অন্যান্য
দুই শতাধিক শেয়ারের দরপতন, কমেছে লেনদেন
![দুই শতাধিক শেয়ারের দরপতন, কমেছে লেনদেন ক্যাটাগরি](https://orthosongbad.com/wp-content/uploads/2024/10/Bear-market-dse-dorpoton3.jpg)
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১১৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬৮ পয়েন্ট কমে ১৯১৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৯১ কোটি ১৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫১৯ কোটি ৫৫ লাখ ২৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৩টি কোম্পানির, বিপরীতে ২০৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
![](https://orthosongbad.com/wp-content/uploads/2023/02/Logo_OS_250_72.webp)
অন্যান্য
ইবিতে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী
![ইবিতে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ক্যাটাগরি](https://orthosongbad.com/wp-content/uploads/2025/02/EB-3.jpg)
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রদর্শনীতে ১৯৪৭ সালের পূর্বে ইতিহাস হতে পর্যায়ক্রমে পরবর্তী সকল ইতিহাস তুলে ধরা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি শাখার উদ্যাগে দিনব্যপী এ প্রদর্শনী আয়োজন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর শাহিনুজ্জামান, ইবি ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম ও দলের নেতাকর্মী’সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
প্রদর্শনীতে সাধারণ শিক্ষার্থীরা বলেন, এখানে প্রতিটি ফ্রেমে প্রত্যেকটা ইতিহাসের বিষয় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এসে অনেকগুলো ইতিহাসের বিষয় সম্পর্কে জেনেছি এবং পড়েছি। ৪৭’ সালের পূর্ব থেকে ২৪’ সাল পর্যন্ত অনেক ইতিহাসের তথ্য এখানে দেওয়া আছে। ২৪ এর আন্দোলনে ছাত্র ইউনিয়নের যে ভূমিকা ছিল সেটা আমরা সবাই দেখেছি। ২৪ এর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই চেতনাকে ধারণ করে আমরা যেন দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি সে দিকে আমাদের গুরুত্ব দিতে হবে।
এবিষয়ে ইবি ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান বলেন, ভাষার মাসে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আমরা আলোকচিত্র প্রদর্শন করেছি। এখানে মূলত প্রাচীন বাংলার জনপদ থেকে শুরু করে, ব্রিটিশ পিরিয়ড, ১৯৪৭ এর ঘটনা, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪ এর অভ্যুত্থানের বেশকিছু ছবি এখানে স্থান পেয়েছে। যাতে দর্শনার্থীরা এসে নতুন করে সঠিক ইতিহাস জানতে পারে এবং চর্চা করতে পারে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, আলোকচিত্র প্রদর্শনীতে ৪৭ থেকে ২৪ এর ইতিহাস স্থান পেয়েছে। আমি ২৪ এর জুলাই বিপ্লবের ছবিগুলো দেখে মর্মাহত হয়েছি। ছবিগুলোর ভাষা বলে দেয়- কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্বে ছাত্রজনতার উপর যে দুর্বিষহ অত্যাচার নির্যাতন চালিয়েছিলো।
উল্লেখ্য, লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভী গত ১৮ জুলাই, ২০২৪ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উত্তরা-পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিজভীর মাথার খুলি উড়ে যায়। মাথার মগজ বের হয়ে রাস্তায় পড়ে। তখন রিজভী রাস্তায় পড়ে কই মাছের মতো ছটফট করতে থাকে। ফ্লাইওভারের ওপর থেকে তাকে গুলি করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার উত্তরা কিচিন হসপিটালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১০টার দিকে মারা যান।
অর্থসংবাদ/সাকিব/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠান সচলে কমিটি গঠন
![ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠান সচলে কমিটি গঠন ক্যাটাগরি](https://orthosongbad.com/wp-content/uploads/2023/06/bangladesh-bank-4.jpg)
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থার পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা প্রদান সংক্রান্ত বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বিবিধ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্তদের সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে নীতি সহায়তা প্রদানের সুপারিশ করবে বাছাই কমিটি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিধ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে (কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ ও সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপট) সৃষ্ট অভিঘাত মোকাবিলা করে দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্যে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা ও প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে সচল ও লাভজনক পর্যায়ে উন্নীত করে ব্যাংকের ঋণ আদায় নিশ্চিতে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদানের সুপারিশ প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ঋণগ্রহীতা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছে কি না এবং সমস্যাসংকুল প্রতিষ্ঠানের পুনর্গঠন ও উক্ত প্রতিষ্ঠানকে নীতি সহায়তা প্রদানের মাধ্যমে ব্যবসায় ফিরিয়ে আনার সুযোগ রয়েছে কি না তা যাছাই-বাছাই পূর্বক কমিটি সুপারিশ প্রদান করবে। উক্ত কমিটিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকার রয়েছেন। কমিটির কার্যপরিধিতে ৫০ কোটি ও তদূর্ধ্ব অঙ্কের যেসব ঋণসমূহ নিয়ন্ত্রণবহির্ভূত কারণে শ্রেণিকৃত হয়েছে উক্ত ঋণসমূহ অন্তর্ভুক্ত হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
