পুঁজিবাজার
লুব-রেফের পর্ষদ সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার ২৯ জানুয়ারি বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।
আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পুঁজিবাজার
মূল্য সংবেদনশীল তথ্য নেই হামি ইন্ডাস্ট্রিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৪ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ০৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯৫ টাকা ৫০ পয়সায়। আর আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২২ টাকা ৬০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ১০ পয়সা।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
এসএম
পুঁজিবাজার
শেয়ার বিক্রয় করবে ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা শ ওয়ালেস বাংলাদেশ লিমিটেড কোম্পানির ২৫ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ারের মধ্যে ৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
আগামী ৩০ ত্রিশ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় করবে এ কর্পোরেট উদ্যোক্তা।
এসএম
পুঁজিবাজার
ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি কোম্পানির ৯ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৬২ হাজার ৮৬৮ টি শেয়ার ৩৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৫০ লক্ষ ৬৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ম্যারিকো বাংলাদেশের ২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার , দ্বিতীয় স্থানে রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ১৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে রবি আজিয়াটার ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
সূত্র মতে, এদিন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ০ টাকা ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমে ৪.৯০ টাকায় দাঁড়িয়েছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.০৫ শতাংশ কমে ১৯.১০ টাকায় দাঁড়িয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার দর কমেছে ২ টাকা বা ৮.৭৩ শতাংশ, যা এখন ২০.৯০ টাকা।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ৮.৭০ শতাংশ , ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৮.৪৪ শতাংশ, বিবিএস ক্যাবলস পিএলসির ৭.৪৯ শতাংশ, ইনটেক লিমিটেডের ৭.৩২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৬৭ শতাংশ এবং ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৬৭ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আজ এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে ২৩.৮০ টাকায় দাঁড়িয়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দেশবন্ধু পলিমার। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪.০০ টাকায় দাঁড়িয়েছে। আর তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮.১৪ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭.৯২ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৭.৪৪ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৫.৬২ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৫.১৯ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ৪.৯৬ শতাংশ, তাল্লু স্পিনিং মিলসের ৪.৬৯ শতাংশ এবং তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির ৪.৬২ শতাংশ দর বেড়েছে।