পুঁজিবাজার
সূচকের নিম্নগতিতে দুই ঘন্টায় লেনদেন ১৬৫ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৬৫ কোটি ৬৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৪১ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫৪ ও ১৮৯৪ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টি, কমেছে ১৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের।
এসএম

পুঁজিবাজার
ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (২৭ আগস্ট) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩২ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে পিপলস লিজিংয়ের ৬.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৫.২১ শতাংশ, রাহিমা ফুড কর্পোরেশনের ৪.৫৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.১৭ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ৪.০০ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৭ আগস্ট) কোম্পানিটির ২২ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার।
আর ১৮ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসি, সিনোবাংলা, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, মালেক স্পিনিং এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
সূচকের সঙ্গে লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকের কমেছে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৭ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫০ পয়েন্ট কমে ১১৮৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২১১৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৮টি কোম্পানির, বিপরীতে ১৭৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এসএম
পুঁজিবাজার
জিএসপি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০২ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ ও ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একই সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
চলতি বছরেই পুঁজিবাজারে আসছে দুই সরকারি প্রতিষ্ঠান

দীর্ঘ এক যুগের অপেক্ষার পর অবশেষে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরের মধ্যেই অন্তত দুটি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে বলে আশা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী এক বছরের মধ্যে আরও অন্তত ১০টি রাষ্ট্রীয় কোম্পানিকে বাজারে আনার প্রস্তুতিও চলছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে নেওয়া এই উদ্যোগকে বাজার বিশেষজ্ঞরা যুগান্তকারী বলে মনে করছেন। তাদের মতে, এই পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাজারের গভীরতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
ডিএসই সূত্র জানিয়েছে, ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), নেসলে বাংলাদেশ, সাইনোভিয়া, নোভার্টিস, সিনজেন্টা, পশ্চিমাঞ্চল গ্যাস, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সিলেট গ্যাস ফিল্ডস, বড়পুকুরিয়া কোল মাইনিং, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন, কর্ণফুলী গ্যাস কোম্পানি, সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনসহ প্রায় ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
ইতোমধ্যেই সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগসকে তালিকাভুক্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি বাজারে আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
বর্তমানে শেয়ারবাজারে মাত্র ২০টি সরকারি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, যা মোট বাজার মূলধনের মাত্র ৭ দশমিক ৮১ শতাংশ। সর্বশেষ ২০১২ সালে কোনো সরকারি প্রতিষ্ঠান বাজারে আসে। এরপর থেকে নতুন কোনো কোম্পানি না আসায় খাতটি কার্যত স্থবির হয়ে পড়ে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ বাজারে বিনিয়োগ বাড়াতে এবং দীর্ঘদিনের আস্থাহীনতা কাটাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বাজার বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করলেই হবে না; বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাজারে সুশাসন প্রতিষ্ঠা, নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন এবং হয়রানি কমানো জরুরি। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বোঝাতে হবে যে শেয়ারবাজারে আসা তাদের দীর্ঘমেয়াদি সুনাম ও স্থায়িত্ব বাড়াবে।