পুঁজিবাজার
ছুটিতে যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন। মেয়েকে মালয়েশিয়ায় স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করতে সহায়তা করা জন্য তিনি এ ছুটি কাটাবেন।
গত ১২ ডিসেম্বর বেশকিছু শর্তাবলীর অধীনে বিদেশ ভ্রমণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনিক অনুমোদন পেয়েছেন তিনি। তার এ ছুটি বহিঃবাংলাদেশ ছুটি হিসেবে গণ্য হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।
এতে বলা হয়, বিএসইসি চেয়ারম্যার খন্দকার রাশেদ মাকসুদকে শর্তাবলীর অধীনে বিদেশ ভ্রমণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। তিনি আগামী ২১ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন ছুটি কাটাবেন। তাঁর সফর সঙ্গী থাকবেন স্ত্রী সামিয়া ফয়সাল মাকসুদ ও মেয়ে দিয়ানা তানাশসাত মাকসুদ।
বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের ছুটি ও ভ্রমণের শর্তাবলীগুলো হচ্ছে- তিনি ভ্রমণ সংক্রান্ত সকল ব্যয় বহন করবেন। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক কোন ব্যয় বহন করা হবে না; তিনি স্থানীয় মুদ্রায় তার বেতন ও ভাতা গ্রহণ করবেন; তার ভ্রমণের সময় বহির্বিশ্ব ছুটি হিসেবে গণ্য হবে; এই অনুমোদনের জন্য বিএসআর (পর্ব-১) এর পরিশিষ্ট ৮ এর বিধি ৩৪ এর বিধান প্রযোজ্য; এবং অনুমোদিত সময়ের বেশি তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই কোটি টাকার শেয়ার বিক্রি করবে ই-জেনারেশনের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইজেনারেশন পিএলসির এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তাঁর ঘোষাণাকৃত শেয়ারের বর্তমান বাজার দর প্রায় সাডে ৫ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ই-জেনারেশনের উদ্যোক্তা রাশেদ মাহমুদ তাঁর হাতে থাকা ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫টি শেয়ারের সবগুলো বিক্রির ঘোষণা দিয়েছেন। যার আর্থিক মূল্য মঙ্গলবার (১৪ জানুয়ারি) সর্বশেষ বর্তমান বাজারদর অনুযায়ী ২ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৭৫ টাকা।
এই উদ্যোক্তা আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সন্তানদের শেয়ার উপহার দেবেন জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর করবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে ১১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ার রয়েছে।
এর মধ্যে থেকে তার ছেলে সালেহীন মুশফিক সাদাফ এবং মেয়ে সাদমান সাইকা সেফাকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) মোট দুই কোটি ৫০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন।
স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই লেনদেন সম্পন্ন করেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মালেক স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করা হবে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুয়ার সার্ভিসেসের সাবস্ক্রিপশন স্থগিত: বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ
দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন তাৎক্ষনিকভাবে স্থগিত করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় এসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসিকে এই ধন্যবাদ জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্তটি অত্যান্ত সময়োপযোগী। এই সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা ফিরে আসবে। জুলাই ২৪-এ সংঘটিত ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভুত্থানের মূল চেতনা ও দর্শন ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গঠন। যে ব্যবস্থার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়ে সকল শ্রেনী পেশার মানুষ তাদের প্রাপ্য ও অধিকার ফিরে পাবে।
আমরা লক্ষ করেছি, অতীতে বহু মন্দ কোম্পানির সাবস্ক্রিপশন ও তালিকাভুক্তির মাধ্যমে বাজারকে ধ্বংস করা হয়েছে। বাজারে মন্দ কোম্পানি এনে দর কারসাজির মাধ্যমে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে বিনিয়োগকারীদের সর্বশান্ত করা হয়েছে। এমতাবস্থায়, পুঁজিবাজার ও বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষায় দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করার এইরুপ সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করি এবং এইরুপ সিদ্ধান্তের জন্য কমিশনকে সাধুবাদ জানাই। আমরা আশা করি, বর্তমান কমিশন তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মনোভাব ও কর্মকান্ডের দ্বারা পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং এই বাজারকে সকলের আস্থার জায়গায় নিয়ে যাবে।
পুঁজিবাজারের যে কোন ইতিবাচক কর্মকান্ডে আমরা কমিশনের সাথে একযোগ হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে কমিশনকে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করছি।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বস্ত্র খাতের তিন কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তিন কোম্পানির গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের নিকট পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- হা-ওয়েল টেক্সটাইল, রহিম টেক্সটাইল এবং মালেক স্পিনিং মিলস।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য হা-ওয়েল টেক্সটাই ২০ শতাংশ, রহিম টেক্সটাইল ১০ শতাংশ এবং মালেক স্পিনিং ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
কাফি