পুঁজিবাজার
ডিএসইএক্স সূচকে যুক্ত হলো ১৩ ব্যাংকসহ ৮৭ কোম্পানি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স-এ যুক্ত হয়েছে ১৩ ব্যাংকসহ ৮৭টি কোম্পানি। অন্যদিকে সূচকের তালিকা থেকে বাদ পড়েছে ১৪টি কোম্পানি। সমন্বিত সূচকটি আগামী ১৯ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
নতুন কোম্পনিগুলো যোগ হওয়ার ফলে ডিএসইর প্রধান সূচকের অধীন কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৩২৬টিতে। সমন্বিত সূচকে যোগ হওয়া কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক পিএলসি, আমান কটন ফাইবারস লিমিটেড, এসিআই লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, আমান ফিড লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, বারাকা পাওয়ার লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি, এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি, গোল্ডেন সন লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, আইবিএন সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইএফএডি অটোস পিএলসি অ র্থ সূ চ ক, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কাট্টলি টেক্সটাইল লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ম্যাকসনস স্পিনিং মিলস পিএলসি, মতিন স্পিনিং মিলস পিএলসি, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, এমএল ডাইং লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ফার্মা এইডস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস পিএলসি, আরএকে সিরামিকস (বিডি) লিমিটেড, রিং শাইন টেক্সটাইলস লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, সাইহাম কটন মিলস লিমিটেড, সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, এসবিএসি ব্যাংক পিএলসি, শাশা ডেনিমস লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোং লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস পিএলসি, এস. এস. স্টিল লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সামিট পাওয়ার লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্স. অ্যান্ড ডিস্ট্রিক্ট কোং লিমিটেড, ইউনিয়ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।
সমন্বিত সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট লিমিটেড, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স পিএলসি, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড, রেনউইক জজনেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সূহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড।
এছাড়াও ডিএসই৩০ সূচকে নতুন করে ০৯ টি কোম্পানি যোগ হয়েছে। আর এই সূচক থেকে বাদ পড়েছে ০৯ টি কোম্পানি। এবং ডিএসইএসএমই সূচকে যুক্ত হয়েছে ০৩ টি কোম্পানি।
ডিএসই৩০ সূচকে নতুন করে যুক্ত হয়েছে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, পদ্মা অয়েল কোং লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি।
ডিএসই৩০ সূচক থেকে বাদ পরেছে- হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, ইসলামী ব্যাংক বিডি পিএলসি, ওরিয়ন ফার্মা লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং সামিট পাওয়ার লিমিটেড।
অন্যদিকে ডিএসইএসএমই ইনডেক্সে যুক্ত হওয়া তিন কোম্পানি হলো- এগ্রো অর্গানিকা পিএলসি, ক্রাফটসম্যান এবং ওয়েব কোটস পিএলসি।
এর আগে ডিএসইর শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় ২০২৪ সালের জানুয়ারিতে ১৫ ব্যাংকসহ ৬৮টি কোম্পানিকে ডিএসইএক্স সার্বিক সূচক থেকে বাদ দেওয়া হয়েছিল। সেবার পুনর্বিন্যাসের পর ডিএসইএক্স এর আওতাভুক্ত প্রতিষ্ঠান দাঁড়িয়েছিল ২৫০টিতে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকখাতের মূলধন কাঠামোকে শক্তিশালী করতে শেয়ারের বিপরীতে লভ্যাংশ নীতিমালায় বেশকিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নীতিমালায়, যেসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১০ শতাংশের তারা দিতে পারবে না লভ্যাংশ।
এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে ৬১টি ব্যাংকের মধ্যে ২৩টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ২০২৪ এর ডিসেম্বর শেষে ব্যাংকিংখাতে খেলাপি ঋণের অনুপাত ২০ শতাংশেরও বেশি।
নতুন নীতিমালা ২০২৫ সালের লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের শেয়ারের বিপরীতে লভ্যাংশের নীতিমালা করে- তা পরিপালনের জন্য সকল তফসীলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে।
নতুন নীতিমালায় কেবলমাত্র পঞ্জিকাবষের্র মুনাফা হতে নগদ লভ্যাংশ প্রদান করা যাবে; পূর্বের পূঞ্জীভূত মুনাফা হতে কোন নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে না।