লোকসানে বিবিএস ক্যাবলস
![লোকসানে বিবিএস ক্যাবলস ক্যাটাগরি](https://orthosongbad.com/wp-content/uploads/2022/10/BBS-CABLES-1.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৬৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ২১ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৩৮ পয়সা।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
শিগগির দেশে বিনিয়োগের চিত্র ঘুরে দাঁড়াবে: বেপজা
![শিগগির দেশে বিনিয়োগের চিত্র ঘুরে দাঁড়াবে: বেপজা ক্যাটাগরি](https://orthosongbad.com/wp-content/uploads/2025/01/bepja.jpg)
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক নানা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি নানা কারণে দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কমেছে। তবে শিগগির এই চিত্র ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর গ্রিনরোডে বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজের সঞ্চালনায় আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হকসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, আমি আশা করব বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবেন। কারণ, এখন পর্যন্ত আমি দেখিনি কোনো ব্যবসায়ী বা বিনিয়োগকারী বলেছেন যে তারা আসবেন না। এনার্জি, গ্যাস, আর্থিক খাত, বন্দর ব্যবপস্থাপনা, ব্যবসার পরিবেশ, এলডিসি গ্রাজুয়েশন ইত্যাদির মতো কিছু চ্যালেঞ্জ এখনো আছে। তবে এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠে শিগগির আমরা ঘুরে দাঁড়াব।
তিনি আরও বলেন, বেপজার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগ আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) এর অবদান ২৯ শতাংশ। অন্য দিকে, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দেশের জাতীয় রপ্তানিতে ইপিজেডসমূহের অবদান ১৬ শতাংশ।
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার আসায় বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানিকৃত পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে। ফলে চীনের শিল্প কারখানাগুলো বিভিন্ন দেশে স্থানান্তরিত হবে। এক্ষেত্রে বাংলাদেশ সবার ওপরে আছে বলে মনে করেন তিনি। জানান, একটি চীনা কোম্পানি এরই মধ্যে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।
বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে তিনি বলেন, আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর মধ্যে বেপজা প্রথম স্থান অর্জন করেছে। বেপজার বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিশ্বের ৩৮টি দেশ বিনিয়োগ করেছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, বেপজার শুরু থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মোট ৪৪৯টি ইপিজেডে মোট ৬৯১৪ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। যেখানে ৫ লাখ ২৪ হাজার ৩৮৫ জনের কর্মসংস্থান হয়েছে এবং রপ্তানি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯১৩ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। বেপজার ৪৪৯টি শিল্পপ্রতিষ্ঠানকে ৩টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো রয়েছে ‘এ’ শ্রেণিতে, যার সংখ্যা ২৫৮টি। যৌথ মালিকানার প্রতিষ্ঠানগুলো রয়েছে ‘বি’ শ্রেণিতে, যার সংখ্যা ৪৯টি এবং দেশীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে ‘সি’ শ্রেণিতে, যার সংখ্যা ১৪২টি। এছাড়া ১০৮টি শিল্পপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় রয়েছে।
তিনি বলেন, রপ্তানিতে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমাতে দেশের ইপিজেড সমূহে রপ্তানি বহুমুখীকরণ ও বৈচিত্র্য আনয়নে বেপজা কাজ করছে। ইপিজেডে উৎপাদিত পণ্যের ৪৮ শতাংশ বৈচিত্র্যময় পণ্য। পাশাপাশি শ্রম ব্যবস্থাপনা, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব ইপিজেড নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়েও বেপজা সুনাম ধরে রেখেছে।
ব্যবসায়ীদের ইপিজেডে কারখানা করতে সময় বেশি লাগে কেন, এমন প্রশ্নের জবাবে বেপজার নির্বাহী চেয়্যারম্যান বলেন, আমাদের একটা মানদণ্ড আছে। অনেক সময় বিনিয়োগকারীরা এই মানদণ্ড অনুযায়ী কারখানার ডিজাইন করেন না। ফলে তাদের কারখানা বানাতে সময় বেশি লাগে।
বেপজার অধীনে ৮টি ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের মোট আয়তন ৩৪৪৫ একর বা ১৩.৯৫ বর্গ কিলোমিটার। এছাড়া বেপজা যশোরে ৫০৩ একর জমির ওপর ৪০০টি শিল্প প্লট তৈরি করেছে। যেখানে বার্ষিক ২৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে। পটুয়াখালী জেলায় ৪১০.৭৮ একর জমির ওপর ৩০৬টি শিল্প প্লটে প্রায় ১৫৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষে সেখানে ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অন্যান্য
ফার কেমিক্যালের পর্ষদ সভার তারিখ ঘোষণা
![ফার কেমিক্যালের পর্ষদ সভার তারিখ ঘোষণা ক্যাটাগরি](https://orthosongbad.com/wp-content/uploads/2023/01/New-Project-1-6.webp)
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জানুয়ারি বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম