পুঁজিবাজার
বাংলাদেশ ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করা হবে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বস্ত্র খাতের তিন কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তিন কোম্পানির গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের নিকট পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- হা-ওয়েল টেক্সটাইল, রহিম টেক্সটাইল এবং মালেক স্পিনিং মিলস।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য হা-ওয়েল টেক্সটাই ২০ শতাংশ, রহিম টেক্সটাইল ১০ শতাংশ এবং মালেক স্পিনিং ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইউনিয়ন ক্যাপিটালের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৩১ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রগতি লাইফের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ১৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাট্রিজ, ফাইন ফুডস, অলটেক্স, তাক্কাফুল ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামী ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএসইতে সিনোবাংলার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আইসিবি এএমসিআই সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, ওয়ালটন, শমরিতা হসপিটাল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) কোম্পানিটির ১১ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের এদিন শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬২ লাখ ২৮ হাজার টাকার। আর ১১ কোটি ১৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোমোবাইল, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, লাভেলো, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রাশেদ মাকসুদের ছুটির খবরে ইতিবাচক থেকে মূল্য সংশোধন পুঁজিবাজারে
ছুটিতে যাচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তবে এটি তাঁর বাধ্যতামূলক ছুটি হিসাবে গুঞ্জন ছড়িয়েছে। এমন খবরে উচ্ছ্বসিত সাধারণ বিনিয়োগকারীরা। যার প্রভাব পড়েছে আজকের শেয়ারবাজারের লেনদেনে। এদিন শুরু থেকেই অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধি আর লেনদেনে গতি ছিলো। তবে বিনিয়োগকারীরা জানতে পারে বিএসইসি চেয়ারম্যান তাঁর মেয়েকে উচ্চ শিক্ষার জন্য ছুটিতে যাচ্ছেন। ফলে দিন শেষে মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের সাথে আলাপকালে এমন তথ্য উঠে এসেছে। মাকসুদ কমিশনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নেই এবং বিভিন্ন সময় বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।
এবিষয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনে প্রধান মুখপাত্র নুরুল ইসলাম মানিক অর্থসংবাদকে বলেন, বিএসইসি চেয়ারম্যান বাধ্যতামূলক ছুটিতে যাচ্ছেন এমন গুঞ্জনে সাধারণ বিনিয়োগকারীরা উচ্ছ্বসিত। যার ফলাফল আজকের লেনদেন শুরু থেকে লক্ষ্য করা গেছে। এ গুঞ্জনে সকাল থেকেই বেশিরভাগ সময় বাজার ইতিবাচক ছিলো। তবে যখন বিনিয়োগকারীরা জানতে পারলো এটা তাঁর বাধ্যতামূলক ছুটি না তখন থেকে মূল্য সংশোধন হয়। এটার মানে পরিষ্কার বিএসইসির চেয়ারম্যান হিসাবে সাধারণ বিনিয়োগকারীরা রাশেদ মাকসুদকে চায় না বা আস্থা রাখে না। তিনি এ পদ ছাড়লে বাজার পুরোদমে গতিশীল হবে।
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস (১৪ জনিুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী প্রবণতায়। সব মূল্য সূচকের উত্থানে অল্প কয়েকটি বাদ দিয়ে বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি পেয়ে ছিলো। তবে দিন শেষে সূচক-লেনদেন সামান্য কমেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১ দশমিক ৬৮ পয়েন্ট।
আজ ডিএসইতে ৩৫১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯৭ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টি কোম্পানির, বিপরীতে ১৩১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এসএম