কোনো ব্যাংকের নগদ জমার হার (সিআরআর) ও সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও—এসএলআর) ঘাটতির কারণে দণ্ড সুদ ও জরিমানা অনাদায়ী থাকলে এমন ব্যাংকগুলোও লভ্যাংশ দিতে পারবে না।
এছাড়া ব্যাংকের ঋণ, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের বিপরীতে কোন প্রকার প্রভিশন ঘাটতি থাকা যাবে না।
একইসঙ্গে কোন ব্যাংকের প্রভিশন সংরক্ষণ ও অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোন প্রকার ডেফারেল সুবিধা গ্রহণ করলে তারাও লভ্যাংশ দিতে পারবে না।
লভ্যাংশের শর্তগুলো পুরোপুরি অনুসরণ করতে পারলেও একটি ব্যাংক শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষিত লভ্যাংশের পরিমাণ কোনক্রমেই পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের অধিক হবে না। তবে যেসব ব্যাংক প্রভিশন সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর পর, ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ২.৫ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ন্যূনতম ১৫ শতাংশ মূলধন সংরক্ষণ করতে পারবে—- তারা সামর্থ্য অনুসারে নগদ ও স্টক লভ্যাংশ বিতরণ করতে পারবে।
সেক্ষেত্রে, তাদের লভ্যাংশ প্রদানের অনুপাত সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি হবে না, এবং লভ্যাংশ বিতরণ পরবর্তী মূলধন পর্যাপ্ততার হার কোনভাবেই ১৩.৫ শতাংশের নিচে নামতে পারবে না।
কনজারভেশন বাফারসহ ন্যূনতম ১২.৫ শতাংশের বেশি, কিন্তু ১৫ শতাংশের কম মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, সেসব ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে নগদ ও স্টক লভ্যাংশ বিতরণ করতে পারবে। সেক্ষেত্রে, লভ্যাংশ প্রদানের অনুপাত সর্বোচ্চ ৪০ শতাংশ হতে পারবে, এবং লভ্যাংশ বিতরণ পরবর্তী মূলধন পর্যাপ্ততার হার কোন ভাবেই ১২.৫ শতাংশের নিচে নামতে পারবে না।
ব্যাংক ব্যবস্থায় বিপুল খেলাপি ঋণ আর মূলধন ঘাটতি নিয়ে অনেক বছর ধরেই আলোচনাস-সমালোচনা চলছে। এতে হুমকির মুখে ব্যাংকখাতের টেকসইতা। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এসব নির্দেশনা সেই প্রেক্ষাপটেই এসেছে।
ব্যাংকাররা বলছেন, এর ফলে খেলাপি ঋণের পরিমাণ বেশি রয়েছে, এমন ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা বন্ধ করা যাবে। নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তারা আশা করছেন, এ ধরনের কঠোর নীতিমালার ফলে ব্যাংকগুলো তাদের ব্যালেন্স শিট শক্তিশালী করতে উদ্যমী হবে এবং শেয়ারহোল্ডারদের রিটার্নের চেয়ে বেশি নজর দেবে আমানতের সুরক্ষায়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং বাকীটা ২ দশমিক ৫০ শতাংশ বোনাস।
বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৪৭ পয়সা, যা আগের বছর ৪ টাকা ২৫ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৭ পয়সা।
আগামী ৫ মে সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লিন্ডে বাংলাদেশের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদচূড়ান্ত নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গতবছরের ৪ সেপ্টেম্বর লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত লভ্যাংশ নিয়ে কোম্পানিটি মোট ৪৫০০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটি এক্সট্রা-অর্ডানারি আয়সহ শেয়ার প্রতি আয় (EPS) করেছে ৪২১ টাকা ৯৪ পয়সা। এ সময়ে মূল ব্যবসা থেকে শেয়ার প্রতি আয় হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা, যা আগের বছর ১৫ টাকা ২ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৯ টাকা ৩৪ পয়সা
আগামী ২৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) কোম্পানিগুলোর মোট ৪২ লাখ ৯৯ হাজার ৩৭৭ টি শেয়ার ৬১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিঙ্গার বিডির ৩ কোটি ৬২ লাখ টাকার , দ্বিতীয় স্থানে ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৪৩ লাখ টাকার ও তৃতীয় স্থানে লাভেলোর ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৮ শতাংশ কমেছে। আর এ তালিকায় তৃতীয় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্সের দর কমেছে ৩ দশমিক ৪৮ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- উত্তরা ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ, পি এইচ পি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.২৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩.০৯ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ৩.০১ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ৩.০০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ২.৯৭ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ২.৯৪ শতাংশ দর কমেছে।
কাফি