কর্পোরেট সংবাদ
ইউসিবির শাখা ব্যবস্থাপকদের সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার

প্রায় ৫ বছর পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) শাখা ব্যবস্থাপকদের নিয়ে রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সভা। গত ২৩-২৫ জানুয়ারি অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা ব্যাংকিং খাতে চলমান আর্থিক চ্যালেঞ্জ এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
সবাইকে ছাড়িয়ে এগিয়ে চলার অঙ্গীকার; স্লোগান নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের ২৩১টি শাখার ব্যবস্থাপকরা একত্র হয়ে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সময় কাটাতে পেরে বিশেষভাবে উজ্জীবিত হয়েছেন।
এই সম্মেলনটি একদিকে যেমন শাখা ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি ও একে অপরের সৃজনশীল চিন্তাধারা শেয়ার করার সুযোগ তৈরি করেছে, তেমনি ব্যাংকিং সেক্টরে সম্প্রতি হওয়া ডিজিটাল রূপান্তর ও সেবার আধুনিকায়নের উপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় ইউসিবির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নেতা এবং তরুণ উদ্যোক্তা শরীফ জহির বলেন, আমরা ইউসিবিকে দেশের এক নাম্বার ব্যাংক বানাতে চাই। স্বচ্ছতা, জবাবদিহি এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ইউসিবি পরিচালিত হবে। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেও আমাদের ব্যাংক সঠিক পদক্ষেপ গ্রহণে সক্ষম হয়েছে। যার ফলে আমাদের গ্রাহক সংখ্যা ও আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশন এবং উদ্ভাবনী প্রযুক্তির দিকে আরও গুরুত্ব দেব।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, আমরা গ্রাহক এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ইউসিবি দেশের তৃতীয় বৃহৎ আমানতকারীর ব্যাংকে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ব্যবসায়িক কার্যক্রম এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মিল রেখে আমরা দেশীয় বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হব।
এই সম্মেলনে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে আগামী এক বছর এবং ৫ বছরের জন্য ব্যাংকিং কর্মকৌশল, লক্ষ্য এবং নতুন কর্মপকল্পনা নির্ধারণ করা হয়, যা ব্যাংকের ভবিষ্যতের সাফল্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উদ্যোক্তারা আশাবাদী।
উল্লেখ্য, ইউসিবি গ্রাহক আস্থা এবং নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে। আর্থিক খাতে সংকটের সময়েও গত ৬ মাসে ইউসিবির কোনো গ্রাহকের চেক বাউন্স হয়নি, যা ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসনের দৃষ্টান্ত হিসেবে পরিগণিত।
এসএম

কর্পোরেট সংবাদ
গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকায় কুর্মিটোলা গল্ফ ক্লাবের ব্যাংকুয়েট হলে হাইব্রিড সিস্টেমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মো. জামাল মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক আবু হেনা রেজা হাসান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মু. মাহমুদ হোসেন, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও এ. এফ. সাব্বির আহমদ, কোম্পানী সচিব মো. মনজুর হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারগণ ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
এসবিএসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা

এসবিএসি ব্যাংক পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ২০২৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন।
সভায় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার, পরিচালক মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আব্দুর রাজ্জাক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও মো. নাজিমুদ্দৌলাসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি ও ইভিপি মো. মোকাদ্দেস আলী।
আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৪ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬৮৩ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি। আর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২ শতাংশ বেশি। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬০ কোটি টাকা এবং পরিচালন মুনাফা ২৭২ কোটি টাকা। ব্যাংকটি ২০২৪ সালে প্রায় ৩ হাজার কোটি টাকার রফতানি, চার হাজার কোটি টাকার আমদানি বাণিজ্য এবং এক হাজার ১৪৫ কোটি টাকা রেমিট্যান্স আহরণ করেছে।
কাফি
কর্পোরেট সংবাদ
ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ হওয়ার সময় তার গ্রাহকদের যে টাকা নগদের নিকট জমা ছিল, তার অধিকাংশই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়া হয়েছে। ২০২১ সালের অক্টোবর মাসে বন্ধ হওয়ার সময় ইভ্যালির পাওনাদার গ্রাহকদের মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫ দশমিক ৮৪ টাকা নগদের কাছে জমা ছিল। যারমধ্যে ১২ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৭৮০ দশমিক ৬৪ টাকা ২৪ হাজার ৬৩০ জন গ্রাহককে ফেরত দেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ যাচাই বাছাই প্রক্রিয়াসম্পন্ন করার মাধ্যমে ২০২৩ সালে নগদ ১ হাজার ৬৩১ জন গ্রাহককে ৬ কোটি ১৪ লাখ ৪৭৫ দশমিক ৭০ টাকা এবং ২০২৪ সালে ২২ হাজার ৯৯৯ জন গ্রাহককে কয়েক দফায় ৬ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৩০৪ দশমিক ৯৪ টাকা ফেরত দিয়েছে।
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্সবিষয়ক কারিগরি কমিটির সরাসরি তত্ত্বাবধানে নগদের নিকট জমা অর্থ গ্রাহককে ফেরত প্রদানের কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে নগদের নিকট ইভ্যালির গ্রাহকের ৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৩৯৫ দশমিক ২০ টাকা জমা বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্সবিষয়ক কারিগরি কমিটির নির্দেশনা মোতাবেক গ্রাহকদের এই অর্থ ফেরত দেওয়ার জন্য নগদ সবসময় প্রস্তুত রয়েছে।
এ বিষয়ে নগদের চিফ কমার্সিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, “অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা ইভ্যালির পাওনাদার গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব পালন করছি। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা নিশ্চিত করছি, নগদের সিস্টেমে ইভ্যালির গ্রাহকদের যে পরিমাণ টাকা জমা রয়েছে, তা ফেরত দেওয়ার জন্য নগদ সবসময় প্রস্তুত রয়েছে।”
কাফি
কর্পোরেট সংবাদ
রূপালী ইনভেস্টমেন্টের বার্ষিক সাধারণ সভা

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মতিঝিলস্থ রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম সাধারণ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব মোস্তফা সাজ্জাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানটির পরিচালক হাসান তানভীর। এ ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াছমিন, স্বতন্ত্র পরিচালক এ কে এম শরীয়ত উল্ল্যাহ, প্রফেসর ড. শফিক উজ জামান ও নাসরিন সুলতানা এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
কাফি
কর্পোরেট সংবাদ
আফতাবনগরে ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

ঢাকার আফতাবনগরে নতুন উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। রোববার (১৭ আগস্ট) ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ ঢাকার আফতাবনগর হাউজিংয়ের বেসিক মনসুবা টাওয়ার, প্লট # এ-২৪, ব্লক # এ-তে উপশাখাটি উদ্বোধন করেন।
এসময় ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক উপস্থিত ছিলেন।
এছাড়াও, সিনিয়র জোনাল হেড ফর নর্থ এ. কে. এম. তারেক এবং ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আফতাবনগর ঢাকার অন্যতম দ্রুত প্রসারমান আবাসিক এলাকা, যেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, পাইকারি বাজার এবং বিভিন্ন নগর স্থাপনা রয়েছে।
ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে তাদের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে উপশাখা নেটওয়ার্ক চালু করেছে।
নতুন উপশাখাটি একটি বিস্তৃত পরিসরে আধুনিক ব্যাংকিং সেবার ব্যবস্থা করবে, যা একক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হবে। এখানে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিটেন্স, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপ নিবন্ধন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্র এবং আরও অনেক সেবা গ্রহণ করতে পারবেন, তবে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা এখানে প্রদান করা হবে না।
২৮৮টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস ও ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত।
কাফি