কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ
সোশ্যাল ইসলামী ব্যাংকের বরিশাল ও ঝালকাঠি শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত। এসময় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, ব্যাংকের ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সাময়িক সংকট কাটিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে এখন পূর্বের মত স্বাভাবিক ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। তিনি সকলকে এই ব্যাংকের সাথে থাকার অনুরোধ করেন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ব্যাংকের সেবার মান আরও বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, সেবার মান ভালো হলে গ্রাহকগণের আস্থা দ্রুতই ফিরে আসবে।
বরিশাল শাখার গ্রাহক ড. হাবিবুর রহমান ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করে বলেন যে, এই ব্যাংকে তার প্রায় সাত কোটি টাকার ক্যাশ ওয়াকফ হিসাব রয়েছে।
একই অভিমত ব্যক্ত করেন ব্যাংকের গ্রাহক প্রফেসর আব্দুর রব এবং তিনি শরীআহভিত্তিক ব্যাংকিং এর সুফল তুলে ধরেন। ঝালকাঠি শাখার গ্রাহক নিজামউদ্দীন, পরিচালক (অব:), ইসলামিক ফাউন্ডেশন উল্লেখ করেন, নেতিবাচক প্রচারণার কারণে গ্রাহকগণ সাময়িকভাবে কিছুটা আতঙ্কগ্রস্ত হয়েছিল। তবে গ্রাহকদের মাঝে আস্থা আবার ফিরতে শুরু করেছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মাহফুজ খান শুরু থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে ব্যাংকিং করছেন উল্লেখ করেন। তিনি এই ব্যাংকের প্রতি তার পূর্ণ আস্থা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং স্বাভাবিক লেনদেন যাতে ব্যাংকটি সবসময় করতে পারে সেজন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস্ত করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের দিনব্যাপী কর্মশালা
সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট ‘মিট উইথ দ্যা ট্রেড লিডারস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করে। গত ৬ ফেব্রুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ব্যাংক কর্মকর্তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করা। সেই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলা নিশ্চিত করার পাশাপাশি আন্তঃসীমান্ত লেনদেন সংক্রান্ত বিষয়সমূহ, বৈদেশিক অর্থপ্রদানে ব্যাংকের প্রতিশ্রুতি/গ্রহণযোগ্যতা, টার্নঅ্যারাউন্ড টাইম, এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি এর পরিধি বিস্তার, বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে অপারেশনাল উৎকর্ষতা এবং রিটার্নস ও রিপোর্টিংয়ের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা।
কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উন্নতির জন্য সঠিক তথ্য প্রদান বা ইনপুট (যেমনঃ এলসি এর বিস্তারিত তথ্য, পারপাস কোড, কান্ট্রি কোড, এইচএস কোড এবং আইএমপি রিপোর্টিং), আউটস্ট্যান্ডিং এলসির নিয়মিত তদারকি, ওভারডিউ বিল, প্রো-অ্যাকটিভ ব্যাংক রেসপন্স, রেকর্ড সংরক্ষণ এবং রপ্তানি আয় প্রত্যাবাসনের বিষয়ে আলোকপাত করা হয়।
এছাড়াও, আইএমপি মডিউলে সময়মত এবং সঠিকভাবে তথ্য আপলোড, সময়মত পেমেন্টের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান এবং সময়মত রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মশালার উদ্বোধন করেন। এসময় তিনি অংশগ্রহণকারীদের সময়মত বৈদেশিক পেমেন্ট প্রদান এবং সঠিক রিপোর্টিংয়ের গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানান এবং দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের ওপর জোর দেন।
ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. জাহাঙ্গীর কবির, এফআই, অফশোর ব্যাংকিং এবং সেন্ট্রাল ট্রেড সার্ভিসেস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাইমা বানু কর্মশালায় উপস্থিত ছিলেন।
ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৩২ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এসময় সাউথইস্ট ব্যাংক তার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিকাশের ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু
বাড়ি বাড়ি গিয়ে গ্রামীন জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনেদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার দুটি ইউনিয়নে ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু করেছে বিকাশ।
সারাদেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেলার জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই আয়োজনের যাত্রা শুরু হয়। বাউলগান, বর্ণিল র্যালি, উঠান বৈঠক সহ নানা উদ্যোগে এই দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাত্রা শুরু হয় ভিন্নধর্মী এই আয়োজনের।
সারাদেশের প্রান্তিক মানুষকে ডিজিটাল আর্থিক লেনদেনে অভ্যস্ত করে তাদের প্রতিদিনকার লেনদেনে আরও সক্ষমতা ও স্বাধীনতা বাড়াতে শুরু থেকেই নানা উদ্যোগ নিয়ে আসছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এরই ধারাবাহিকতায় ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি আরও বাড়াতে ইউনিয়ন ভিত্তিক এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এই কার্যক্রমের আওতায় বাড়িতে বাড়িতে গিয়ে বৈঠক, মাইকিং, ভিডিও শিক্ষা কার্যক্রম, বাউলগান, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে সবচেয়ে সহজে, নিরাপদে ডিজিটাল লেনদেন করা যায় সে বিষয়ে সচেতনতা তৈরি করা হবে।
বিকাশের মাধ্যমে বিল প্রদান, মাইক্রোফিন্যান্সসহ অন্যান্য সব প্রয়োজনীয় সেবা ও নিরাপদে মোবাইল ব্যাংকিং ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হবে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রমে। পরবর্তীতে এই উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউটিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিকাশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় জনগণকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে তাদের আর্থিক ব্যবস্থাপনাসহ সার্বিক জীবনযাত্রায় আরও স্বাচ্ছন্দ্য, ভবিষ্যৎ নিরাপত্তা ও সফলতা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিকাশের পে বিল সেবা গ্রাম ও প্রান্তিক মানুষের বিদ্যুৎ বিল প্রদান সহজ করে দিয়েছে। তারা এখন যেকোনো সময় যেকোনো স্থান থেকে শুধু নিজের বিলই নয়, পরিবার-পরিজনের বিলও পরিশোধ করতে পারছেন নিজেদের বিকাশ অ্যাকাউন্ট থেকেই। একইভাবে, গ্রাহকরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ পেমেন্ট অপশন থেকে বিভিন্ন এনজিও’র সঞ্চয় ও ঋণের কিস্তিও পরিশোধ করতে পারছেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ।
অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিভিন্ন সেশনে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মনিরুল ইসলাম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমেদ।
সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আইন-আদালত
সিঙ্গাপুর থেকে ২৬৫ কোটি টাকায় চাল কিনবে সরকার
সিঙ্গাপুর থেকে ২৬৫ কোটি ২০ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৭ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সিঙ্গাপুরের মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে এই চাল কিনতে ব্যয় হবে ২৬৫ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৩৪ দশমিক ৭৭ মার্কিন ডলার।
এর আগে ১৬ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই দেশ থেকে দুই ধরনের চাল আনতে মোট খরচ হবে ৫৮১ কোটি ৪১ লাখ ৫৪ হাজার টাকা। এর মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে পাকিস্তান থেকে ৩০৪ কোটি ৩৯ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার।
এদিকে খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৪৫৪ দশমিক ১৪ মার্কিন ডলার।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
আর্থিক শিক্ষার উন্নয়নে ড্যাফোডিল-লঙ্কাবাংলার সমঝোতা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসি (এলবিএসপিএলসি) রিয়েল-টাইম স্টক ট্রেডিং সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিআইইউর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমানের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এলবিএসপিএলসির সিইও খন্দকার সাফাত রেজা এবং ডিআইইউ-এর ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (এফবিই) এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এস.এ.আর. মো. মুইনুল ইসলাম, সিটিও এবং এলবিএসপিএলসির পরিচালক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ডিবিএ), অর্থ ও ব্যাংকিং বিভাগের প্রধান এবং অন্যান্য সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরা।