচনী সহিংসতা এবং ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার কারণে নানা সমস্যা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের স্বাবলম্বী ও স্বাধীনতা নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজন। ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দ্রুত ফলাফল নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি র্নিভর নিবিড় পর্যবেক্ষণ দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সমঝোতা এবং জনগণের জন্য নিরাপদ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। একতরফা নির্বাচনে জনগণের বিশ্বাস বজায় থাকে না এবং যার ফলে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় ও স্বৈরতান্ত্রিক সরকার আবির্ভূত হয়।

জনগণের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করার মাধ্যমে দেশে প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে জাতিয়-আর্ন্তজাতিক ইস্যুতে ঐক্য এবং সমঝোতা প্রতিষ্ঠা করা আবশ্যক যাতে জনগণের কল্যাণে একটি দীর্ঘমেয়াদি এবং সুদৃঢ় নীতি নির্ধারণ করা যায়। জাতীয় ঐক্য একমাত্র তখনই সম্ভব, যখন রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থত্যাগ করে জনগণের কল্যাণে একত্রিত হবে।

রাজনৈতিক নেতা ও দলগুলোর মধ্যে সদিচ্ছা এবং পরস্পরের মতামতের প্রতি শ্রদ্ধা তৈরি হওয়া জরুরি। জনগণের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা সৃষ্টি করতে হবে। যেকোনো রাজনৈতিক আন্দোলন বা আলোচনাইয় মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সংস্কার এবং জাতীয় ঐক্য এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যার মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থা আরও শক্তিশালী এবং সমতাভিত্তিক হবে, এবং রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। স্বচ্ছতা, গণতন্ত্র, এবং ন্যায়ের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে আরও শক্তিশালী এবং সুদৃঢ় করবে। স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার পুনরাবির্ভাব ঠেকাতে রাষ্ট্রের সংস্কার অপরিহার্য।

সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সকল সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো সম্পন্ন করার সুযোগ না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে র্নিবাচন এ বাধ্য করা নিয়ে ব্যস্ত হয়ে উঠছে অনেকে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা হয়তো সম্ভব নয়। তার জন্য প্রয়োজন সময়ের । ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ধারাবাহিকতা অব্যাহত থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন যদি করতেই হয়, প্রথমে স্থানীয় সরকারের বিভিন্ন কাঠামোর নির্বাচন হওয়া উচিত। এতে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কতটুকু হয়েছে তা বুঝা যাবে। আর তা না হলে শুধু রাতের অন্ধকারে নয় বরং দিনের আলোর নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কী জানি অনেকে হয়তোবা তাই চাইছে। ২০২৪-এর জুলাই-আগষ্ট বিপ্লবের ছয় মাসের মাথায় ষোল বৎসরের জঞ্জাল ঠিক হয়ে যাবে বা ঠিক করে ফেলা হবে এমন চিন্তা আকাশ কুসুম কল্পনা বা জুলাই বিপ্লবকে প্রশ্ন বিদ্ধ করা ছাড়া আর কিছুই নয়। কোনোভাবেই ফ্যাসিস্টের বিচার ও অর্থবহ সংস্কার ছাড়া নির্বাচন করা ঠিক হবে না! সকলেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে রাস্ট্র কাঠামো ঠিক করার দিকে নজর দিতে হবে । প্রয়োজনে উপদেষ্টা পরিষদ সংস্কার করে শক্তিশালী করতে হবে!

জনগণ সংস্কার চায় এবং চায় এমন একটি নির্বাচনি ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার থাকবে এবং সেই ভোট (ক্ষমতার) নির্ধারক হবে,জবাবদিহি ব্যবস্থা থাকবে। সর্বোপরি, ক্ষমতার যেন এককেন্দ্রীকরণ না ঘটে। জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন কখনোই সম্ভব নয়। নির্বাচন রাজনীতি ব্যবসায় রূপান্তরিত যেন আর না হয় তার জন্য সজাগ থাকতে হবে।

ভাগ্য নির্মাণের সুযোগ বার বার অসে না। সুযোগ পেলেও তা নষ্ট হয়েছ অনেক বার। ২০২৪ সালে আবার আরেকটি সুযোগ এসেছে শিক্ষার্থীদের মাধ্যমে। তাদের গণআন্দোলন স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। যে ছাত্রসমাজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে, সে ছাত্রসমাজ নানা কারণে ম্রিয়মাণ হলেও যে হারিয়ে যায় নি, তা জুলাই-আগস্টের ঘটনা প্রমাণ করেছে। জাতি গঠনে তাদের পুরনো ভূমিকাকে তারা নতুন করে উজ্জীবিত ও উপস্থাপিত করেছে। বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে বিভাজিত সমাজে অন্তত সংস্কারের বিষয়ে সকল পক্ষকেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে আসতে হবে। দলীয় বা গোষ্ঠীগত বিবেচনার বাইরে এসে দাঁড়াতে হবে সকল পক্ষকে। সংস্কার, জাতীয় স্বার্থ ও ঐকমত্যই হবে মূল আলোচ্য বিষয়, দলীয় দ্বন্দ্ব-সংঘাত এক্ষেত্রে যেন প্রাধান্য পেতে না পারে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটিকে আন্তরিকতা ও সততার সঙ্গে গ্রহণ করা। তারা যেন যুক্তি ও তথ্য দিয়ে সংস্কার প্রসঙ্গে আলোচনা করে এবং শেষ পর্যন্ত একটি ঐকমত্যে পৌঁছায়। যার ভিত্তিতে তারা নিজেদের মধ্যে এমন একটি অঙ্গীকারে উপনীত হবে যে, জনগণের ভোটের বাইারে কোনো নির্বাচন মানবো না। সংস্কার ও নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর্ সমন্বয় সাধিত করে ভবিষ্যতের বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও ঐকমত্যের পথ প্রশস্ত করবে। রাজনৈতিক ঐক্য না থাকার কারনে কথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী কিছু স্বার্থন্বেসী মানুষ লোভে পড়ে ক্রমশ হিংস্র হয়ে আন্দোলন্রত শিক্ষার্থীদের উপর র্নিবিচারে গুলি চালায়। জাতিসংঘের তদন্তেও যা প্রমানীত কি ভাবে ফেসিস্ট সরকার নিজ দেশের মানুষের প্রতি অবিচার করেছে।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠার পথে সহায়ক হবে। নির্বাচন সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং রাজনৈতিক দলের মধ্যে একতাবদ্ধতা দেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে সাহায্য করবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, এতে দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালিত হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে। সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণের দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, এবং বেকারত্ব দূরীকরণ। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও ফেসিস্টের কুশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার, সহনশীলতা ও বৈষম্যহীনতার পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে । জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সংস্কার ও পরিবর্তন, ভবিষ্যতের বাংলাদেশে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার কাল্পনিক আকাঙ্খা রোধ করবে। অতীতের যাবতীয় ভুল ও ব্যর্থতা দূর করার মহত্তর এই সুযোগ নষ্ট হলে আমাদেরকে চড়া মাশুল দিতে হবে। অতএব, আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এই সুযোগে আমাদেরকেই নির্মাণ করতে হবে।

আন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রব্যবস্থা সংস্কারের নিমিত্বে যে ৬টি কমিশন গঠন করেছেন ইতিমধ্যে সবাই তাদের গঠিত সুপারিশ রিপোর্ট জমা দিয়েছেন। সংস্কারের নিমিত্বে সকল রাজনৈতিক দলের মধ্যে সমযোতা সৃষ্টির লক্ষ্যে তিনি সব দলের প্রতিনিধিত্বে সমন্বয় ও মতামত জরিপে বিশেষ সভা করেছেন, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন সুন্দর বাংলাদেশ বিনির্মানে সংস্কার অপরিহার্য এবং তিনি তা সকলের মতামতের ভিত্তিতে করতে চান। এবং এই মর্মে তিনি সকল দলের নেতাদেরকে স্ব স্ব মতামত লিখিত ভাবে প্রদানের কথা স্পষ্ট করেছেন। যেখানে প্রস্তাবের যেকোন প্রসংগে তাদের পূর্ণ বা আংশিক যেকোন ভাবে দ্বিমত পোষনের একতিয়ার রয়েছে । তিনি নিশ্চিত করেছেন সকল দল সংস্কার প্রস্তাবের যে কোন বিষয়ের পক্ষে বিপক্ষে তাদের মতামত দিতে পারে তবে তা অবশ্যই লিখিত ও যথার্থভাবে স্বাক্ষরিত হতে হবে কেননে তিনি তা জনসমক্ষে তুলে ধরতে চান ওয়েবসাইট এ প্রকাশের মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান তুলে ধরে ঐকমত্যে পৌছতে পারলে আগামীর বাংলাদেশ বিনির্মানে বিশ্বদরবারে তা হতে পারে ২০২৪ এর বাংলার আর এক ম্যগনাকার্টা।

লেখক: অধ্যাপক সরওয়ার জাহান, টেকসই উন্নয়ন কর্মী

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার3 hours ago

পুঁজিবাজারে ৭ হাজার ৮২৪ কোটি টাকা নেগেটিভ ইক্যুইটির বোঝা

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন বিনিয়োগকারীদের দেওয়া মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতি (নেগেটিভ ইক্যুইটি) দেশের পুঁজিবাজারের অন্যতম বড় সমস্যা। ২০২৪...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার5 hours ago

শেয়ারপ্রতি ৩৩৩ টাকা লভ্যাংশ দেবে রেকিট বেনকিজার

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার7 hours ago

হাক্কানী পাল্পের নাম সংশোধনে সম্মতি

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার7 hours ago

প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন পুঁজিবাজারের ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসির পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার8 hours ago

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি কোম্পানির ১৯ কোটি টাকার...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার8 hours ago

দর পতনের শীর্ষে এস আলম কোল্ড

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এস আলম কোল্ড...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার8 hours ago

দরবৃদ্ধির শীর্ষে মাইডাস ফাইন্যান্সিং

অর্থসংবাদ whatsapp চ্যানেল ফলো করুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সিং...

Advertisement
Advertisement

Advertisement

সোশ্যাল মিডিয়া

২০১৮ সাল থেকে ২০২৩

অর্থসংবাদ আর্কাইভ

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
পুঁজিবাজার
অন্যান্য1 minute ago

পাঁচ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

পুঁজিবাজার
জাতীয়15 minutes ago

অন্তর্বর্তী সরকারের প্রতি ফিলিপাইন সরকারের পূর্ণ সমর্থন

পুঁজিবাজার
বিনোদন34 minutes ago

‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত

পুঁজিবাজার
জাতীয়1 hour ago

মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা: ইলিয়াস কাঞ্চন

পুঁজিবাজার
মত দ্বিমত1 hour ago

ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ মূলত আমেরিকার-প্যালেস্টাইন যুদ্ধ

পুঁজিবাজার
জাতীয়2 hours ago

১২ এপ্রিল ঢাকার রাজপথে বিক্ষোভ করবেন আজহারি

পুঁজিবাজার
জাতীয়2 hours ago

২২ বিষয়ে কর্মপন্থা নির্ধারণ ইসির

পুঁজিবাজার
খেলাধুলা2 hours ago

টাইগারদের নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

পুঁজিবাজার
অর্থনীতি3 hours ago

ইউএসটিআরে চিঠি: যুক্তরাষ্ট্রের ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

পুঁজিবাজার
পুঁজিবাজার3 hours ago

পুঁজিবাজারে ৭ হাজার ৮২৪ কোটি টাকা নেগেটিভ ইক্যুইটির বোঝা

পুঁজিবাজার
অন্যান্য1 minute ago

পাঁচ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

পুঁজিবাজার
জাতীয়15 minutes ago

অন্তর্বর্তী সরকারের প্রতি ফিলিপাইন সরকারের পূর্ণ সমর্থন

পুঁজিবাজার
বিনোদন34 minutes ago

‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত

পুঁজিবাজার
জাতীয়1 hour ago

মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা: ইলিয়াস কাঞ্চন

পুঁজিবাজার
মত দ্বিমত1 hour ago

ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ মূলত আমেরিকার-প্যালেস্টাইন যুদ্ধ

পুঁজিবাজার
জাতীয়2 hours ago

১২ এপ্রিল ঢাকার রাজপথে বিক্ষোভ করবেন আজহারি

পুঁজিবাজার
জাতীয়2 hours ago

২২ বিষয়ে কর্মপন্থা নির্ধারণ ইসির

পুঁজিবাজার
খেলাধুলা2 hours ago

টাইগারদের নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

পুঁজিবাজার
অর্থনীতি3 hours ago

ইউএসটিআরে চিঠি: যুক্তরাষ্ট্রের ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

পুঁজিবাজার
পুঁজিবাজার3 hours ago

পুঁজিবাজারে ৭ হাজার ৮২৪ কোটি টাকা নেগেটিভ ইক্যুইটির বোঝা

পুঁজিবাজার
অন্যান্য1 minute ago

পাঁচ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

পুঁজিবাজার
জাতীয়15 minutes ago

অন্তর্বর্তী সরকারের প্রতি ফিলিপাইন সরকারের পূর্ণ সমর্থন

পুঁজিবাজার
বিনোদন34 minutes ago

‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত

পুঁজিবাজার
জাতীয়1 hour ago

মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা: ইলিয়াস কাঞ্চন

পুঁজিবাজার
মত দ্বিমত1 hour ago

ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ মূলত আমেরিকার-প্যালেস্টাইন যুদ্ধ

পুঁজিবাজার
জাতীয়2 hours ago

১২ এপ্রিল ঢাকার রাজপথে বিক্ষোভ করবেন আজহারি

পুঁজিবাজার
জাতীয়2 hours ago

২২ বিষয়ে কর্মপন্থা নির্ধারণ ইসির

পুঁজিবাজার
খেলাধুলা2 hours ago

টাইগারদের নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

পুঁজিবাজার
অর্থনীতি3 hours ago

ইউএসটিআরে চিঠি: যুক্তরাষ্ট্রের ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

পুঁজিবাজার
পুঁজিবাজার3 hours ago

পুঁজিবাজারে ৭ হাজার ৮২৪ কোটি টাকা নেগেটিভ ইক্যুইটির বোঝা