পুঁজিবাজার
এশিয়াটিক ল্যাবরেটরিজের আয় বেড়েছে
![এশিয়াটিক ল্যাবরেটরিজের আয় বেড়েছে সুপারিশে](https://orthosongbad.com/wp-content/uploads/2023/11/asiatic-lab-1.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৬২ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৫৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৯৫ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
![](https://orthosongbad.com/wp-content/uploads/2023/02/Logo_OS_250_72.webp)
পুঁজিবাজার
টাস্কফোর্সের সুপারিশের উপর সকলের মতামত চেয়েছে বিএসইসি
![টাস্কফোর্সের সুপারিশের উপর সকলের মতামত চেয়েছে বিএসইসি সুপারিশে](https://orthosongbad.com/wp-content/uploads/2024/05/bsec.jpg)
মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা এবং মার্জিন রুলসের বিষয়ে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের খসড়া সুপারিশের উপর সংশ্লিষ্ট সকলের মতামত চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ এবং ‘মার্জিন বুলস, ১৯৯৯’ এর যুগোপযোগীকরণের বিষয়ে ইতোমধ্যে কমিশনের নিকট খসড়া সুপারিশ জমা দিয়েছে। সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে কমিশন। এরই ধারাবাহিকাতায়, টাস্কফোর্সের সুপারিশসমূহের উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান জানানো হচ্ছে।
নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় আগামী ২৮ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।
টাস্কফোর্স এর সুপারিশসমূহ এর উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা:
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা সংক্রান্ত মতামত:
পরামর্শের জন্য mutualfundrules@sec.gov.bd । এবং মার্জিন বুলস সংক্রান্ত মতামতের জন্য: suggestion marginrules@sec.gov.bd।
উল্লেখ্য, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর খসড়া সুপারিশসমূহ কমিশনের ওয়েবাসাইট (ওয়েবলিংক: https://sec.gov.bd/home/taskforce draft recommendation) -এ পাওয়া যাবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন
![ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন সুপারিশে](https://orthosongbad.com/wp-content/uploads/2023/02/dse-block.jpg)
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৩৮ হাজার ৭৫৮টি শেয়ার ৬৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৩২ লাখ ১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি বেক্সিমকো ফার্মার ১২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির ২ কোটি ১৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা তসরিফার ১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ ঘোষণা
![মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভার তারিখ ঘোষণা সুপারিশে](https://orthosongbad.com/wp-content/uploads/2023/11/meghna-petro-1.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইভিন্স টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন
![ইভিন্স টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন সুপারিশে](https://orthosongbad.com/wp-content/uploads/2022/10/Evince-Textiles-1.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন
![মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন সুপারিশে](https://orthosongbad.com/wp-content/uploads/2024/10/midland-bank.jpg)
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২২৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ০৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৮৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নিউ লাইন ক্লোথিংস।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনারেশন নেক্সট, আরামিট লিমিটেড, নূরানী ডাইং, ফনিক্স ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং মেট্রো স্পিনিং লিমিটেড।
এসএম