পুঁজিবাজার
সিকদার ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি কোম্পানির মধ্যে ১২৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৫ ফেব্রুয়ারি) সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জুট স্পিনার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৪৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- হামি ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রাইম টেক্সটাইল, আইসিবি ইসলামী ব্যাংক এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।
এসএম

পুঁজিবাজার
চলতি বছরেই পুঁজিবাজারে আসছে দুই সরকারি প্রতিষ্ঠান

দীর্ঘ এক যুগের অপেক্ষার পর অবশেষে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরের মধ্যেই অন্তত দুটি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে বলে আশা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী এক বছরের মধ্যে আরও অন্তত ১০টি রাষ্ট্রীয় কোম্পানিকে বাজারে আনার প্রস্তুতিও চলছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে নেওয়া এই উদ্যোগকে বাজার বিশেষজ্ঞরা যুগান্তকারী বলে মনে করছেন। তাদের মতে, এই পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাজারের গভীরতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
ডিএসই সূত্র জানিয়েছে, ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), নেসলে বাংলাদেশ, সাইনোভিয়া, নোভার্টিস, সিনজেন্টা, পশ্চিমাঞ্চল গ্যাস, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সিলেট গ্যাস ফিল্ডস, বড়পুকুরিয়া কোল মাইনিং, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন, কর্ণফুলী গ্যাস কোম্পানি, সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনসহ প্রায় ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
ইতোমধ্যেই সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগসকে তালিকাভুক্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি বাজারে আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
বর্তমানে শেয়ারবাজারে মাত্র ২০টি সরকারি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, যা মোট বাজার মূলধনের মাত্র ৭ দশমিক ৮১ শতাংশ। সর্বশেষ ২০১২ সালে কোনো সরকারি প্রতিষ্ঠান বাজারে আসে। এরপর থেকে নতুন কোনো কোম্পানি না আসায় খাতটি কার্যত স্থবির হয়ে পড়ে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ বাজারে বিনিয়োগ বাড়াতে এবং দীর্ঘদিনের আস্থাহীনতা কাটাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বাজার বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করলেই হবে না; বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে সুশাসন প্রতিষ্ঠা, নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন এবং হয়রানি কমানো জরুরি। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বোঝাতে হবে যে শেয়ারবাজারে আসা তাদের দীর্ঘমেয়াদি সুনাম ও স্থায়িত্ব বাড়াবে।
পুঁজিবাজার
প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসি পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আজ ২৭ আগস্ট বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ ও ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একই সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এসএম
পুঁজিবাজার
আইবিবিএল মুদারাবা বন্ডের কূপণ রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আইবিবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের জন্য ২০২৪ সালের ব্যবসায় ৭ দশমিক ২৩ শতাংশ মুনাফা ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বন্ডটির মুনাফা বিতরণের জন্য বন্ডহোল্ডার নির্ধারনে আগামী ২৩ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে। যা ব্যাংকের বার্ষিক সাধারন সভা (এজিএম) শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে বিতরণ করা হবে।
কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে বুধবার (২৭ আগস্ট) বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।
এসএম
পুঁজিবাজার
সিটি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের ট্রাস্টি ৬ মাসের জন্য (০১ সেপ্টেম্বর,২০২৫-২৫ ফেব্রুয়ারি,২০২৬) ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে বুধবার (২৭ আগস্ট) বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।
এসএম
পুঁজিবাজার
দেড় ঘণ্টায় লেনদেন ৩৬৯ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৬৯ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৭ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৬২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮৯ ও ২১১৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৬৯ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ কোম্পানির শেয়ারদর।
এসএম