পুঁজিবাজার
লাফার্জহোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম (বাংলাদেশ) পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে চূড়ান্ত লভ্যাংশ হিসেবে ১৯ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (১২ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ২১ অক্টোবর লাফার্জহোলসিম তার শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। বিদায়ী হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।
সূত্র মতে, গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে লাফার্জহোলসিমের সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। এর আগের হিসাববছরে ৫ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ১ পয়সা।
আগামী ৮ মে বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৮ শতাংশ কমেছে। আর এ তালিকায় তৃতীয় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্সের দর কমেছে ৩ দশমিক ৪৮ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- উত্তরা ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ, পি এইচ পি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.২৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩.০৯ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ৩.০১ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ৩.০০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ২.৯৭ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ২.৯৪ শতাংশ দর কমেছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দরবৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ৬ দশমিক ৯০ শতাংশ, এস্কয়ার নিটের ৬ দশমিক ০৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৬৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬১ শতাংশ ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪১ শতাংশ দর বেড়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে লাভেলো

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) কোম্পানিটির ২০ কোটি ২৩ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকার। ১৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সাইনপুকুর সিরামিকস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, হাক্কানী পাল্প, বিডি থাই, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার্স।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দেড় শতাধিক কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৯০১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪১৪ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫২ কোটি ৮৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির, বিপরীতে ১৫৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দেশ গার্মেন্টসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কাফি