অর্থনীতি
কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত
বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেইফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ (স্থগিত) করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সন্দেহ করছে, এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থসম্পদ মজুত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া অন্য কেউ ব্যাংকের লকার বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না। দুদক কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে আপাতত নতুন করে কোন লকার বরাদ্দ না দেওয়ার জন্য। একই সঙ্গে আগের লকারগুলো যাতে আপাতত খোলা না হয় সে বিষয়ে অনুরোধ জানিয়েছে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সেফ ডিপোজিট (লকার) হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তাদের সম্পদ রাখতে পারেন। যেসব সম্পদ বাসায় রাখা ঝুঁকিপূর্ণ ডাকাতির ভয় আছে মূলত সেইসব সম্পদই সেফ ডিপোজিট হিসেবে সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংকে রাখা হয়। এই সংখ্যা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের এক শতাংশেরও কম। কিন্তু একজন এসকে সুরের কারণে আমাদের এ ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক।
দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে লকার ফ্রিজের অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ ব্যাংকের লকারগুলোর বিষয়ে আলোচনা হয়। অর্থ উপদেষ্টা এসব লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দেন।
দুদক গতকাল (সোমবার) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে লকার খোলা ও তালিকা তৈরির অনুমতির জন্য আবেদন জমা দিয়েছে। আজ (মঙ্গলবার) আদালতের আদেশ আসার সম্ভাবনা রয়েছে। এরপর, একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দুদক লকার খোলার ব্যবস্থা নেবে।
এর আগে, দুদকের অনুসন্ধান দল সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) বাসায় অভিযান চালিয়ে নগদ ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে। পরে তার লকার খুলে দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারসহ ৪ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়।
তল্লাশির সময় দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বেশকিছু লকার সিলগালা অবস্থায় রয়েছে। দুদক মনে করছে, এসব লকারে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে।
দুদক বলেছে, লকার খুলে রক্ষিত সম্পদ যাতে কেউ সরিয়ে নিতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
সাত মাসে রপ্তানি আয় ২৮ বিলিয়ন ডলার ছাড়ালো
চলতি বছরের জানুয়ারি মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৪৪ কোটি মার্কিন ডলার, যা টাকার অঙ্কে ৫৪ হাজার ১১৯ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা)। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪২০ কোটি ডলার। আর চলতি (২০২৪-২৫) অর্থবছরের প্রথম (জুলাই-জানুয়ারি) ৭ মাসে রপ্তানি হয়েছে ২৮ বিলিয়ন ডলারের পণ্য। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৮৯৬ কোটি ৯৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২ হাজার ৫৯৩ কোটি ৮৯ লাখ ডলার।
রপ্তানি প্রবৃদ্ধির এই ধারা অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে, তবে শিল্প খাতের কিছু চ্যালেঞ্জ এখনো বিদ্যমান, যা এই পরিসংখ্যানে পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না।
এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যদিও রপ্তানি প্রবৃদ্ধির হার আশাব্যঞ্জক, তবে উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারভিত্তিক প্রতিযোগিতা ও কাঁচামালের ওপর নির্ভরতা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য সংকুচিত হওয়ার ফলে তীব্র মূল্য প্রতিযোগিতা দেখা দিয়েছে। একই সঙ্গে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলে বাংলাদেশের জন্য কিছু সুযোগ সৃষ্টি হলেও জ্বালানি নিরাপত্তা ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিগত সাত মাসে রপ্তানি আয় প্রধানত তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল ছিল। এই খাতে রপ্তানি আয় বেড়েছে ১২ শতাংশ। এ ছাড়া কৃষিজাত পণ্যের রপ্তানি আয় ১১ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাতে পরিণত হয়েছে। অন্যান্য খাতের মধ্যে রাবার পণ্য ৩৪ দশমিক ৭৭ শতাংশ, সাইকেল রপ্তানি ৬৪ ও জাহাজ রপ্তানি ৩১ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। তবে চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্যের রপ্তানি কমেছে। কিন্তু রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি যেহেতু তৈরি পোশাক খাত থেকে আসে, তাই এ খাতের রপ্তানির ওপর নির্ভর করে সামগ্রিক প্রবৃদ্ধি। এ খাতে জানুয়ারি মাসে রপ্তানিতে ৫ দশমিক ৫৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ফলে সামগ্রিক প্রবৃদ্ধি এর কাছাকাছি রয়েছে।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২ হাজার ৩৫৫ কোটি ডলারের, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। শুধু জানুয়ারিতে এ খাতে ৩৬৬ কোটি ডলারের রপ্তানি হয়েছে; এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানির অর্ডার বাড়লেও উৎপাদন ব্যয়ের চাপ রপ্তানিকারকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মূল্যের প্রতিযোগিতা বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
