পুঁজিবাজার
ইউনিক হোটেলের পরিচালকদের হঠাৎ শেয়ার বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মিশ্রপ্রতিক্রিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেলের উদ্যোক্তা পরিচালকদের হঠাৎ শেয়ারধারণ বৃদ্ধির কারণ জানেনা কেউ। গত এক মাসের মধ্যে কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণে পরিবর্তন দেখা দিয়েছে। শেয়ার ক্রয়ের ঘোষণা ছাড়াই কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ক্রয় বা বিক্রয়ের জন্য পূর্ব ঘোষণা বাধ্যতামূলক করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ বিষয়ে কোন ধরনের সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে ডিএসইর কাছেও মিলেনি এর সদুত্তর।
সূত্র মতে, ইউনিক হোটেলের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ক্রয়ের ঘোষণা ছাড়াই এক মাসের ব্যবধানে শেয়ার ধারণ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশেরও বেশি। শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা ছাড়াই কিভাবে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ধারণে পরিবর্তন হয় তা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা এটা নিয়ে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করছেন। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কেউ কেউ বলছে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। আবার কেউ কেউ মন্তব্য করছে ঘোষণা ছাড়াই কম দামে শেয়ার ক্রয় করে তা আবার বেশি দামে সাধারণ বিনিয়োগকারীদের ধরিয়ে দেওয়ার চক্রান্ত করছে। ফলে বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৫২ শতাংশের বেশি উদ্যোক্তা পরিচালকদের নিকট রয়েছে।
এদিকে, সাধারণ বিনিয়োগকারীদের দাবি তাদের বড় ধরনের ঠকানোর পরিকল্পনা করা হচ্ছে। তাদের দাবি, কম দামে ঘোষণা ছাড়াই শেয়ার ক্রয় করে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ধরিয়ে দিয়ে ঠকানোর চক্রান্ত চলছে।
সূত্র মতে, গত এক মাসের মধ্যে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেলের শেয়ার ধারণে পরিবর্তন দেখা দিয়েছে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের অংশের শেয়ার ৬ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণে কমেছে। তবে উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের পরিমাণ বৃদ্ধির পেছনে কোনো তথ্য নেই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। কোনো রকম ঘোষণা ছাড়াই শেয়ার ক্রয়-বিক্রয়ের কর্মকান্ডে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।
এবিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান অর্থসংবাদকে বলেন, এবিষয়ে কিছু বলতে পারবো না। আমাদের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) সঙ্গে যোগাযোগ করুন। তিনি বলতে পারবেন। তবে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা কখনোই গণমাধ্যমের কারো সঙ্গেই কথা বলেন না। ফলে ডিএসইর পক্ষ থেকে এবিষয়ে পরিষ্কার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে জানতে চাইলে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির কোম্পানি সচিব মো. শরিফ হাসান অর্থসংবাদকে বলেন, ঘোষণা ছাড়া উদ্যোক্তা ও পরিচালকরা শেয়ার ক্রয় করেনি। পূর্বের একজন পরিচালক নতুন যোগ হয়েছেন। নতুন এই পরিচালকের শেয়ার যোগ হওয়ায় উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ধারণ বৃদ্ধি পেয়েছে। এতে বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
ডিএসই সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিলো ৪৫ দশমিক ৯৭ শতাংশ। আর ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে তা বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৪৫ শতাংশে। অর্থাৎ এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ।
এছাড়া, ৩০ নভেম্বর,২০২৪ তারিখে কোম্পনিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিলো ২৯ দশমিক ৩৪ শতাংশ, বিদেশীদের শেয়ার ছিলো ০ দশমিক ২৯ শতংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিলো ২৪ দশমিক ৪০ শতাংশ। আর গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৫ শতাংশে, বিদেশীদের শেয়ার দাড়িয়েছে ০ দশমিক ২৫ শতংশে এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ১৫ শতাংশে। অর্থাৎ এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০ দশমিক ১৯ শতাংশ, বিদেশীদের শেয়ার কমেছে ০ দশমিক ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সবচেয়ে বেশি কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ।
এসএম

পুঁজিবাজার
ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৪৭ হাজার ৩৯৯ টি শেয়ার ৭৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটার ৪ কোটি ৬০ লাখ টাকা, দ্বিতীয় স্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ও তৃতীয় স্থানে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার
বিআইএফসির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)।
সোমবার (২৫ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯ বারে ২১ হাজার ৬৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৩ বারে ১ লাখ ৪৩ হাজার ৯৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫ বারে ৫১ হাজার ৯৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৮.৫৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ৮.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৭.৪১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংসের দর ৬.৪৫ শতাংশ দর কমেছে।
কাফি
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৬৭৮ বারে ১০ লাখ ৩৭ হাজার ৩৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৯৪০ বারে ২১ লাখ ৬১ হাজার ৫০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৩২ বারে ২৩ লাখ ৯৭ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৯.৫৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৩৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৮৬ শতাংশ, আমান ফিডের ৭.১৪ শতাংশ, মীর আক্তারের ৬.৯৪ শতাংশ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৭০ শতাংশ দর বেড়েছে।
কাফি
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (২৫ আগস্ট) কোম্পানিটির ৩৯ কোটি ৩০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে বিকন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকার।
আর ২৩ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলস্ পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
কাফি
পুঁজিবাজার
সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১১৭৭ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ১১৭৭ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৫ আগস্ট) ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২৭ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৮ টির, কমেছে ১১৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৪ টি কোম্পানির বাজারদর।