পুঁজিবাজার
লভ্যাংশ পাঠিয়েছে ইন্দো-বাংলা ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে কোম্পানিটি।
আলোচ্য বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
উদ্বুদ্ধ পরিস্থিতি, বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক আজ

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত উদ্বুদ্ধ পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বৈঠক করবে পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। আজ রবিবার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (৮ মার্চ) রাতে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গুরুত্বপূর্ণ এ বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতৃত্বে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ), শীর্ষ ব্রোকারেজ হাউজ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত বুধবার (৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন সেখানকার কর্মকর্তা–কর্মচারীরা। একপর্যায়ে তারা কমিশনের মূল ফটকে তালা দেন; সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করেন। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেল ৫টায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান (পুলিশ সদস্য) মো. আশিকুর রহমান।
মামলার আসামিরা হলেন- বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপ-পরিচালক বনী ইয়ামিন (৪৫), আল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৪২), ও তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), সাজ্জাদ হোসেন (৩০) ও আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

বিদায়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে এস আলম কোল্ড রোল্ডের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৩ টাকা ৫০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৪০ পয়সা।
আর তালিকায় তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর কমেছে ১৩ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিকস, মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইলস, জুট স্পিনার্স, নিউ লাইন ক্লোথস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ইয়াকিন পলিমার।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬ টাকা ৯০ পয়সা বা ১৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডেসকো লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ১৭ দশমিক ২৬ শতাংশ। আর ১৫ দশমিক ৭৪ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস রেন্ডার্স, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টি কোম্পানি, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, জিমিনি সী ফুড এবং বিচ হ্যাচারী।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৯২ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩০ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ১২শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, আল-হাজ্ব টেক্সটাইল, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম, রবি আজিয়াটা, কেডিএস অ্যাসোসিয়েটেড, ফু ওয়াং ফুডস এবং আইএফআইসি ব্যাংক।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বিনিয়োগকারীদের মূলধন কমেছে ১৩ হাজার ২১৭ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। আলোচ্য সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ১৩ হাজার ২১৭ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৩ হাজার ২১৬ কোটি ৬৬ লাখ টাকা বা ১ দশমিক ৯০ শতাংশ।
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪৩ দশমিক ৩৪ পয়েন্ট বা ০ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ১৫ দশমিক ৮৭ পয়েন্ট বা ০ দশমিক ৮৩ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৬ দশমিক ১১ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ।
সূচকের পতনের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৬ কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ২৪২ কোটি ৫১ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৪৬ কোটি ৬৩ লাখ টাকা বা ২৮ দশমিক ৭৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৭০ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৩৩ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ২৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম