সারাদেশ
ভোলা-চট্টগ্রাম সরাসরি জাহাজ চালু

ভোলা-চট্টগ্রাম রুটে যাত্রীদের জন্য চালু হলো বিলাসবহুল দুটি জাহাজ। এতে করে এই নৌরুটে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠলো।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ‘এমভি বার আউলিয়া’ নামে জাহাজ ছেড়ে যায়।
পথে ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা ঘাট থেকে যাত্রী নিয়ে নোয়াখালীর হাতিয়ার ঘাট হয়ে চট্টগ্রামে যাবে এটি। বিকেল ৫টার মধ্যে চট্টগ্রামের সদরঘাটে পৌঁছবে।
অপরদিকে সকালে ৮টার দিকে চট্টগ্রামের সদরঘাট থেকে যাত্রী নিয়ে হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে ‘এমভি কর্ণফুলী এক্সপ্রেস’ নামে আরেকটি জাহাজ।
চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করা যাত্রী মো. মহসিন মিয়া, ফিরোজ কবীর জানান, তারা আগে ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট দিয়ে ফেরি ও সি সার্ভিসে করে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট হয়ে বাসে করে যেতেন। এতে তাদের প্রায় ১২-১৪ ঘণ্টা সময় লাগতো। এখন নৌপথে ভোলা থেকে চট্টগ্রাম যেতে মাত্র ৮ ঘণ্টা সময় লাগবে।
লালমোহন মঙ্গল শিকার থেকে চট্টগ্রামের যাত্রী মো. আহসান কবীর, রাবেয়া বেগম ও হারুন অর রশিদ বলেন, জাহাজ চালু হওয়ায় আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। আগের তুলনায় এখন খরচও কমে যাবে। আমরা চাই জাহাজগুলো যাতে নিয়মিত চলাচল করে।
তজুমদ্দিন ঘাট থেকে হাতিয়া রওনা করা যাত্রী সঞ্চয় কুমার দে, মো. সৈকত হোসেন ও লোকমান হোসেন বলেন, আমাদের ভোলা থেকে কখনই হাতিয়া যাওয়ার জন্য দিনের বেলায় নৌযান ছিল না। ঢাকা থেকে আসা লঞ্চে করে গভীর রাতে হাতিয়া যেতে হতো। তাও আবার প্রতিদিন একটাই লঞ্চ ছিল। দিনে হাতিয়া যাওয়ার কোনো মাধ্যম ছিল না। জাহাজ চালু হওয়ার আমাদের ইচ্ছা পূরণ হয়েছে। আমাদের এখন আর লঞ্চে করে অধিক টাকা খরচ করে হাতিয়া যেতে হবে না। খুব কম খরচে ও কম সময়ে হাতিয়া যাতায়াত করতে পারবো।
লালমোহন মঙ্গল শিকদার ঘাটের টিকিট কাউন্টার এজেন্ট মো. জমিস জনি বলেন, ভোলার সঙ্গে চট্টগ্রাম ও হাতিয়ার সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই প্রথম জাহাজ চালু হওয়ায় ভোলাবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। জাহাজে যাত্রীরা ইকোনোমি চেয়ারের সর্বোচ্চ ১ হাজার টাকা, এবং বিভিন্ন ধরনের কেবিন ১ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা পর্যন্ত রয়েছে।
তিনি আরও বলেন, আজই প্রথম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে জাহাজটি। যদিও যাত্রী কিছু কম ছিল। তবে আগামীতে বাড়বে।
এমভি বার আউলিয়া জাহাজের ক্যাপ্টেন মো. ফরিদ হোসাইন তালুকদার বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় আমরা চট্টগ্রামের সদরঘাট থেকে জাহাজ থেকে হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন, লালমোহন ঘাট হয়ে চরফ্যাশনের বেতুয়া ঘাটে এসে পৌঁছেছি বিকেল ৫টার দিকে। আজ শুক্রবার সকাল ৮টায় আমরা বেতুয়া ঘাট থেকে যাত্রা শুরু করেছি। পথে ওই ঘাটগুলো হয়ে বিকেল ৫টার মধ্যেই আমরা চট্টগ্রামের সদরঘাটে যাত্রী নিয়ে পৌঁছে যাবো।
তিনি আরও বলেন, আমাদের জাহাজে ৮৫০ যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। প্রথম দিন চট্টগ্রাম থেকে বেতুয়া পর্যন্ত প্রায় শতাধিক যাত্রী পরিবহন করেছি। আজও কিছুটা বেড়েছে। আগামীতে আরও যাত্রী বাড়বে।

সারাদেশ
শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে জানানো হয়, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেসক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
সারাদেশ
চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ঘটনায় দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
সারাদেশ
সখিপুর থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শরীয়তপুরের সখিপুর থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সখিপুর ফুড কর্নারে অনুষ্ঠিত সভায় সকল সদস্যের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এ নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল এস টেলিভিশনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন জুয়েল।
এ ছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি আমান আহমেদ সজীব (দৈনিক সংবাদ মোহনা), যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ (দৈনিক নিরপেক্ষ), সাংগঠনিক সম্পাদক, রাসেল সিকদার (দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়া), দপ্তর সম্পাদক, এম এম জসিম উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), অর্থ ও প্রচার সম্পাদক আমির হোসেন চোকদার (চ্যানেল এস, সখিপুর থানা প্রতিনিধি), কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন (ডেলি মর্নিং গ্লোরি), আতিকুর রহমান (দৈনিক আমাদের মাতৃভূমি, সাধারণ সদস্য আল আমিন (জে এ টিভি), বি এম সজিব সরকার (দৈনিক সোনালী কণ্ঠ), রাকিব হোসেন (দৈনিক সকালের শিরোনাম), তাহের আলী (অর্থ সংবাদ) মামুন সরকার (দৈনিক ভোরের বানী), মুনতাছির আহমেদ রুবাইদ (দৈনিক জবাবদিহি)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সখিপুরের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। স্থানীয় সাংবাদিক সমাজ নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও আশাবাদ প্রকাশ করেছে।
অর্থসংবাদ/তাহের আলী/এসএম
সারাদেশ
বন্যার পূর্বাভাস, প্লাবিত হতে পারে ১২ জেলা

দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিনদিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানিসমতল বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা পার করতে পারে। এসময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।
একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদ-নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আজসহ আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বাড়তে পারে। উজান থেকে পানি আসতে পারে। তবে এসব পানি কমে যাবে।
সারাদেশ
ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।