পুঁজিবাজার
সপ্তাহজুড়ে প্রাইম ফাইন্যান্স ফান্ডের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ২১ দশমিক ২৯ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ২০ টাকা ৭০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা ৪০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনাটার শেয়ার দর কমেছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৯৯ টাকা ৩০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকমের ১৩ দশমিক ৫১ শতাংশ, বিবিএস ক্যাবলসের ১২ দশমিক ৭২ শতাংশ, সালভো কেমিক্যালসের ১২ দশমিক ১৩ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ফার্স্ট ব্যাংক গ্রোথ ফান্ড ১১ দশমিক ৮৪ শতাংশ, গোল্ডেন সন লিমিটেডের ১১ দশমিক ১১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১০ দশমিক ৪৫ শতাংশ এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড ১০ দশমিক ৩১ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএম

পুঁজিবাজার
ব্লকে ২৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৬৮ হাজার ৪১২ টি শেয়ার ১১১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৭৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৬ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
পুঁজিবাজার
এনসিসি ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসির এক পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন মোট ১০ লাখ শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন তিনি।
এরআগে, গত ১০ জুলাই তিনি উল্লেখিত পরিমাণ ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
এসএম
পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই জিকিউ বলপেনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২০ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৯৯ টাকা ৭০ পয়সায়। আর আজ বুধবার (০৬ আগস্ট) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৪১ টাকায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪১ টাকা ৩০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
ইউনিলিভার কনজ্যুমারে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ডেপুটি কোম্পানি সচিব শারমিন আক্তারকে কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কোম্পানি সচিব হিসেবে নিয়োগ করেছেন। সম্প্রতি তার নিয়োগ কার্যকর হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ফারইস্ট ইসলামী লাইফের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৬ আগস্ট) দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫৪ শতাংশ। আর ৪ দশমিক ১৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, জেনারেশন নেক্সট, ন্যাশনাল হাউজিং, প্রিমিয়ার লিজিং এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।
এসএম