রাজনীতি
দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হওয়ায় দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে: ড. হেলাল উদ্দিন

স্বাধীন দেশে বাকশাল, সামরিক শাসন আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হওয়ায় দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, স্বাধীন দেশে বিগত ৫৪ বছরে দেখা গেছে কখনো বাকশাল, কখনো সামরিক শাসন আবার কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। এই কারণেই ছাত্র-জনতা ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানা কর্তৃক আয়োজিত পথচারীদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জনগণ রিফাইন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পুনবার্সন মেনে নিবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা যেই ৩টি সংসদ নির্বাচন করেছে সেই নির্বাচনের সময় ভারত যেই ভূমিকা রেখেছে আগামীতেও ভারত সেই ভূমিকা রাখবে বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। বাংলাদেশের নির্বাচন আমাদের অভ্যন্তরীন বিষয়। তাই ভারত নাক গলালে এদেশের জনগণ সেটি সহ্য করবে না।
রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক হোসেনর পরিচালনায় অনুষ্ঠানে ৩ শতাধিক পথচারীর মাঝে রান্না করা খাবার এবং শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রমনা থানার সাবেক আমীর মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন। এছাড়াও অনুষ্ঠানে রমনা থানার সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মতিঝিল পূর্ব থানা আমীর নূর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী খলিলুর রহমানের পরিচালনায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও মতিঝিল পূর্ব থানার রুকন সদস্যদের আয়াত-হাদিস মুখস্তকরণ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ী ১০জনকে পুরস্কার বিতরণ করেন জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন। এসময় মতিঝিল পূর্ব থানা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্যবৃন্দ ও সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি
৩ মে রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে হেফাজত

আগামী ৩ মে রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৮ মার্চ) কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এদিন বিকেলে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থসম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী প্রমুখ।
সভায় পরামর্শক্রমে ৫ মে ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলন ও চব্বিশের ছাত্রজনতার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণহত্যার বিচার এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ৩ মে শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে সংগঠনটি।
এছাড়া আগামী জুন মাসে সব জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত আরেক প্রস্তাবে বলা হয় যে, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করুন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি
আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। উনারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। যারা সার্ভিস প্রোডিউস করেন তারা কখনো সার্ভিসের কনজ্যুমার না।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে কিছু আছে সুদখোর, ঘুষখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না।
দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিদ্বারে থাকেননি, যারা দেবিদ্বারের অলিগলি চেনেন না, দেবিদ্বারে বাজার করে কখনো তারা খাননি, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো তারা পড়াশোনা করেননি। দেবিদ্বারের কী সমস্যা এটাই তারা জানেন না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি। এ সময় আরও বক্তব্য রাখেন পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি
যাকাত সঠিকভাবে বন্টন করলে দারিদ্র দূর করা সম্ভব: ড. হেলাল উদ্দিন

যাকাতের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য বরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, যাকাত সঠিকভাবে বন্টন করলে দারিদ্র দূর করা সম্ভব।
আজ শুক্রবার (২৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মুহাম্মাদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ আনোয়ার হোসাইন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, রমাদান মাস হলো তাকওয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। আজ রমাদানের ২৭তম দিন পার করছি, মাত্র ২/৩ দিন পর আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আজো অনেক কষ্টে আছে। ঈদ উদযাপন করার মত তাদের অবস্থা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য চেষ্টা করে আসছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, এ অসহায় মানুষগুলো ঈদ উদযাপন করতে পারে সরকার যেন তার জায়গা থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।
তিনি আরো বলেন, আমাদের দেশের পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পিয়ন সাড়ে চারশত কোটি টাকার মালিক ছিল। একজন পিয়নের এ অবস্থা হলে বাকীদের কী অবস্থা, তা সহজে অনুমান করা যায়। সুতরাং চুরি, দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। রাসুল (সাঃ) ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে কাজ করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যাকাতের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। যাকাত সঠিকভাবে বন্টন করলে দারিদ্র দূর করা সম্ভব।
তিনি বলেন, পবিত্র কুরআনের কারণে রমজানের গুরুত্ব বেড়েছে, সুতরাং এই কুরআনের সমাজ কায়েম করলে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। রমজান মূলত তাকওয়ার ও কুরআনেরই শিক্ষা দেয়। সরকারিভাবে অসহায়দের বিশেষ করে শহীদ এবং আহতদের সহযোগিতা করা প্রয়োজন। আইন শৃংখলা উন্নয়নে সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মোশাররফ হোসেন চঞ্চল এবং শাহজাহানপুর পূর্ব থানার কর্মপরিষদের সদস্যবৃন্দ ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি
মতিঝিল উত্তর থানা জামায়াতের ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মতিঝিল উত্তর থানার উদ্যোগে দুঃস্থ গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে থানা আমীর এস. এম শামছুল বারী’র সভাপতিত্বে ও সেক্রেটারী রবিউল ইসলামের পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, যে কাজটি ছিল সরকারের। কিন্তু সেটি করছে জামায়াতে ইসলামী। আর্তমানবতার সেবায় ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। ইতোমধ্যে আমরা পুরো ঢাকা শহরে কয়েকটি ভাগে অঞ্চল ভিত্তিক এসব খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমরা অসহায় খেটে খাওয়া দিনমজুরসহ সমাজের সব মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। একাজে সমাজের বিত্তবানদের সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্ববান জানান।
এসময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, হুমায়ন কবির সহ সকল ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি
পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমীর জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে কারখানা মালিকদের। এটা শ্রমিকদের পাওনা, তাদের হক।
আজ বুধবার (২৬ মার্চ) জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পল্টন থানা আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পল্টন থানা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, থানা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মাদ আল-আমীন রাসেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল হাশেম লিটন, আনোয়ার হোসেন প্রমূখ।
এসএম