বেপজায় শতকোটি টাকা বিনিয়োগ করবে লিজ টোব্যাকো
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথমবারের মতো একটি মেশিন বা যন্ত্র তৈরির কারখানা স্থাপন হতে চলেছে। কারখানাটিতে বিদেশে রপ্তানির উদ্দেশে তামাক ও সিগারেট তৈরির যন্ত্র তৈরি করা হবে।
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সিঙ্গাপুরের মালিকানাধীন প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি। আজ সোমবার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বেপজার নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষর হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেপজা।
বেপজা জানায়, এই চুক্তি বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথম কোনো যন্ত্র তৈরির কারখানা স্থাপনের পথকে সুপ্রশস্ত করেছে। কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি ৮৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এতে কর্মসংস্থান হবে ৯২ জন বাংলাদেশি নাগরিকের।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানির চেয়ারম্যান লি মেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রথম যন্ত্র উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি বেপজার রপ্তানিমুখী শিল্পের বৈচিত্রায়ণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের প্রসারে সহায়তা করতে আমরা আরও যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছি।
লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানির চেয়ারম্যান লি মেং জানান, তাঁদের প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি উৎপাদনে দক্ষ একটি কর্মী বাহিনী তৈরিতে সাহায্য করবে, যা এ দেশের শিল্প খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য মো. ইমতিয়াজ হোসেন ও আ ন ম ফয়জুল হক; নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, মো. তাজিম-উর-রহমান, এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
রাজনৈতিক বিবেচনায় ব্যাংক লাইসেন্স না দেওয়ার সুপারিশ টাস্কফোর্সের
ব্যাংকিং খাত থেকে রাজনৈতিক প্রভাব অপসারণ জরুরি। একটি শক্তিশালী স্বার্থান্বেষী গোষ্ঠী কয়েক দশক ধরে এই খাতকে দুর্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটি ভেঙে ফেলা দরকার।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণ টাস্কফোর্সের প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেন টাস্কফোর্সের সদস্যরা। সেখানে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়।
বাংলাদেশ ব্যাংক সংশোধনী বিল ২০০৩ অনুযায়ী বাংলাদেশ ব্যাংককে সমন্বিতভাবে কাজ করার অনুমতি দিতে হবে। কোনো একক ব্যক্তি বা ব্যক্তিদের একটি গোষ্ঠীকে একাধিক বাণিজ্যিক ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ মালিকানা পাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। রাজনৈতিক কারণে নতুন কোনো ব্যাংক লাইসেন্স দেওয়া উচিত নয়। দুর্বল শাসিত বাণিজ্যিক ব্যাংকগুলিকে পুনঃপুঁজিতে পাবলিক ফান্ডের ব্যবহার বন্ধ করতে হবে। আমানতকারীর স্বার্থ রক্ষার জন্য সমস্যাগ্রস্ত ব্যাঙ্কগুলির জন্য একটি প্রস্থান নীতি প্রণয়ন করা উচিত। অন্তর্বর্তী সরকারের আমলে টাস্কফোর্সের সুপারিশমালা থেকে অন্তত একটি সুপারিশ বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন সুপারিশটি বাস্তবায়ন করা হবে, তা জানাতে হবে।
টাস্কফোর্সের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টাস্কফোর্সের প্রধান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ। এই টাস্কফোর্সের প্রতিবেদনে অর্থনীতি, ব্যাংক,অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে সুপারিশ করা হয়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক কোম্পানি আইন দুর্বল হয়েছে। রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আর বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নতুন ব্যাংকগুলোকে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে আর্থিক খাতকে ধ্বংস করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি সেবা নিশ্চিত করা এবং সংস্কারের অংশ হিসেবে পাঁচ নতুন প্রতিষ্ঠান করার সুপারিশ করা হয় টাস্কফোর্স প্রতিবেদনে। যেমন, নিয়ন্ত্রক সংস্কারর সংস্কার কমিশন বা রেগুলেটির রিফর্ম কমিশন (আরআরসি) গঠন করা উচিত। আইনকানুন পরিবর্তন, সংশোধনে এই কমিশন সবসবই কাজ করবে। এছাড়া বাংলাদেশ বিমানকে দুই ভাগে বিভক্ত করে একটি অংশ বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়ে পরিচালনা করার সুপারিশ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম তদারকির জন্য আলাদা কমিটি করার কথাও বলা হয়েছে। সেন্টার অব গ্লোবাল এক্সিসিলেন্স এবং সেন্টার সোশ্যাল অ্যান্ড বিহেভিওরাল চেঞ্জ কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ গঠনের সুপারিশও করা হয়েছে।
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ভূমি নিবন্ধন কার্যালয়, পুলিশ, স্বাস্থ্যসহ যেকোনো সরকারি সেবা পাওয়া কঠিন। এ জন্য নাগরিকদের তদারকির মাধ্যমে সামাজিক নিরীক্ষার মধ্যে এসব সেবাকে আনা যেতে পারে।
কে এ এস মুরশিদ বলেন , যুগ যুগ ধরে চাঁদাবাজির কথা শুনছি। কিন্তু কিছু করতে পরিনি। আমরা মনে করি, স্থানীয় জনগণের সহায়তায় অ্যান্টি গুন স্কোয়াড (গুন্ডা প্রতিরোধ কমিটি ) বেশ কার্যকর হবে।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার সুপারিশ প্রসঙ্গে কে এ এস মুরশিদ বলেন, রাজনীতির প্রভাব ছাত্রদের মধ্যে বিস্তার লাভ করে, শিক্ষকেরা জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত তা আর্থিক দুর্নীতিতে গড়ায়। দলীয় রাজনীতি কেন থাকবে? কোনো সভ্য দেশে আছে। ছাত্র–ছাত্রীরা সক্রিয় থাকেন সামাজিক ও শিক্ষা খাতের বিভিন্ন ইস্যু নিয়ে। ছাত্র রাজনীতির বন্ধের বিষয়টি সরকার পুনর্বিবেচনা করতে পারে। এখন তো বলা যায়। আগে তো এটাও বলা যেত না।
সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন টাস্কফোর্সের আরেক সদস্য অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি বলেন, বিনিয়োগের বাধাগুলো দূর করতে পারলে বিদেশি বিনিয়োগ আসবে। আগের সরকার এক’শ অর্থনৈতিক অঞ্চলের কথা বলেছে, তা সবগুলো না করে নির্বাচিত কিছু অর্থনৈতিক অঞ্চল করা যেতে পারে।
ব্যাংক দেউলিয়া আইন করার সুপারিশ করেছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের এমডি সৈয়দ নাসির মঞ্জুর। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করে দেওয়া উচিত। এছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার আগে স্থানীয় বিনিয়োগ আকৃষ্ট করার পরিবেশ তৈরি করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বিআইডিএসের গবেষণা পরিচালক মঞ্জুর আহমেদ, বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর প্রমুখ। গত ১১ সেপ্টেম্বর বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণ টাস্কফোর্স গঠন করেছে সরকার। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালককে এ এস মুরশিদের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
এনবিআর পুনর্গঠনের সুপারিশ টাস্কফোর্স কমিটির
নানা অসংগতি সরিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পুনর্গঠনের সুপারিশ করেছে টাস্কফোর্স কমিটি। এনবিআর শুধু রাজস্ব সংগ্রহের দিকে মনোযোগ না দিয়ে নানা ধরনের উদ্ভাবনকে ক্রমাগত উৎসাহিত করতেও সুপারিশ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণ টাস্কফোর্সের প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেন টাস্কফোর্সের সদস্যরা। সেখানে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য দেন।
অন্তর্বর্তী সরকারের আমলে টাস্কফোর্সের সুপারিশমালা থেকে অন্তত একটি সুপারিশ বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন সুপারিশটি বাস্তবায়ন করা হবে, তা জানাতে হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়। টাস্কফোর্সের প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টাস্কফোর্সের প্রধান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ। এই টাস্কফোর্সের প্রতিবেদনে অর্থনীতি, ব্যাংক,অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে সুপারিশ করা হয়।
টাস্কফোর্সের সুপারিশ মালায় বলা হয়েছে, এনবিআর তদারকি কমিটি: বেসরকারি খাত, সুশীল সমাজ এবং সরকারের আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে অবিলম্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা উচিত। এনবিআরের অসংগতি সরানোর জন্য প্রধান উপদেষ্টাকে সুপারিশ করা উচিত। কিভাবে এনবিআরকে পুনর্গঠন করা উচিত সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে সুপারিশ করা উচিত। কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স সম্পর্কিত অসঙ্গতিপূর্ণ, স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক নীতি সরানো উচিত। এনবিআর থেকে নীতি উদ্ভাবন, যেমন ব্যাক-টু-ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস সিস্টেম আরএমজি শিল্পকে রূপান্তরিত করেছে। এই সমস্ত উদ্ভাবনী কাজ আরও থাকা উচিত এনবিআরের পুনর্গঠনে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— বিআইডিএসের গবেষণা পরিচালক মঞ্জুর আহমেদ, বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর প্রমুখ।
গত ১১ সেপ্টেম্বর বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণ টাস্কফোর্স গঠন করেছে সরকার। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালককে এ এস মুরশিদের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
জানুয়ারিতে রপ্তানি বেড়েছে ৫.৭০ শতাংশ
সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বছরের ব্যবধানে যা বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। সোমবার (৩ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত জানুয়ারি মাসে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার।
এছাড়া চলতি (২০২৪-২৫) অর্থবছরের প্রথম (জুলাই-জানুয়ারি) ৭ মাসে রপ্তানি হয়েছে ২৮ বিলিয়ন ডলারের পণ্য। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছে ২৫ বিলিয়ন ডলারের পণ্য।
অর্থবছরের প্রথম সাত মাসে বেশিরভাগ পণ্যেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি ১২ শতাংশ। নিট পোশাকে ১২ ও ওভেন পোশাকে ১১ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। আলোচ্য সময়ে সাড়ে ২৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
এছাড়া প্লাষ্টিক পণ্যে ২৪ দশমিক ২২ শতাংশ, চামড়ায় ৮ দশমিক ০৮ শতাংশ, প্রক্রিয়াজাত পণ্যে ১১ দশমিক ৬৯ শতাংশ, কৃষিজাত পণ্যে ১০ দশমিক ৫৯ শতাংশ, হিমায়িত পণ্যে ১৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ।